Ajker Patrika

‘এশিয়া কাপের আগেই কিছু পরিবর্তন আসতে পারে টি-টোয়েন্টি দলে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৭: ৩২
মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল আবেদীন ফাহিম। ছবি: আজকের পত্রিকা
মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল আবেদীন ফাহিম। ছবি: আজকের পত্রিকা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে চারটি সিরিজ ও চলমান শ্রীলঙ্কা সফর মিলিয়ে এখন পর্যন্ত এই সংস্করণে ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় এসেছে মাত্র ৫ টিতে। তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একটি করে আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের সঙ্গে সিরিজ শেষেই নিজেদের মাঠে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।

সামনে আরও ম্যাচ থাকায় নতুন কিছু ক্রিকেটারকে দেখে নেওয়ার সুযোগ থাকলেও আসন্ন এশিয়া কাপের পর টি-টোয়েন্টি দলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

আজ বিকেলে মিরপুরে সংবাদমাধ্যমকে ফাহিম বলেন, ‘শ্রীলঙ্কা সফরে আমাদের পারফরম্যান্স ওঠানামা করছে। আমি বলছি না আমি পুরোপুরি অসন্তুষ্ট, তবে আরও ভালো করার সুযোগ ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের একটা গুরুত্বপূর্ণ সিরিজ আছে। ভারত সিরিজ পেছানোয় চেষ্টা করছি জাতীয় দল বনাম ‘এ’ দলের মধ্যেই একটা প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে। পাশাপাশি দেশের বাইরে খুব ছোট পরিসরে হলেও কোনো সিরিজ আয়োজন করা যায় কি না, সেটাও চিন্তা করছি। এশিয়া কাপের আগেই কিছু পরিবর্তন আসতে পারে টি-টোয়েন্টি দলে।’

এ সময় ফাহিম ইঙ্গিত দেন, এশিয়া কাপের আগে কিছু পরীক্ষা–নিরীক্ষা হতে পারে দলে। তবে টুর্নামেন্টের পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় কোনো পরিবর্তন আনার পক্ষে নয় বিসিবি। ফাহিম বলেন, ‘আমরা চাই একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে বিশ্বকাপ খেলুক বাংলাদেশ। তাই এশিয়া কাপের পর স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না বলেই মনে করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত