ক্রীড়া ডেস্ক
কোচ, অধিনায়কদের যে জ্বালা-যন্ত্রণার শেষ নেই। দল জিতলে যেমন বাহ্বা পান, তেমনি ম্যাচ হারলে তাঁদের ওপর আসে একের পর এক অভিযোগ। লর্ডসে গত পরশু কাছাকাছি গিয়ে ম্যাচ হারের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে উঠেছে অভিযোগের আঙুল।
গম্ভীরের ওপর অভিযোগের আঙুল তুলেছেন ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক কোচ ডব্লিউ ভি রমন। প্রসঙ্গটা এসেছে অভিমন্যু ঈশ্বরনকে নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি ঈশ্বরনের। অথচ সচরাচর টপ অর্ডারে ব্যাটিং করা এই ব্যাটারকে চাইলে তিন নম্বরে খেলাতে পারত ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সুযোগ না পাওয়া ঈশ্বরন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সবশেষ ১৪ ইনিংসের মধ্যে ছয়টিতেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। যার মধ্যে রয়েছে চার সেঞ্চুরি ও দুই ফিফটি।
ঈশ্বরনকে সুযোগ না নিয়ে প্রথম তিন টেস্টে ভারত তিন নম্বরে খেলিয়েছে সাই সুদর্শন, করুণ নায়ারের মতো ব্যাটারদের। তবে দুজনের কেউই আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। ডব্লিউ ভি রমনের মতে কোনো ক্রিকেটারকে একটা সিরিজে নিয়ে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখার কোনো মানে হয় না। ভারতীয় সংবাদমাধ্যমকে রমন বলেন, ‘অভিমন্যু ঈশ্বরনের মতো ক্রিকেটারদের প্রাপ্য সুযোগ দেওয়া উচিত। তার ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সফরের পর সফর এই ক্রিকেটারকে এভাবে নেওয়ার কোনো মানে হয় না। কোনো সুযোগই তো তাকে দেওয়া হচ্ছে না।’
রমন জানিয়েছেন, ঈশ্বরনের মতো ক্রিকেটারদের সবকিছু স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত যে তাঁরা দলের পরিকল্পনায় আছেন কিনা। ভারতের নারী দলের সাবেক কোচ বলেন,‘ক্রিকেটর জায়গা থেকে একেক রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কোচ-নির্বাচকেরা সেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। কোনো খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে অনেক সময় ব্যাপারটি জটিল হয়ে ওঠে। কারণ, সেই ক্রিকেটারই তো জানে না তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়ে আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন নায়ার। ফেরার পর তিন টেস্টের ৬ ইনিংসে করেছেন ১৩১ রান। সব মিলিয়ে টেস্টে ১১ ম্যাচে ৩৯.৩৫ গড়ে করেছেন ৫৫১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কেবল এক সেঞ্চুরিই রয়েছে তাঁর। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরিতে (৩০৩*) পরিণত করেছিলেন তিনি। তবে এবার দীর্ঘদিন পর সুযোগ পেয়ে হেলায় হারাচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার।
লর্ডসে তৃতীয় টেস্টে ১৯৩ রানের লক্ষ্য পেলেও ব্যাটিং ব্যর্থতায় ২২ রানে হেরেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। বর্তমানে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে।
কোচ, অধিনায়কদের যে জ্বালা-যন্ত্রণার শেষ নেই। দল জিতলে যেমন বাহ্বা পান, তেমনি ম্যাচ হারলে তাঁদের ওপর আসে একের পর এক অভিযোগ। লর্ডসে গত পরশু কাছাকাছি গিয়ে ম্যাচ হারের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে উঠেছে অভিযোগের আঙুল।
গম্ভীরের ওপর অভিযোগের আঙুল তুলেছেন ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক কোচ ডব্লিউ ভি রমন। প্রসঙ্গটা এসেছে অভিমন্যু ঈশ্বরনকে নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি ঈশ্বরনের। অথচ সচরাচর টপ অর্ডারে ব্যাটিং করা এই ব্যাটারকে চাইলে তিন নম্বরে খেলাতে পারত ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সুযোগ না পাওয়া ঈশ্বরন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সবশেষ ১৪ ইনিংসের মধ্যে ছয়টিতেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। যার মধ্যে রয়েছে চার সেঞ্চুরি ও দুই ফিফটি।
ঈশ্বরনকে সুযোগ না নিয়ে প্রথম তিন টেস্টে ভারত তিন নম্বরে খেলিয়েছে সাই সুদর্শন, করুণ নায়ারের মতো ব্যাটারদের। তবে দুজনের কেউই আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। ডব্লিউ ভি রমনের মতে কোনো ক্রিকেটারকে একটা সিরিজে নিয়ে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখার কোনো মানে হয় না। ভারতীয় সংবাদমাধ্যমকে রমন বলেন, ‘অভিমন্যু ঈশ্বরনের মতো ক্রিকেটারদের প্রাপ্য সুযোগ দেওয়া উচিত। তার ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সফরের পর সফর এই ক্রিকেটারকে এভাবে নেওয়ার কোনো মানে হয় না। কোনো সুযোগই তো তাকে দেওয়া হচ্ছে না।’
রমন জানিয়েছেন, ঈশ্বরনের মতো ক্রিকেটারদের সবকিছু স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত যে তাঁরা দলের পরিকল্পনায় আছেন কিনা। ভারতের নারী দলের সাবেক কোচ বলেন,‘ক্রিকেটর জায়গা থেকে একেক রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কোচ-নির্বাচকেরা সেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। কোনো খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে অনেক সময় ব্যাপারটি জটিল হয়ে ওঠে। কারণ, সেই ক্রিকেটারই তো জানে না তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়ে আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন নায়ার। ফেরার পর তিন টেস্টের ৬ ইনিংসে করেছেন ১৩১ রান। সব মিলিয়ে টেস্টে ১১ ম্যাচে ৩৯.৩৫ গড়ে করেছেন ৫৫১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কেবল এক সেঞ্চুরিই রয়েছে তাঁর। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরিতে (৩০৩*) পরিণত করেছিলেন তিনি। তবে এবার দীর্ঘদিন পর সুযোগ পেয়ে হেলায় হারাচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার।
লর্ডসে তৃতীয় টেস্টে ১৯৩ রানের লক্ষ্য পেলেও ব্যাটিং ব্যর্থতায় ২২ রানে হেরেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। বর্তমানে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে।
‘ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য’— এশিয়া কাপের ক্যাপ্টেনস মিটে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলেন লিটন দাস। এবার তা মাঠে প্রতিফলন করার পালা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
২৩ মিনিট আগেএশিয়া কাপে জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে দেখা যাবে না লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান বা জাকের আলীদের। তবে তাঁরা পুরোপুরি বাদ পড়েননি, বিভিন্ন দলের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাঁদের নাম।
১ ঘণ্টা আগেপাকিস্তান-ভারত ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই শীর্ষে। চলতি এশিয়া কাপেও গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের লড়াই দেখার জন্য তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তবে ম্যাচটির টিকিট নিয়ে এবার দর্শকদের মধ্যে কাড়াকাড়ি নেই। এই পরিস্থিতিতে ম্যাচটির টিকিটের দাম কমিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে ভারত। কাল মাঠে নামছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ওমানের বিপক্ষে সেই ম্যাচে অধিনায়ক সালমান আলী আগার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। কাল যদি না খেলেন তাহলে রোববার ভারতের বিপক্ষে খেলতে পারবেন তো?
২ ঘণ্টা আগে