২০২৫ অনূর্ধ্ব-২০ সাফ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেক দিন ধরেই বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল দশা। তার ওপর এখন বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে স্টেডিয়ামের অবস্থা হয়েছে আরও বাজে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল সংস্থা (সাফ) এবার চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ।
সাফ আনুষ্ঠানিকভাবে আজ জানিয়েছে, অনূর্ধ্ব-২০ সাফের সাত থেকে ১০ নম্বর ম্যাচগুলো এখন কিংস অ্যারেনা থেকে সরিয়ে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে নেওয়া হয়েছে। বৈরি আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে সাফের বিবৃতি থেকে জানা গেছে। খেলোয়াড়দের সুস্থতা ও নিরাপদ থাকার বিষয়টিকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই চার ম্যাচের মধ্যে আগামীকাল রয়েছে নেপাল-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভুটান ম্যাচ। পরের দুই ম্যাচ হবে ১৯ জুলাই। সেদিন বিকেলে মাঠে নামবে নেপাল-ভুটান। সন্ধ্যার ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৈরি আবহাওয়ার কারণে গতকাল বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-২০ সাফ ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবস্থার পরিবর্তন না হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা হয়েছে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে। পৌনে ৫ ঘণ্টার ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভুটানকে উড়িয়ে দেওয়ার পর দুই মাঠে এক ম্যাচ হওয়া নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
তিন ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা ১৬ গোল দিয়েছে। হজম করেছে ৪ গোল। দুই ও তিনে থাকা নেপাল ও ভুটানের পয়েন্ট ৬ ও ৩। ভুটান এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি।
সাফের যে চার ম্যাচের ভেন্যু বদলে গেছে
ম্যাচ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
নেপাল-শ্রীলঙ্কা ১৭ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-ভুটান ১৭ জুলাই সন্ধ্যা ৭টা
নেপাল-ভুটান ১৯ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৯ জুলাই সন্ধ্যা ৭টা
*এই চার ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে
অনেক দিন ধরেই বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল দশা। তার ওপর এখন বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে স্টেডিয়ামের অবস্থা হয়েছে আরও বাজে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল সংস্থা (সাফ) এবার চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ।
সাফ আনুষ্ঠানিকভাবে আজ জানিয়েছে, অনূর্ধ্ব-২০ সাফের সাত থেকে ১০ নম্বর ম্যাচগুলো এখন কিংস অ্যারেনা থেকে সরিয়ে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে নেওয়া হয়েছে। বৈরি আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে সাফের বিবৃতি থেকে জানা গেছে। খেলোয়াড়দের সুস্থতা ও নিরাপদ থাকার বিষয়টিকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই চার ম্যাচের মধ্যে আগামীকাল রয়েছে নেপাল-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভুটান ম্যাচ। পরের দুই ম্যাচ হবে ১৯ জুলাই। সেদিন বিকেলে মাঠে নামবে নেপাল-ভুটান। সন্ধ্যার ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৈরি আবহাওয়ার কারণে গতকাল বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-২০ সাফ ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবস্থার পরিবর্তন না হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা হয়েছে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে। পৌনে ৫ ঘণ্টার ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভুটানকে উড়িয়ে দেওয়ার পর দুই মাঠে এক ম্যাচ হওয়া নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
তিন ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা ১৬ গোল দিয়েছে। হজম করেছে ৪ গোল। দুই ও তিনে থাকা নেপাল ও ভুটানের পয়েন্ট ৬ ও ৩। ভুটান এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি।
সাফের যে চার ম্যাচের ভেন্যু বদলে গেছে
ম্যাচ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
নেপাল-শ্রীলঙ্কা ১৭ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-ভুটান ১৭ জুলাই সন্ধ্যা ৭টা
নেপাল-ভুটান ১৯ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৯ জুলাই সন্ধ্যা ৭টা
*এই চার ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে
‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
২৬ মিনিট আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৪ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৫ ঘণ্টা আগে