নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে চারটি সিরিজ ও চলমান শ্রীলঙ্কা সফর মিলিয়ে এখন পর্যন্ত এই সংস্করণে ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় এসেছে মাত্র ৫ টিতে। তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একটি করে আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের সঙ্গে সিরিজ শেষেই নিজেদের মাঠে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।
সামনে আরও ম্যাচ থাকায় নতুন কিছু ক্রিকেটারকে দেখে নেওয়ার সুযোগ থাকলেও আসন্ন এশিয়া কাপের পর টি-টোয়েন্টি দলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
আজ বিকেলে মিরপুরে সংবাদমাধ্যমকে ফাহিম বলেন, ‘শ্রীলঙ্কা সফরে আমাদের পারফরম্যান্স ওঠানামা করছে। আমি বলছি না আমি পুরোপুরি অসন্তুষ্ট, তবে আরও ভালো করার সুযোগ ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের একটা গুরুত্বপূর্ণ সিরিজ আছে। ভারত সিরিজ পেছানোয় চেষ্টা করছি জাতীয় দল বনাম ‘এ’ দলের মধ্যেই একটা প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে। পাশাপাশি দেশের বাইরে খুব ছোট পরিসরে হলেও কোনো সিরিজ আয়োজন করা যায় কি না, সেটাও চিন্তা করছি। এশিয়া কাপের আগেই কিছু পরিবর্তন আসতে পারে টি-টোয়েন্টি দলে।’
এ সময় ফাহিম ইঙ্গিত দেন, এশিয়া কাপের আগে কিছু পরীক্ষা–নিরীক্ষা হতে পারে দলে। তবে টুর্নামেন্টের পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় কোনো পরিবর্তন আনার পক্ষে নয় বিসিবি। ফাহিম বলেন, ‘আমরা চাই একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে বিশ্বকাপ খেলুক বাংলাদেশ। তাই এশিয়া কাপের পর স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না বলেই মনে করছি।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে চারটি সিরিজ ও চলমান শ্রীলঙ্কা সফর মিলিয়ে এখন পর্যন্ত এই সংস্করণে ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় এসেছে মাত্র ৫ টিতে। তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একটি করে আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের সঙ্গে সিরিজ শেষেই নিজেদের মাঠে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।
সামনে আরও ম্যাচ থাকায় নতুন কিছু ক্রিকেটারকে দেখে নেওয়ার সুযোগ থাকলেও আসন্ন এশিয়া কাপের পর টি-টোয়েন্টি দলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
আজ বিকেলে মিরপুরে সংবাদমাধ্যমকে ফাহিম বলেন, ‘শ্রীলঙ্কা সফরে আমাদের পারফরম্যান্স ওঠানামা করছে। আমি বলছি না আমি পুরোপুরি অসন্তুষ্ট, তবে আরও ভালো করার সুযোগ ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের একটা গুরুত্বপূর্ণ সিরিজ আছে। ভারত সিরিজ পেছানোয় চেষ্টা করছি জাতীয় দল বনাম ‘এ’ দলের মধ্যেই একটা প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে। পাশাপাশি দেশের বাইরে খুব ছোট পরিসরে হলেও কোনো সিরিজ আয়োজন করা যায় কি না, সেটাও চিন্তা করছি। এশিয়া কাপের আগেই কিছু পরিবর্তন আসতে পারে টি-টোয়েন্টি দলে।’
এ সময় ফাহিম ইঙ্গিত দেন, এশিয়া কাপের আগে কিছু পরীক্ষা–নিরীক্ষা হতে পারে দলে। তবে টুর্নামেন্টের পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় কোনো পরিবর্তন আনার পক্ষে নয় বিসিবি। ফাহিম বলেন, ‘আমরা চাই একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে বিশ্বকাপ খেলুক বাংলাদেশ। তাই এশিয়া কাপের পর স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না বলেই মনে করছি।’
লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
৩ মিনিট আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল দশা। তার ওপর এখন বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে স্টেডিয়ামের অবস্থা হয়েছে আরও বাজে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল সংস্থা (সাফ) এবার চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। এই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
৩ ঘণ্টা আগে