Ajker Patrika

ম্যারাডোনার ঐতিহাসিক ম্যাচের জার্সিটির দাম তাহলে ৫ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক    
১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিপক্ষে ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটনের জার্সিটি বিক্রি হতে পারে ৫ কোটি টাকায়। ছবি: বিসিবি
১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিপক্ষে ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটনের জার্সিটি বিক্রি হতে পারে ৫ কোটি টাকায়। ছবি: বিসিবি

কীর্তিমানের মৃত্যু নাই—ডিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ এলে বহুল প্রচলিত এই কথাটা চলে আসে আপনাআপনি। ২০২০-এর নভেম্বরে ম্যারাডোনা না ফেরার দেশে চলে গেলেও তিনি যা করেছেন, তা ভক্ত-সমর্থকেরা এখনো স্মরণ করেন। এবার জানা গেল তাঁর ঐতিহাসিক ম্যাচের একটি জার্সির দাম প্রায় ৫ কোটি টাকা হতে যাচ্ছে।

ম্যারাডোনার ঐতিহাসিক সেই ম্যাচটি হচ্ছে ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ। এই ম্যাচেই হয়েছিল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর ঘটনা। তবে যে দামি জার্সির কথা বলা হয়েছে, সেটা প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তির নয়। বিবিসি গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটনের জার্সি নিলামে তোলা হয়েছে। নিলামে এই জার্সির সর্বোচ্চ দাম ৩ লাখ পাউন্ড হতে পারে। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৫ কোটি টাকা (৪ কোটি ৯০ লাখ টাকা)।

যুক্তরাজ্যের এক স্মারক সংগ্রাহক ব্যক্তি ১৯৮৬ বিশ্বকাপে পরিহিত শিলটনের জার্সিটি নিলামে তুলবেন। সেই নিলাম আগামী জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে হতে পারে। গ্রাহাম বাড নিলাম প্রতিষ্ঠানের ক্রীড়া সরঞ্জাম নিলামের প্রধান ডেভিড কনভেরি ‘ফটো ম্যাচিং’ করে যাচাই-বাছাই করে দেখেছেন। কনভেরি বলেন, ‘কিছুটা ছেঁড়া থাকলেও ভালো অবস্থায় আছে সেটা (জার্সি)।’ একই নিলামে বিশ্বকাপের আরও কিছু স্মারক তোলা হবে। ব্রাজিলের কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের পদক, ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাঙ্কসের ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পদক—এগুলোও তোলা হবে নিলামে। যাঁদের মধ্যে ব্যাঙ্কস মারা গেছেন ২০১৯ সালে। পেলে ২০২২ সালে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে দুটি গোলই করেছিলেন ম্যারাডোনা। যেখানে ৫১ মিনিটে হাত দিয়ে গোল করেছিলেন। ফুটবল ইতিহাসে সেটা ‘হ্যান্ড অব গড’ পরিচিতি পেয়েছে। ৫৫ মিনিটে করেছিলেন দ্বিতীয় গোল। সেই ম্যাচে ম্যারাডোনার পরা ১০ নম্বর জার্সি ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত এক নিলামে ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল (বাংলাদেশি ১১৬ কোটি টাকা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত