Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর আইপিএলে আফগান ব্যাটার 

আপডেট : ০৮ মার্চ ২০২২, ২৩: ৪৮
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর আইপিএলে আফগান ব্যাটার 

আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। নিলাম থেকে তাঁকে দলে ভিড়িয়েছিল এবারের আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস। জৈব সুরক্ষা-বলয়ের ধকল থেকে দূরে থাকতে খেলতে না পারার কথা এর মধ্যে দলটিকে জানিয়ে দিয়েছেন রয়। তাঁর পরিবর্তে আফগান ব্যাটার রহমতউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে গুজরাট। 

বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। তবে গুরবাজকে দলে নেওয়ার ব্যাপারে এখনো অফিশিয়ালি জানায়নি গুজরাট কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তারা। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজটা ভালো যায়নি আফগান ওপেনারের। 

তবে টি-টোয়েন্টির সিরিজের আগে শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন গুরবাজ। সিরিজ হারের পর তাঁর সেঞ্চুরিতেই ধবলধোলাই এড়িয়েছিল আফগানরা। এবারের মেগা নিলাম থেকে তাঁকে কেউ না নিলেও রয়ের বদলি হিসেবে গুজরাটের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন গুরবাজ। টি-টোয়েন্টির এক দারুণ প্যাকেজ হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত নাম এই আফগান। 

এবারের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলেছেন গুরবাজ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০ এর ওপরে স্ট্রাইকরেট তাঁর। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেরক্ষকও বটে। যে কারণে তাঁর আলাদা চাহিদা রয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি জগতে। ৬৯টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে ১১৩টি ছক্কা মেরেছেন এই ওপেনার। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত যে ৬৫ জন ব্যাটার টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন, এর মধ্যে গুরবাজের ১৫৩.০৫ স্ট্রাইকরেট অষ্টম সেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত