Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে টেস্টেও শঙ্কায় তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের বিপক্ষে টেস্টেও শঙ্কায় তামিম

আঙুলের চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। যদিও কদিন ধরে মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাঁহাতি ওপেনার। স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশ উন্নতি করলেও এখনো পেসারদের বিপক্ষে তামিম স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছেন না।

তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে আজ বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে চিড় ধরা পড়েছিল, তার পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ (গতির ব্যাপ্তি) বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করছে না। বলা যায়, এখনো পুরোপুরি সেরে ওঠেনি।’ 

পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম। তবে খেলতে চান টেস্ট সিরিজে। সে লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড থেকে খেলতে চেয়েছিলেন তামিম। কিন্তু চোট পুরোপুরি সেরে না ওঠায় এনসিএলের এই রাউন্ডে খেলা হচ্ছে না তাঁর। 

এ ব্যাপারে বায়েজিদ ইসলাম বলেছেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ওকে এনসিএলের পঞ্চম রাউন্ডে খেলানোর। এই মুহূর্তে মনে হচ্ছে এনসিএল খেলতে পারবে না। তবে চেষ্টা করব ষষ্ঠ রাউন্ডে খেলানোর। এখন পর্যন্ত যে অবস্থা তাতে শঙ্কা থেকে যাচ্ছে। এখনো বলা যাচ্ছে না। আশা করছি সে সেরে উঠবে।’ 

তবে পাকিস্তান সিরিজে তামিমের খেলার ব্যাপারে আশাবাদী বায়েজিদ, ‘সেরে ওঠার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা তাকে দিয়েছি। সেও ভালোভাবে ওভারকাম করেছে। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত