অনলাইন ডেস্ক
নেপাল থেকে সাফের শিরোপা নিয়ে সাবিনাদের দেশে ফেরার ১০ দিনও পার হয়নি, এরই মধ্যে ২০২৬ সাফ নিয়ে ভাবনা শুরু বাফুফের। মেয়েরা যাতে সাফ শিরোপার হ্যাটট্রিক করতে পারে, সেভাবেই তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা।
গতকাল আজকের পত্রিকাকে এমনটাই বলেছেন বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ, ‘আমি এরই মধ্যে পিটারকে বলে দিয়েছি প্ল্যান “বি” তৈরি করতে। তাঁকে এও বলেছি, আমরা শিরোপার হ্যাটট্রিক মিস করতে চাই না।’
ঋতু-মনিকারা এখনো উদ্যাপনের মেজাজে। এর মধ্যেই ২০২৬ সাফ নিয়ে কাজ শুরু। এত দ্রুত প্রস্তুত হওয়ার কারণ কী? কিরণের উত্তর, ‘দেখেন, ভারত আর নেপাল তো বসে থাকবে না। তারাও হয়তো কাজ শুরু করে দিয়েছে। আমরা এখন থেকে শুরু না করলে পিছিয়ে পড়তে পারি। সে জন্যই আমি ঋতুদের কোচকে ডেকে সব নতুনভাবে সাজাতে বলেছি।’
প্ল্যান ‘বি’ বলতে মূলত নতুন করে দল গোছানোকেই বুঝিয়েছেন গত কমিটির নারী উইংয়ের এই চেয়ারম্যান। এবারও কিরণের কাঁধেই থাকছে মেয়েদের পথ দেখানোর দায়িত্ব। কিরণের সময়ে আর যা-ই হোক মেয়েদের ফুটবলে সাফল্যের কমতি হয়নি। এবার নেপালে সাফ চলাকালে দলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে নানা কথা রটেছিল। কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিষয়টা সুন্দরভাবেই সামাল দিয়েছেন কিরণ। সাফের মতো টুর্নামেন্টে প্রয়োজন পড়লে তাৎক্ষণিকভাবে যাতে ‘প্ল্যান বি’ ধরেও এগোনো যায়, সেটা মাথায় রেখে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দেরও তুলে আনার দায়িত্ব দেওয়া হলো কোচ বাটলারকে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে বাটলার বলেন, ‘আমি বর্তমান কমিটির সভাপতি তাবিথ আউয়াল ও মাহফুজা আক্তার কিরণের সঙ্গে সভা করেছি। তাঁরা আমাকে বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন। আমি সে অনুযায়ী কাজ করছি।’
তাহলে কি নারী দলের কোচ হয়েই থাকছেন? এমন প্রশ্নের উত্তর একটু ভিন্নভাবেই দেন বাটলার, ‘এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। যেহেতু ৩১ ডিসেম্বর পর্যন্ত আমি তাদের কোচ, তাই পেশাদারত্বের জায়গা থেকে কাজ করে যেতে চাই।’
কৃষ্ণা-সানজিদারা পরের সাফ জিতলেই হবে শিরোপার হ্যাটট্রিক। বাফুফে সে ‘হ্যাটট্রিক’ খুব করেই চাইছে। যে কারণে ২০২৬ মেয়েদের সাফ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাংলাদেশ। বাফুফে সূত্রে এমনটাই জানা গেল।
আগামী বছরের শেষ দিকে সাফের বৈঠকে চূড়ান্ত হবে আয়োজক দেশের নাম। বাংলাদেশ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরই সারবে বাকি আনুষ্ঠানিকতা। চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন কোচকেও সে টুর্নামেন্ট পর্যন্ত রেখে দিতে চায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ইংলিশ প্রিমিয়ার লিগে চার শর বেশি ম্যাচ খেলেছেন বাটলার। সাবিনাদের দায়িত্ব নেওয়ার আগে ডজনখানেক দলের কোচ ছিলেন। এমন হাইপ্রোফাইল কোচের সঙ্গে চুক্তি নবায়নের ক্ষেত্রে হয়তো বাফুফেকে তাঁর বেতন পুনর্বিবেচনা করতে হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের বর্তমান কমিটির এক সহসভাপতি আজকের পত্রিকাকে তেমনই বলেছেন, ‘আমরা বাটলারের বিষয়টি অবগত। তাঁকে দীর্ঘ মেয়াদে রাখার পরিকল্পনা আছে আমাদের। শনিবার (কাল) আমাদের নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।’
২০২৬ সাফ যদি ঢাকাতেই হয়, তহুরা-মনিকাদের শিরোপা ধরে রাখার আকাঙ্ক্ষাও পাবে নতুন মাত্রা। সেটা তাদের পারফরম্যান্সকে উজ্জীবিত করলে হ্যাটট্রিক শিরোপাও দূরের স্বপ্ন নয়!
নেপাল থেকে সাফের শিরোপা নিয়ে সাবিনাদের দেশে ফেরার ১০ দিনও পার হয়নি, এরই মধ্যে ২০২৬ সাফ নিয়ে ভাবনা শুরু বাফুফের। মেয়েরা যাতে সাফ শিরোপার হ্যাটট্রিক করতে পারে, সেভাবেই তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা।
গতকাল আজকের পত্রিকাকে এমনটাই বলেছেন বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ, ‘আমি এরই মধ্যে পিটারকে বলে দিয়েছি প্ল্যান “বি” তৈরি করতে। তাঁকে এও বলেছি, আমরা শিরোপার হ্যাটট্রিক মিস করতে চাই না।’
ঋতু-মনিকারা এখনো উদ্যাপনের মেজাজে। এর মধ্যেই ২০২৬ সাফ নিয়ে কাজ শুরু। এত দ্রুত প্রস্তুত হওয়ার কারণ কী? কিরণের উত্তর, ‘দেখেন, ভারত আর নেপাল তো বসে থাকবে না। তারাও হয়তো কাজ শুরু করে দিয়েছে। আমরা এখন থেকে শুরু না করলে পিছিয়ে পড়তে পারি। সে জন্যই আমি ঋতুদের কোচকে ডেকে সব নতুনভাবে সাজাতে বলেছি।’
প্ল্যান ‘বি’ বলতে মূলত নতুন করে দল গোছানোকেই বুঝিয়েছেন গত কমিটির নারী উইংয়ের এই চেয়ারম্যান। এবারও কিরণের কাঁধেই থাকছে মেয়েদের পথ দেখানোর দায়িত্ব। কিরণের সময়ে আর যা-ই হোক মেয়েদের ফুটবলে সাফল্যের কমতি হয়নি। এবার নেপালে সাফ চলাকালে দলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে নানা কথা রটেছিল। কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিষয়টা সুন্দরভাবেই সামাল দিয়েছেন কিরণ। সাফের মতো টুর্নামেন্টে প্রয়োজন পড়লে তাৎক্ষণিকভাবে যাতে ‘প্ল্যান বি’ ধরেও এগোনো যায়, সেটা মাথায় রেখে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দেরও তুলে আনার দায়িত্ব দেওয়া হলো কোচ বাটলারকে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে বাটলার বলেন, ‘আমি বর্তমান কমিটির সভাপতি তাবিথ আউয়াল ও মাহফুজা আক্তার কিরণের সঙ্গে সভা করেছি। তাঁরা আমাকে বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন। আমি সে অনুযায়ী কাজ করছি।’
তাহলে কি নারী দলের কোচ হয়েই থাকছেন? এমন প্রশ্নের উত্তর একটু ভিন্নভাবেই দেন বাটলার, ‘এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। যেহেতু ৩১ ডিসেম্বর পর্যন্ত আমি তাদের কোচ, তাই পেশাদারত্বের জায়গা থেকে কাজ করে যেতে চাই।’
কৃষ্ণা-সানজিদারা পরের সাফ জিতলেই হবে শিরোপার হ্যাটট্রিক। বাফুফে সে ‘হ্যাটট্রিক’ খুব করেই চাইছে। যে কারণে ২০২৬ মেয়েদের সাফ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাংলাদেশ। বাফুফে সূত্রে এমনটাই জানা গেল।
আগামী বছরের শেষ দিকে সাফের বৈঠকে চূড়ান্ত হবে আয়োজক দেশের নাম। বাংলাদেশ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরই সারবে বাকি আনুষ্ঠানিকতা। চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন কোচকেও সে টুর্নামেন্ট পর্যন্ত রেখে দিতে চায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ইংলিশ প্রিমিয়ার লিগে চার শর বেশি ম্যাচ খেলেছেন বাটলার। সাবিনাদের দায়িত্ব নেওয়ার আগে ডজনখানেক দলের কোচ ছিলেন। এমন হাইপ্রোফাইল কোচের সঙ্গে চুক্তি নবায়নের ক্ষেত্রে হয়তো বাফুফেকে তাঁর বেতন পুনর্বিবেচনা করতে হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের বর্তমান কমিটির এক সহসভাপতি আজকের পত্রিকাকে তেমনই বলেছেন, ‘আমরা বাটলারের বিষয়টি অবগত। তাঁকে দীর্ঘ মেয়াদে রাখার পরিকল্পনা আছে আমাদের। শনিবার (কাল) আমাদের নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।’
২০২৬ সাফ যদি ঢাকাতেই হয়, তহুরা-মনিকাদের শিরোপা ধরে রাখার আকাঙ্ক্ষাও পাবে নতুন মাত্রা। সেটা তাদের পারফরম্যান্সকে উজ্জীবিত করলে হ্যাটট্রিক শিরোপাও দূরের স্বপ্ন নয়!
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৫ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৬ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১২ ঘণ্টা আগে