ক্রীড়া ডেস্ক
লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন থেকেই ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখছেন। এরই মধ্যে ১৪ উইকেট পড়ে গেছে। বোলারদের রাজত্বের দিনে বাজে এক রেকর্ডে নাম লেখাল অস্ট্রেলিয়া। যে বিব্রতকর রেকর্ডটি এক সময় ভারতের ছিল।
দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ে শুরু থেকেই লর্ডসে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। সেই ধাক্কা সামলে অস্ট্রেলিয়ার স্কোর এক পর্যায়ে হয়েছে ৫ উইকেটে ১৯২ রান। সেখান থেকেই বিশাল ধস নামে অজিদের ইনিংসে। মুহূর্তেই দলটি ২১২ রানে অলআউট হয়ে যায়। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ডটি এখন অজিদের হয়ে গেল। এর আগে সাউদাম্পটনে ২০২১ সালে নিউজিল্যান্ডের আমন্ত্রণে প্রথমে ব্যাটিং পাওয়া ভারতের বাজে অবস্থা হয়েছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারত ২১৭ রানে গুটিয়ে গিয়েছিল।
বিরুদ্ধ পরিস্থিতিতে পড়লে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যে অস্ট্রেলিয়ার ভালো করেই জানা। আইসিসি ইভেন্টে একের পর এক শিরোপাজয়ী অজিরা গতকাল করেছে তেমন কিছুই। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে ফাইনালের প্রথম দিনটা প্রোটিয়ারা শেষ করেছে ৪ উইকেটে ৪৩ রানে। প্রথম ইনিংসে এরই মধ্যে দলটি ২২ ওভার খেলে ফেলেছে। ২০২৩-২৫ চক্রের ফাইনালের প্রথম দিনে ৭৮.৪ ওভারে হয়েছে ২৫৫ রান। ৪৭২ বলের খেলায় ১৪ উইকেট পড়েছে। সেই হিসেবে প্রতি ৩৩.৭১ বলে একটি করে উইকেট পড়েছে। যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে, তাতে কত দ্রুত শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হয় সেটাই দেখার অপেক্ষা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬৯ রানের রেকর্ডটিও অস্ট্রেলিয়ার। ২০২৩ সালে লন্ডনের ওভালে ভারতের বিপক্ষে এমন পাহাড়সমান ইনিংস খেলেছিল অজিরা। সেই টেস্ট ২০৯ রানে জিতে ২০২১-২০২৩ চক্রের চ্যাম্পিয়ন হয়ে যায়
অজিরা। এর আগে প্রথম আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে দলীয় স্কোর
স্কোর দল প্রতিপক্ষ সাল
৪৬৯ অস্ট্রেলিয়া ভারত ২০২৩
২১৭ ভারত নিউজিল্যান্ড ২০২১
২১২ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ২০২৫
লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন থেকেই ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখছেন। এরই মধ্যে ১৪ উইকেট পড়ে গেছে। বোলারদের রাজত্বের দিনে বাজে এক রেকর্ডে নাম লেখাল অস্ট্রেলিয়া। যে বিব্রতকর রেকর্ডটি এক সময় ভারতের ছিল।
দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ে শুরু থেকেই লর্ডসে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। সেই ধাক্কা সামলে অস্ট্রেলিয়ার স্কোর এক পর্যায়ে হয়েছে ৫ উইকেটে ১৯২ রান। সেখান থেকেই বিশাল ধস নামে অজিদের ইনিংসে। মুহূর্তেই দলটি ২১২ রানে অলআউট হয়ে যায়। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ডটি এখন অজিদের হয়ে গেল। এর আগে সাউদাম্পটনে ২০২১ সালে নিউজিল্যান্ডের আমন্ত্রণে প্রথমে ব্যাটিং পাওয়া ভারতের বাজে অবস্থা হয়েছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারত ২১৭ রানে গুটিয়ে গিয়েছিল।
বিরুদ্ধ পরিস্থিতিতে পড়লে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যে অস্ট্রেলিয়ার ভালো করেই জানা। আইসিসি ইভেন্টে একের পর এক শিরোপাজয়ী অজিরা গতকাল করেছে তেমন কিছুই। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে ফাইনালের প্রথম দিনটা প্রোটিয়ারা শেষ করেছে ৪ উইকেটে ৪৩ রানে। প্রথম ইনিংসে এরই মধ্যে দলটি ২২ ওভার খেলে ফেলেছে। ২০২৩-২৫ চক্রের ফাইনালের প্রথম দিনে ৭৮.৪ ওভারে হয়েছে ২৫৫ রান। ৪৭২ বলের খেলায় ১৪ উইকেট পড়েছে। সেই হিসেবে প্রতি ৩৩.৭১ বলে একটি করে উইকেট পড়েছে। যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে, তাতে কত দ্রুত শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হয় সেটাই দেখার অপেক্ষা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬৯ রানের রেকর্ডটিও অস্ট্রেলিয়ার। ২০২৩ সালে লন্ডনের ওভালে ভারতের বিপক্ষে এমন পাহাড়সমান ইনিংস খেলেছিল অজিরা। সেই টেস্ট ২০৯ রানে জিতে ২০২১-২০২৩ চক্রের চ্যাম্পিয়ন হয়ে যায়
অজিরা। এর আগে প্রথম আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে দলীয় স্কোর
স্কোর দল প্রতিপক্ষ সাল
৪৬৯ অস্ট্রেলিয়া ভারত ২০২৩
২১৭ ভারত নিউজিল্যান্ড ২০২১
২১২ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ২০২৫
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। এই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
১৪ মিনিট আগেকোচ, অধিনায়কদের যে জ্বালা-যন্ত্রণার শেষ নেই। দল জিতলে যেমন বাহ্বা পান, তেমনি ম্যাচ হারলে তাঁদের ওপর আসে একের পর এক অভিযোগ। লর্ডসে গত পরশু কাছাকাছি গিয়ে ম্যাচ হারের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে উঠেছে অভিযোগের আঙুল।
২ ঘণ্টা আগে২০২৮ লস অ্যাঞ্জেলেস দিয়ে অলিম্পিকে ক্রিকেট ফিরছে ১২৮ বছর পর। টেলিভিশনে খেলা দেখতে ভারত, বাংলাদেশ—অর্থাৎ দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করে খেলার সময় সূচি তৈরি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। সব ম্যাচই হবে ক্যালিফোর্নিয়ার পোমোনা ফেয়ারগ্রাউন্ডে তৈরি...
২ ঘণ্টা আগে২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে চারটি সিরিজ ও চলমান শ্রীলঙ্কা সফর মিলিয়ে এখন পর্যন্ত এই সংস্করণে ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় এসেছে মাত্র ৫ টিতে। তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একটি করে আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের সঙ্গে সিরিজ শেষেই নিজেদের মাঠে পাকিস্তানের...
৩ ঘণ্টা আগে