অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৮২ উইকেট নিয়ে নাথান লায়ন এখন কিংবদন্তি। অন্যদিকে টড মারফির উইকেট ১৪টি। লায়নের ক্যারিয়ার যেখানে এক যুগের মতো, সেখানে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে সবে ক্যারিয়ার শুরু করেছেন মারফি। দুজনের ক্যারিয়ারে এমন যোজন-যোজন পার্থক্য থাকার পরও নবাগত অফ স্পিনারের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন।
শুধু প্রশংসাই করেননি, লায়নের চেয়ে মারফি ভালো বলে জানিয়েছেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের মতে, লায়নের চেয়ে ৫০ গুণ ভালো মারফি। একজন পোড় খাওয়া ক্রিকেটারের চেয়ে নবাগতর ভালোর বিষয়টি অবশ্য বিশেষ এক ক্ষেত্রে তুলনা টেনে বলেছেন তিনি। ভারতের মাটিতে দুজনের প্রথম সফরের পরিপ্রেক্ষিতে বোলিং করার সক্ষমতার ওপর ভিত্তি করে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘লায়ন ২০১৩ সালে ভারতে প্রথম আসার আগে শ্রীলঙ্কা সফর করেছিল। সে প্রথম টেস্ট সফরে যেভাবে এখানে এসেছিল, তার চেয়ে মারফি ১০ থেকে ৫০ গুণ ভালো হয়ে এসেছে।’
এর পরেই তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘বলছি না যে সে গুণে, দক্ষতা বা পারফরম্যান্সে একজন ভালো বোলার। স্টাম্পের দুই দিক থেকে তার বল করার সক্ষমতা এবং সংযম নিয়ে বলছি।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে ৪ টেস্টে ১৪ উইকেট নিয়েছেন মারফি। অন্যদিকে সমান টেস্টে ২০ উইকেট নিয়েছেন লায়ন। আর ২০১৩ সালে নিজের প্রথম ভারত সফরে ৩ টেস্টে ১৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই অফ স্পিনার।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৮২ উইকেট নিয়ে নাথান লায়ন এখন কিংবদন্তি। অন্যদিকে টড মারফির উইকেট ১৪টি। লায়নের ক্যারিয়ার যেখানে এক যুগের মতো, সেখানে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে সবে ক্যারিয়ার শুরু করেছেন মারফি। দুজনের ক্যারিয়ারে এমন যোজন-যোজন পার্থক্য থাকার পরও নবাগত অফ স্পিনারের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন।
শুধু প্রশংসাই করেননি, লায়নের চেয়ে মারফি ভালো বলে জানিয়েছেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের মতে, লায়নের চেয়ে ৫০ গুণ ভালো মারফি। একজন পোড় খাওয়া ক্রিকেটারের চেয়ে নবাগতর ভালোর বিষয়টি অবশ্য বিশেষ এক ক্ষেত্রে তুলনা টেনে বলেছেন তিনি। ভারতের মাটিতে দুজনের প্রথম সফরের পরিপ্রেক্ষিতে বোলিং করার সক্ষমতার ওপর ভিত্তি করে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘লায়ন ২০১৩ সালে ভারতে প্রথম আসার আগে শ্রীলঙ্কা সফর করেছিল। সে প্রথম টেস্ট সফরে যেভাবে এখানে এসেছিল, তার চেয়ে মারফি ১০ থেকে ৫০ গুণ ভালো হয়ে এসেছে।’
এর পরেই তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘বলছি না যে সে গুণে, দক্ষতা বা পারফরম্যান্সে একজন ভালো বোলার। স্টাম্পের দুই দিক থেকে তার বল করার সক্ষমতা এবং সংযম নিয়ে বলছি।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে ৪ টেস্টে ১৪ উইকেট নিয়েছেন মারফি। অন্যদিকে সমান টেস্টে ২০ উইকেট নিয়েছেন লায়ন। আর ২০১৩ সালে নিজের প্রথম ভারত সফরে ৩ টেস্টে ১৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই অফ স্পিনার।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বন্ধ হওয়া আইপিএল পুনরায় শুরু হয়েছে। তবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও ট্রাভিস হেডের ফিরতে দেরি হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-আরব আমিরাত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শারজায় শুরু হবে এই ম্যাচ। আইপিএল, পিএসএলেরও ম্যাচ রয়েছে। ফুটবলে রয়েছে লিভারপুলের ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হওয়া পিএসএল আবার মাঠে ফিরেছে। এমন সময় ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভেড়াচ্ছে একের পর এক বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স। এবার সাকিবের সঙ্গে পিএসএলে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।
৩ ঘণ্টা আগেপাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজে পরীক্ষা-নিরীক্ষা চলছে যথেষ্ট। আসন্ন পাকিস্তান সফর ছাড়াও আছে শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে একাধিক সাদা বলের সিরিজসহ এশিয়া কাপ ও ২০২৬ বিশ্বকাপের দল গোছানোর ভাবনা। গত পরশু প্রথম ম্যাচের জয়ের...
৩ ঘণ্টা আগে