Ajker Patrika

বাংলাদেশে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদেরও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১: ৫৯
বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মন খারাপ হাসান আলী-শাহিন শাহ আফ্রিদিরও। ছবি: বিসিবি
বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মন খারাপ হাসান আলী-শাহিন শাহ আফ্রিদিরও। ছবি: বিসিবি

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় কাঁদছে পুরো বাংলাদেশ। সামাজিক মাধ্যমে সবাই জানাচ্ছেন শোকবার্তা। শিক্ষার্থীদের কান্না ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশি ক্রিকেটাররা তো বটেই, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেটারদেরও প্রাণ কাঁদছে।

মাইলস্টোনে এমন দুর্ঘটনার ঠিক আগের দিনই শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গতকাল বিকেলে দুর্ঘটনার পরই বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসানরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। সফরকারী পাকিস্তানি ক্রিকেটাররাও বাংলাদেশে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে পোস্ট করেছেন। শাহিন শাহ আফ্রিদি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘হৃদয়বিদারক ও মর্মান্তিক । বাংলাদেশে বিমান দুর্ঘটনায় ভুক্তভোগী সবার জন্য প্ৰাৰ্থনা । পরিবারগুলোর জন্য সাহস ও কোনো এক আশাজাগানিয়া অলৌকিক মুহূর্তের প্রত্যাশা করছি।’ পাকিস্তানের আরেক পেসার হাসান আলী নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ঢাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সত্যিই ব্যথিত। এতগুলো নিষ্পাপ বাচ্চা দ্রুত মারা গেল। হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন তাদের। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

হাসান, শাহিনের মতো বাংলাদেশ সফরে নেই শাদাব খান। তবু বাংলাদেশে এমন মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রাণ কাঁদছে শাদাবেরও। পাকিস্তানি লেগস্পিনার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর পেলাম। আমার চিন্তাভাবনা, প্রার্থনা ও সমবেদনা থাকবে নিহত ও আহতদের পরিবারের জন্য। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা রইল।’ উত্তরায় গতকাল দুপুরে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য শোক প্রকাশ করেছে। ক্রিকেটারদের পাশাপাশি ফুটবলাররাও এমন দুর্ঘটনায় শোকাহত। জামাল ভূঁইয়া গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘খুবই ভয়ংকর দৃশ্য। সবার জন্য দোয়া করছি। আসলে খুবই খারাপ লাগছে।’ মন খারাপ হামজা চৌধুরীরও। হামজা গত রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘বাংলাদেশে আজ (গত রাতে) ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা শুনে খুবই মন খারাপ। হতাহতদের প্রতি আমার সমবেদনা থাকবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ গতকাল নেপালকে হারিয়ে নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এই জয় হতাহতদের উৎসর্গ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা গত রাতে জানিয়েছে বিসিবি। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় মিরপুরসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা আজ অর্ধনিমিত রাখা হবে। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিশিয়ালরা পরবেন কালো আর্মব্যান্ড। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলার সময় স্টেডিয়ামে কোনো গানবাজনা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত