অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৮২ উইকেট নিয়ে নাথান লায়ন এখন কিংবদন্তি। অন্যদিকে টড মারফির উইকেট ১৪টি। লায়নের ক্যারিয়ার যেখানে এক যুগের মতো, সেখানে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে সবে ক্যারিয়ার শুরু করেছেন মারফি। দুজনের ক্যারিয়ারে এমন যোজন-যোজন পার্থক্য থাকার পরও নবাগত অফ স্পিনারের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন।
শুধু প্রশংসাই করেননি, লায়নের চেয়ে মারফি ভালো বলে জানিয়েছেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের মতে, লায়নের চেয়ে ৫০ গুণ ভালো মারফি। একজন পোড় খাওয়া ক্রিকেটারের চেয়ে নবাগতর ভালোর বিষয়টি অবশ্য বিশেষ এক ক্ষেত্রে তুলনা টেনে বলেছেন তিনি। ভারতের মাটিতে দুজনের প্রথম সফরের পরিপ্রেক্ষিতে বোলিং করার সক্ষমতার ওপর ভিত্তি করে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘লায়ন ২০১৩ সালে ভারতে প্রথম আসার আগে শ্রীলঙ্কা সফর করেছিল। সে প্রথম টেস্ট সফরে যেভাবে এখানে এসেছিল, তার চেয়ে মারফি ১০ থেকে ৫০ গুণ ভালো হয়ে এসেছে।’
এর পরেই তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘বলছি না যে সে গুণে, দক্ষতা বা পারফরম্যান্সে একজন ভালো বোলার। স্টাম্পের দুই দিক থেকে তার বল করার সক্ষমতা এবং সংযম নিয়ে বলছি।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে ৪ টেস্টে ১৪ উইকেট নিয়েছেন মারফি। অন্যদিকে সমান টেস্টে ২০ উইকেট নিয়েছেন লায়ন। আর ২০১৩ সালে নিজের প্রথম ভারত সফরে ৩ টেস্টে ১৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই অফ স্পিনার।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৮২ উইকেট নিয়ে নাথান লায়ন এখন কিংবদন্তি। অন্যদিকে টড মারফির উইকেট ১৪টি। লায়নের ক্যারিয়ার যেখানে এক যুগের মতো, সেখানে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে সবে ক্যারিয়ার শুরু করেছেন মারফি। দুজনের ক্যারিয়ারে এমন যোজন-যোজন পার্থক্য থাকার পরও নবাগত অফ স্পিনারের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন।
শুধু প্রশংসাই করেননি, লায়নের চেয়ে মারফি ভালো বলে জানিয়েছেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের মতে, লায়নের চেয়ে ৫০ গুণ ভালো মারফি। একজন পোড় খাওয়া ক্রিকেটারের চেয়ে নবাগতর ভালোর বিষয়টি অবশ্য বিশেষ এক ক্ষেত্রে তুলনা টেনে বলেছেন তিনি। ভারতের মাটিতে দুজনের প্রথম সফরের পরিপ্রেক্ষিতে বোলিং করার সক্ষমতার ওপর ভিত্তি করে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘লায়ন ২০১৩ সালে ভারতে প্রথম আসার আগে শ্রীলঙ্কা সফর করেছিল। সে প্রথম টেস্ট সফরে যেভাবে এখানে এসেছিল, তার চেয়ে মারফি ১০ থেকে ৫০ গুণ ভালো হয়ে এসেছে।’
এর পরেই তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘বলছি না যে সে গুণে, দক্ষতা বা পারফরম্যান্সে একজন ভালো বোলার। স্টাম্পের দুই দিক থেকে তার বল করার সক্ষমতা এবং সংযম নিয়ে বলছি।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে ৪ টেস্টে ১৪ উইকেট নিয়েছেন মারফি। অন্যদিকে সমান টেস্টে ২০ উইকেট নিয়েছেন লায়ন। আর ২০১৩ সালে নিজের প্রথম ভারত সফরে ৩ টেস্টে ১৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই অফ স্পিনার।
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। খেলাটা যত কম ওভারের হয়, ততই যেন সেটা ব্যাটারদের খেলা হয়ে ওঠে। আর দর্শকেরা মাঠেই আসেন রানের বন্যা দেখতে।
১০ মিনিট আগেএটা লাহোর নয়, মিরপুর—পরশু সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে গতকাল বাংলাদেশ দিনটা কাটিয়েছে ছুটির মেজাজে। ছুটির দুপুরে ধেয়ে এসেছে এক দুঃসংবাদ।
৩৯ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় কাঁদছে পুরো বাংলাদেশ। সামাজিক মাধ্যমে সবাই জানাচ্ছেন শোকবার্তা। শিক্ষার্থীদের কান্না ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশি ক্রিকেটাররা তো বটেই, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেটারদেরও প্রাণ কাঁদছে।
১ ঘণ্টা আগেশিরোপা জিততেই হবে, এমন দর্শন লালন করেন না বাংলাদেশ নারী ফুটবলের কোচ পিটার বাটলার। ঢাকায় অনুষ্ঠিত মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর মুখে ছিল একই কথা—খেলোয়াড়দের পর্যাপ্ত ‘গেম টাইম’ দিতে চাই। বাটলার তাঁর কথা রেখেছেন। প্রতি ম্যাচেই খেলিয়েছেন ভিন্ন ভিন্ন একাদশ। পরীক্ষা-নি
২ ঘণ্টা আগে