Ajker Patrika

করাচিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনটা নিউজিল্যান্ডের

করাচিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনটা নিউজিল্যান্ডের

করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন রাজত্ব করেছিলেন পাকিস্তানি ব্যাটাররা। আজ দ্বিতীয় দিন পাকিস্তানের ওপর ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করে খেলেছে নিউজিল্যান্ড। কোনো উইকেট না হারিয়ে ২৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে কিউইরা।

৫ উইকেটে ৩১৭ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। দিনের চতুর্থ বলেই বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করা বাবরের উইকেট নেন টিম সাউদি। তাতে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩১৮ রান। বাবরের বিদায়ের পর উইকেটে আসেন নোমান আলি। ষষ্ঠ উইকেটে নোমানের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন আগা সালমান। যেখানে মাত্র ৭ রান করেন নোমান। পাকিস্তানি এই টেলএন্ডার ব্যাটারকে ফেরান নেইল ওয়াগনার।

নোমান ফিরে গেলেও এক প্রান্ত আগলে খেলতে থাকেন সালমান। সাদা পোশাকে প্রথম সেঞ্চুরি তুলে নেন সালমান। ১০৩ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন পাকিস্তানি এই মিডল অর্ডার ব্যাটার। পাকিস্তান অলআউট হয় ৪৩৮ রানে। যেখানে শেষ উইকেট নেন সাউদি। ১৬১ রান করে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার হয়েছেন বাবর। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাউদি। 

৪৩৮ এর জবাবে ব্যাটিংয়ে নেমে নির্বিঘ্নেই দ্বিতীয় দিন পার করে নিউজিল্যান্ড। ৪৭ ওভার ব্যাটিং করে ১৬৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও টম লাথাম। দুই বাঁহাতি ব্যাটারই ফিফটি করেছেন। ৮২ রানে অপরাজিত আছেন কনওয়ে এবং লাথাম অপরাজিত আছেন ৭৮ রান করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত