Ajker Patrika

বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে বিবেচনা করে অলিম্পিকে ক্রিকেটের সূচি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৭: ৫১
দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করে খেলার সময় সূচি তৈরি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ফাইল ছবি
দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করে খেলার সময় সূচি তৈরি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ফাইল ছবি

২০২৮ লস অ্যাঞ্জেলেস দিয়ে অলিম্পিকে ক্রিকেট ফিরছে ১২৮ বছর পর। টেলিভিশনে খেলা দেখতে ভারত, বাংলাদেশ—অর্থাৎ দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করে খেলার সময় সূচি তৈরি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। সব ম্যাচই হবে ক্যালিফোর্নিয়ার পোমোনা ফেয়ারগ্রাউন্ডে তৈরি করা একটি নতুন ভেন্যুতে।

দিনের প্রথম ম্যাচ স্থানীয় সময় সকাল ৯টায়, আরেকটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী একটি ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৯টায়, আরেকটি সকাল ৭টায়। আর বাংলাদেশ সময় একটি ম্যাচ রাত ১০টায়, আরেকটি ম্যাচ সকাল সাড়ে ৭টায়।

ক্রিকেটকে আবার অলিম্পিকে ফেরানোর পেছনে অন্যতম কারণ হলো দক্ষিণ এশিয়ার লাভজনক মিডিয়া স্বত্ব ও স্পনসরশিপ বাজারে প্রবেশের চেষ্টা। সে জন্যই এই বিশেষ সূচি করেছে আইওসি। অলিম্পিক কমিটির স্পোর্টস ডিরেক্টর কিট ম্যাককনেল ক্রিকেট ফেরানোর নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, ‘ক্রিকেট টুর্নামেন্ট পরিকল্পনার সময় উপমহাদেশের মূল ক্রিকেট বাজারকে বিবেচনায় রাখা হয়েছে।’

১২ জুলাই শুরু হবে ক্রিকেট ইভেন্টের খেলা, চলবে ২৯ জুলাই পর্যন্ত। পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্টে ছয়টি করে দল খেলবে। তিনটি করে দল নিয়ে হবে দুটি গ্রুপ। পদকের ম্যাচগুলো হবে ২০ ও ২৯ জুলাই। ২০ জুলাই মেয়েদের ফাইনাল, ২৯ জুলাই ছেলেদের ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত