Ajker Patrika

পেসার নয়, মোস্তাফিজকে স্পিনার হিসেবে দেখেন ভন-ডুল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৪: ২২
Thumbnail image

আইপিএলের শুরু থেকেই দারুণ বোলিংয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য প্রশংসায়ও ভাসছেন বাংলাদেশি পেসার। টুর্নামেন্টের শুরু থেকে বাঁহাতি পেসারের প্রশংসা করে আসছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। 

এবার মোস্তাফিজের বোলিং বন্দনায় ম্যাকক্লেনাঘানেরই স্বদেশি সাইমন ডুল। বাংলাদেশের বাঁহাতি পেসারের স্লোয়ার ও কাটার খেলা ব্যাটারদের জন্য খুব কঠিন বলে মনে করেন তিনি। গতকাল ম্যাচ শেষে ক্রিকবাজের এক অনুষ্ঠানে এমনটিই জানিয়েছেন বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সাবেক কিউই পেসার। 

গতকাল চেন্নাইয়ের হয়ে ফিরেই ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। এতে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির ‘পার্পল ক্যাপ’ নিজের অধিকারে নিয়েছেন তিনি। তবে তাঁর উইকেটের চেয়ে স্লোয়ার ও কাটার নিয়ে বেশি আলোচনা হচ্ছে আইপিএলে। এমনভাবে স্লোয়ার ও কাটার করছেন, যেন তিনি পেসার নন, একজন স্পিনার। 

মোস্তাফিজকে তাই স্পিনার সম্বোধন করেই ক্রিকবাজের পোস্ট ম্যাচ অ্যানালিস্টের অনুষ্ঠানটি শুরু করেন সঞ্চালক গৌরব কাপুর। তিনি বলেন, ‘৪ ওভার করেছেন মহীশ তিকশানা ও রবীন্দ্র জাদেজা। আর এক ওভার করা রাচিন রবীন্দ্রর সঙ্গে ২ ওভার স্পিন বোলিং করেছেন মোস্তাফিজ।’ সঞ্চালকের এই কথা হাসিমুখে সায় দেন দুই আলোচক সাইমন ডুল এবং মাইকেল ভন। 

এরপর মোস্তাফিজের বোলিং বিশ্লেষণ করতে গিয়ে সাইমন ডুল বলেন, ‘আসলে সত্যি। মোস্তাফিজের কবজির অবস্থান সত্যি অবিশ্বাস্য। বোলিংয়ের সময় এভাবে লুপ ও স্পিন করাটা খুবই কঠিন। সে যখন স্লোয়ার বল করে, তখন তার কবজির অবস্থান অদ্ভুত হয়।’ 

এ সময় ডুলের মন্তব্যের মাঝে ঢুকে পড়েন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলে ওঠেন, ‘একদম মুত্তিয়া মুরালিধরন। বল করার সময় মুরালির কবজির অবস্থান যেমনটা হয়, ঠিক তেমনি ফিজেরও হয়।’ 

ভনের সঙ্গে একমত হয়ে সাইমন ডুল আরও বলেন, ‘যেন তার কবজি ডাবল জয়েন্টের। লুপ ও টার্ন মিলিয়ে তাকে খেলাটা টপ অর্ডার ব্যাটারদের জন্য বেশ কঠিন। নিশ্চিতভাবেই মিচেল স্টার্ক খারাপ ব্যাটার না। বেশ সক্ষম। কিন্তু সে ব্যাটে বল লাগাতে পারেনি।’ 

চেন্নাইয়ের বোলিং ইনিংসের ১৮তম ওভারে আন্দ্রে রাসেলের বিপক্ষে কতটা দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ, তা নিয়েও আলোচনা হয়েছে ক্রিকবাজের অনুষ্ঠানটিতে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারের জন্য ওভারটা খুবই হতাশার ছিল বলে মনে করেন সঞ্চালক গৌরব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত