নতুন বলে টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব কেমন ভয়ংকর সেটি কারও অজানা নয়। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঝোড়ো ফিফটিতে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গতরাতে অবশ্য সূর্যকে জ্বলতে দেয়নি চেন্নাই সুপার কিংস।
লক্ষ্য তাড়া করতে নামা মুম্বাই ৭ ওভারেই করে ফেলে ৭০ রান। তবে অষ্টম ওভারে দুই উইকেট নিয়ে চেন্নাইকে স্বস্তি এনে দেন মাতিশা পাতিরানা। সে ওভারের প্রথম বলে ইশান কিষানকে ফিরিয়ে মুম্বাইয়ের ওপেনিং জুটি ভাঙেন লঙ্কান পেসার। দুই বল পরে ফেরান সূর্যকেও। ৩৬০ ডিগ্রি খ্যাত ভারতীয় ব্যাটার পাতিরানাকে আপার কাট খেলতে চেয়েছিলেন।
থার্ড ম্যান দিয়ে বল সীমানার বাইরে প্রায় চলেই যাচ্ছিল। তবে বাউন্ডারিতে দাঁড়ানো মোস্তাফিজুর রহমান দুর্দান্তভাবে সূর্যকে মুঠোবন্দী করেন। বাউন্ডারি লাইনের বাইরে পড়ে যেতেও যেতেও অসাধারণভাবে ভারসাম্য ধরে রেখে সূর্যকে ফেরত পাঠান তিনি। এক ম্যাচ পর আবারও রানের খাতা খোলার আগে বিদায় নেন মুম্বাই ব্যাটার।
মোস্তাফিজ অবশ্য এমন দর্শনীয় ক্যাচটি ছাড়া আইপিএলের এই ‘এল ক্লাসিকো’তে বোলিংয়ে খুব বেশি কিছু করে দেখাতে পারেননি। ৪ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট। সেই উইকেটটি টিম ডেভিডের। এ নিয়ে এবারের আইপিএলে ফিজের উইকেট সংখ্যা দাঁড়াল ৫ ম্যাচে ১০। সমান উইকেট জসপ্রীত বুমরারও। তবে মুম্বাইয়ের ভারতীয় পেসার এক ম্যাচ বেশি খেলেছেন। গতকাল উইকেটশূন্য ছিলেন বুমরাও। এ দুজনের চেয়ে ১ উইকেট বেশি নিয়ে পার্পল ক্যাপ নিজের কাছেই রেখেছেন রাজস্থান রয়্যালসের ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনিও ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন।
মোস্তাফিজকে গতকাল বেশ বেগ পেতে হয়েছে রোহিত শর্মার সামনে। মুম্বাই ওপেনার অবশ্য সেঞ্চুরি করেও জেতাতে পারেননি দলকে। নিজেদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০ রানে হেরেছে মুম্বাই। ২০৭ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ১৮৬ রান করতে পারে তারা। ৬৩ বলে অপরাজিত ১০৫ রান করেন রোহিত। মুম্বাইকে ভুগিয়েছেন মূলত পাতিরানা। তাঁকে ছাড়াই একাদশ সাজায় চেন্নাই। আইপিএলে নিয়ম অনুযায়ী ‘ইম্প্যাক্ট’ খেলোয়াড় হিসেবে বদলি হিসেবে যে একজনকে নামানো যায় ব্যাটিং বা বোলিংয়ে, সেখানে ব্যাটার আজিঙ্কা রাহানের পরিবর্তে পাতিরানাকে নামায় চেন্নাই।
আর সেটিই চেন্নাইয়ের জয়ে রেখেছে কার্যকরী ভূমিকা। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন পাতিরানা। ম্যাচসেরাও তিনি। নিজের প্রথম ওভারেই ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ওভারে ফেরান তিলক ভার্মাকে। তৃতীয় ওভারে ফেরান রোমারিও শেফার্ডকে। আর মোস্তাফিজ নিজের প্রথম স্পেলে কোনো উইকেট পাননি। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে দেন ৮ রান। তবে নিজের দ্বিতীয় ওভারে রোহিতের সামনে বেশ ভ্যাবাচেকা খেয়ে বসেন। ফিজ সেই ওভারে দেন ১৫ রান।
দ্বিতীয় স্পেলে আরও খরুচে বোলিং করেছেন বাংলাদেশি পেসার। ডেভিড ও রোহিত মিলে ইনিংসের ১৭তম ওভারে নেন ১৯ রান। তবে দুই ছক্কা হাঁকানো ডেভিডকে আরও ভয়ংকর হয়ে ওঠার আগে ফেরান মোস্তাফিজ। নিজের শেষ ওভারে তিনি দেন ১৩ রান। এবারের আইপিএলে ২৮ বছর বয়সী তারকার এটিই সবচেয়ে বাজে বোলিং ফিগার। এর আগে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১ উইকেটে ৪৭ রান দিয়েছিলেন তিনি।
আইপিএল ইতিহাসের সবচেয়ে দুই সফল দলের ম্যাচ। দুই দলই সমান পাঁচবারের চ্যাম্পিয়ন। হাইভোল্টেজ ম্যাচটিতে মোস্তাফিজের একাদশে থাকা নিয়ে ছিল সংশয়। অ্যাওয়ে ম্যাচ বলেই এমন শঙ্কা জেগেছিল। এবারের সংস্করণে চেন্নাই এর আগে যে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলেছিল, দুটিতেই হেরেছে। তার মধ্যে মোস্তাফিজ খেলেছিল এক ম্যাচ। এ জয়ে ৬ ম্যাচে ৩ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থাকল চেন্নাই। সমান ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে আটে মুম্বাই।
জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কয়েক দিন আগে ভিসার জন্য ঢাকায় আসতে হওয়ায় এবারের আইপিএলে এক ম্যাচ খেলতে পারেননি মোস্তাফিজ। তবে আর হয়তো তাঁকে খুব বেশি ম্যাচে দেখা যাবেও না। এ মৌসুমে ফিজকে পুরো সময়ের জন্য পাচ্ছে না চেন্নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া অনাপত্তিপত্রের শর্তানুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকতে পারবেন তিনি। এ সময়ের মধ্যে আর তিনটা ম্যাচ খেলবে চেন্নাই। ১৯ ও ২৩ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে হোম ও অ্যাওয়ে ম্যাচ এবং ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হোম ম্যাচ।
অনাপত্তিপত্রের শর্ত না বাড়লে মোস্তাফিজকে আইপিএল ছেড়ে ফিরতে হবে দেশে। খেলতে হবে ঘরের মাটিতে ৩ মে থেকে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
নতুন বলে টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব কেমন ভয়ংকর সেটি কারও অজানা নয়। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঝোড়ো ফিফটিতে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গতরাতে অবশ্য সূর্যকে জ্বলতে দেয়নি চেন্নাই সুপার কিংস।
লক্ষ্য তাড়া করতে নামা মুম্বাই ৭ ওভারেই করে ফেলে ৭০ রান। তবে অষ্টম ওভারে দুই উইকেট নিয়ে চেন্নাইকে স্বস্তি এনে দেন মাতিশা পাতিরানা। সে ওভারের প্রথম বলে ইশান কিষানকে ফিরিয়ে মুম্বাইয়ের ওপেনিং জুটি ভাঙেন লঙ্কান পেসার। দুই বল পরে ফেরান সূর্যকেও। ৩৬০ ডিগ্রি খ্যাত ভারতীয় ব্যাটার পাতিরানাকে আপার কাট খেলতে চেয়েছিলেন।
থার্ড ম্যান দিয়ে বল সীমানার বাইরে প্রায় চলেই যাচ্ছিল। তবে বাউন্ডারিতে দাঁড়ানো মোস্তাফিজুর রহমান দুর্দান্তভাবে সূর্যকে মুঠোবন্দী করেন। বাউন্ডারি লাইনের বাইরে পড়ে যেতেও যেতেও অসাধারণভাবে ভারসাম্য ধরে রেখে সূর্যকে ফেরত পাঠান তিনি। এক ম্যাচ পর আবারও রানের খাতা খোলার আগে বিদায় নেন মুম্বাই ব্যাটার।
মোস্তাফিজ অবশ্য এমন দর্শনীয় ক্যাচটি ছাড়া আইপিএলের এই ‘এল ক্লাসিকো’তে বোলিংয়ে খুব বেশি কিছু করে দেখাতে পারেননি। ৪ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট। সেই উইকেটটি টিম ডেভিডের। এ নিয়ে এবারের আইপিএলে ফিজের উইকেট সংখ্যা দাঁড়াল ৫ ম্যাচে ১০। সমান উইকেট জসপ্রীত বুমরারও। তবে মুম্বাইয়ের ভারতীয় পেসার এক ম্যাচ বেশি খেলেছেন। গতকাল উইকেটশূন্য ছিলেন বুমরাও। এ দুজনের চেয়ে ১ উইকেট বেশি নিয়ে পার্পল ক্যাপ নিজের কাছেই রেখেছেন রাজস্থান রয়্যালসের ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনিও ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন।
মোস্তাফিজকে গতকাল বেশ বেগ পেতে হয়েছে রোহিত শর্মার সামনে। মুম্বাই ওপেনার অবশ্য সেঞ্চুরি করেও জেতাতে পারেননি দলকে। নিজেদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০ রানে হেরেছে মুম্বাই। ২০৭ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ১৮৬ রান করতে পারে তারা। ৬৩ বলে অপরাজিত ১০৫ রান করেন রোহিত। মুম্বাইকে ভুগিয়েছেন মূলত পাতিরানা। তাঁকে ছাড়াই একাদশ সাজায় চেন্নাই। আইপিএলে নিয়ম অনুযায়ী ‘ইম্প্যাক্ট’ খেলোয়াড় হিসেবে বদলি হিসেবে যে একজনকে নামানো যায় ব্যাটিং বা বোলিংয়ে, সেখানে ব্যাটার আজিঙ্কা রাহানের পরিবর্তে পাতিরানাকে নামায় চেন্নাই।
আর সেটিই চেন্নাইয়ের জয়ে রেখেছে কার্যকরী ভূমিকা। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন পাতিরানা। ম্যাচসেরাও তিনি। নিজের প্রথম ওভারেই ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ওভারে ফেরান তিলক ভার্মাকে। তৃতীয় ওভারে ফেরান রোমারিও শেফার্ডকে। আর মোস্তাফিজ নিজের প্রথম স্পেলে কোনো উইকেট পাননি। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে দেন ৮ রান। তবে নিজের দ্বিতীয় ওভারে রোহিতের সামনে বেশ ভ্যাবাচেকা খেয়ে বসেন। ফিজ সেই ওভারে দেন ১৫ রান।
দ্বিতীয় স্পেলে আরও খরুচে বোলিং করেছেন বাংলাদেশি পেসার। ডেভিড ও রোহিত মিলে ইনিংসের ১৭তম ওভারে নেন ১৯ রান। তবে দুই ছক্কা হাঁকানো ডেভিডকে আরও ভয়ংকর হয়ে ওঠার আগে ফেরান মোস্তাফিজ। নিজের শেষ ওভারে তিনি দেন ১৩ রান। এবারের আইপিএলে ২৮ বছর বয়সী তারকার এটিই সবচেয়ে বাজে বোলিং ফিগার। এর আগে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১ উইকেটে ৪৭ রান দিয়েছিলেন তিনি।
আইপিএল ইতিহাসের সবচেয়ে দুই সফল দলের ম্যাচ। দুই দলই সমান পাঁচবারের চ্যাম্পিয়ন। হাইভোল্টেজ ম্যাচটিতে মোস্তাফিজের একাদশে থাকা নিয়ে ছিল সংশয়। অ্যাওয়ে ম্যাচ বলেই এমন শঙ্কা জেগেছিল। এবারের সংস্করণে চেন্নাই এর আগে যে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলেছিল, দুটিতেই হেরেছে। তার মধ্যে মোস্তাফিজ খেলেছিল এক ম্যাচ। এ জয়ে ৬ ম্যাচে ৩ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থাকল চেন্নাই। সমান ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে আটে মুম্বাই।
জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কয়েক দিন আগে ভিসার জন্য ঢাকায় আসতে হওয়ায় এবারের আইপিএলে এক ম্যাচ খেলতে পারেননি মোস্তাফিজ। তবে আর হয়তো তাঁকে খুব বেশি ম্যাচে দেখা যাবেও না। এ মৌসুমে ফিজকে পুরো সময়ের জন্য পাচ্ছে না চেন্নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া অনাপত্তিপত্রের শর্তানুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকতে পারবেন তিনি। এ সময়ের মধ্যে আর তিনটা ম্যাচ খেলবে চেন্নাই। ১৯ ও ২৩ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে হোম ও অ্যাওয়ে ম্যাচ এবং ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হোম ম্যাচ।
অনাপত্তিপত্রের শর্ত না বাড়লে মোস্তাফিজকে আইপিএল ছেড়ে ফিরতে হবে দেশে। খেলতে হবে ঘরের মাটিতে ৩ মে থেকে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে