ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। এই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। কলম্বোতে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আসালাঙ্কা। এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। মিরাজের পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনও বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে এসেছেন শেখ মেহেদী হাসান আর তানজিম সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে। আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী ও শামীম হোসেন পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। পেস বোলিং লাইনআপে দুই বাঁহাতি পেসার শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব।
সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাও এনেছে দুই পরিবর্তন। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নের পরিবর্তে এসেছেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। টপ অর্ডারে কুশল মেন্ডিসের সঙ্গে আছেন তরুণ ওপেনার পাথুম নিশাংকা। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। দুই স্বীকৃত পেসার বিনুরা ফার্নান্দো ও নুয়ান তুষারার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, দিনেশ চান্দিমাল আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, কামিন্দু মেন্ডিস
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। এই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। কলম্বোতে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আসালাঙ্কা। এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। মিরাজের পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনও বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে এসেছেন শেখ মেহেদী হাসান আর তানজিম সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে। আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী ও শামীম হোসেন পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। পেস বোলিং লাইনআপে দুই বাঁহাতি পেসার শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব।
সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাও এনেছে দুই পরিবর্তন। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নের পরিবর্তে এসেছেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। টপ অর্ডারে কুশল মেন্ডিসের সঙ্গে আছেন তরুণ ওপেনার পাথুম নিশাংকা। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। দুই স্বীকৃত পেসার বিনুরা ফার্নান্দো ও নুয়ান তুষারার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, দিনেশ চান্দিমাল আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, কামিন্দু মেন্ডিস
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
১০ মিনিট আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
১৯ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
৪১ মিনিট আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগে