Ajker Patrika

বাদ মিরাজ-সাইফউদ্দিন, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
শেষ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকইনফো
শেষ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। এই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। কলম্বোতে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আসালাঙ্কা। এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। মিরাজের পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনও বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে এসেছেন শেখ মেহেদী হাসান আর তানজিম সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে। আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী ও শামীম হোসেন পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। পেস বোলিং লাইনআপে দুই বাঁহাতি পেসার শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব।

সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাও এনেছে দুই পরিবর্তন। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নের পরিবর্তে এসেছেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। টপ অর্ডারে কুশল মেন্ডিসের সঙ্গে আছেন তরুণ ওপেনার পাথুম নিশাংকা। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। দুই স্বীকৃত পেসার বিনুরা ফার্নান্দো ও নুয়ান তুষারার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা।

বাংলাদেশের একাদশ

লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কার একাদশ

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, দিনেশ চান্দিমাল আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, কামিন্দু মেন্ডিস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত