Ajker Patrika

মাহমুদউল্লাহর সঙ্গে উইকেটে দেখা হয়ে গেল তামিম-পুত্রের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহমুদউল্লাহর সঙ্গে উইকেটে দেখা হয়ে গেল তামিম-পুত্রের

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও তামিম ইকবাল মিরপুর শেরেবাংলায় বড় বড় ছক্কার অনুশীলন করে আসছেন কদিন ধরেই। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক যে খেলতে যাবেন হিমালয়ের দেশ নেপালে। তারই প্রস্তুতি চলছিল গত চার দিন ধরে। প্রথম তিন দিন একাই অনুশীলনে এসেছিলেন চট্টগ্রামের ‘খান সাহেব’–তামিম ইকবাল খান।

তবে আজ বুধবার আর একা নন, তামিম সঙ্গে নিয়ে এসেছেন আরও এক খানকে—তামিমের ছেলে আরহাম ইকবাল খান। ছেলেকে সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে মাঠে প্রবেশ করেন তামিম। এ সময় তামিমের হাতে ব্যাট তো ছিলই, আরহামও সঙ্গে নিয়ে আসে ব্যাট–বল। পিতা-পুত্র মাঠে প্রবেশের আগেই মাঝ উইকেটে ব্যাটিং অনুশীলন সারছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে তামিম ছেলেকে মাহমুদউল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন । এ সময় বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক আরহামকে আদর করে দেন। 

তামিম ইকবাল বাঁহাতি ব্যাটসম্যান হলেও তাঁর ছেলে আরহাম ইকবাল খান ব্যাট করে ডান হাতেএরপর মাহমুদউল্লাহ ও তামিম ব্যস্ত হয়ে পড়েন মাঝ উইকেটে অনুশীলনে। আর দূরে বসে বাবা ও ‘চাচ্চু’ মাহমুদউল্লাহর ব্যাটিং উপভোগ করছিল আরহাম। একটা সময় ব্যাট হাতে নেমে পড়ে আরহামও। মাঠকর্মীদের একজনকে দেখা যায় আরহামকে দীর্ঘক্ষণ ধরে বোলিং করতে।

বাবা বাঁহাতি ব্যাটসম্যান হলেও আরহাম অবশ্য ডানহাতি ব্যাটসম্যান। বোলিংও করে ডান হাতে। প্রায় ঘণ্টাখানেক ধরে অনুশীলনের পরে ফেরার পথে বাবাকে বোলিং করতেও দেখা গেল আরহামকে। আরহামের ডান হাতে ছোড়া সেই বল তামিম ঠেকিয়ে দেন বেশ দেখেশুনেই। এরপর আলোকচিত্রীদের ছবি তোলার দাবি মেটাতে মেটাতে বাবা-ছেলে ফেরেন বাসার পথে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত