Ajker Patrika

ঐতিহাসিক লঙ্কা সিরিজ থেকে কী কী পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৩: ৪৫
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে জোড়া সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নাম লেখান নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপি
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে জোড়া সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নাম লেখান নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপি

শেষ ভালো যাঁর, সব ভালো তাঁর—কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে এমনটা বলা যায়। এবারের শ্রীলঙ্কা সফরটা নেহাতই মন্দ হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজ হারলেও গলে বীরত্বপূর্ণ ড্র করেছে দলটি। ওয়ানডে সিরিজও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। সব ছাপিয়ে বাংলাদেশ সফরটা শেষ করল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে।

২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি—সব মিলিয়ে এবারের শ্রীলঙ্কা সফরে ৮ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। লঙ্কানরা জিতেছে ৪ ম্যাচ। ড্র হয়েছে গলে সিরিজের প্রথম টেস্ট। এক মাসের এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতা একেবারে কম নয়। নাজমুল হোসেন শান্তর রেকর্ড জোড়া সেঞ্চুরি, লিটন দাসের ফর্মে ফেরাসহ কত কিছুই তো রয়েছে।

শান্তর রেকর্ড জোড়া সেঞ্চুরি

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে দুই বার জোড়া সেঞ্চুরির কীর্তি এবার গড়েছেন নাজমুল হোসেন শান্ত। গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছেন ১৪৮ রান। দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে অপরাজিত থাকেন তিনি। এই সেঞ্চুরিতে তিনি এক বিরল রেকর্ডে নাম লিখিয়েছেন। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসে তিন অঙ্ক ছোঁয়ার কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার।

তানভীরের ‘লঙ্কাকাণ্ড’

পেটের পীড়ায় ভুগতে থাকায় রিশাদ হোসেনের পরিবর্তে প্রথম ওয়ানডেতে সুযোগ পান তানভীর ইসলাম। এমনকি রিশাদ সুস্থ হয়ে ওঠার পরও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিন ম্যাচেই তানভীরকে খেলিয়েছেন। তানভীরও অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে ৩৯ রানে ৫ উইকেট নিয়ে এই সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তিটা গড়লেন তিনি। নিজের অভিষেক ওয়ানডে সিরিজে তিন ম্যাচে তানভীর পেয়েছেন ৭ উইকেট।

ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড এখন তানভীর ইসলামের। ছবি: তাওহিদ হৃদয়ের ফেসবুক পেজ
ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড এখন তানভীর ইসলামের। ছবি: তাওহিদ হৃদয়ের ফেসবুক পেজ

‘কমপ্লিট প্যাকেজ’ শামীম হোসেন পাটোয়ারী

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—শামীম হোসেন পাটোয়ারী যে একের ভেতর তিন। টি-টোয়েন্টিতে ডেথ ওভারে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে দলের স্কোরটা বড় করতে পারেন। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে শামীমের কাছ থেকে বাংলাদেশ পেয়েছে দারুণ ক্যামিও ইনিংস। ফিল্ডিংয়ে তো তিনি দুর্দান্ত। ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে পয়েন্ট থেকে ডিরেক্ট থ্রোতে শামীম রানআউট করেছেন বাংলাদেশের ‘যম’ কুশল মেন্ডিসকে। টি-টোয়েন্টি সিরিজে শামীম দুটি ক্যাচ ধরেছেন। বোলিংয়েও ব্রেক থ্রু এনে দিতে পারেন ২৪ বছর বয়সী বাংলাদেশি এই ক্রিকেটার।

লিটনের ফর্মে ফেরা

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানের পর নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন লিটন দাস। এমনকি সিরিজের প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর শেষ দুই ওয়ানডের একাদশ থেকেই বাদ পড়েন লিটন। টি-টোয়েন্টিতে ফিরেছেন অধিনায়ক হয়েই। এখানেও শুরুতেই ব্যর্থ। ১১ বলে ৬ রান করার পর তাঁকে নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স বলেছিলেন, ‘লিটনের আত্মবিশ্বাসে ঘাটতি রয়েছে।’ কোচের এই কথার পরই জ্বলে উঠলেন লিটন। ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের পাশাপাশি দুই ক্যাচ ও দুই স্টাম্পিংয়ে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। বাংলাদেশের সিরিজ জয়ের পর সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ৩৮ গড় ও ১৩১.০৩ স্ট্রাইকরেটে করেন ১১৪ রান। টি-টোয়েন্টি সিরিজে তাঁর চেয়ে বেশি রান কেবল করেছেন পাথুম নিশাংকা (১২০)।

মেহেদী রাঙা বোলিং

পাকিস্তানের বিপক্ষে মে মাসে লাহোরে প্রথম টি-টোয়েন্টি খেলার পরই বাদ পড়ে যান শেখ মেহেদী হাসান। অবশেষে দেড় মাস পর গতকাল কলম্বোর প্রেমাদাসায় মেহেদীর প্রত্যাবর্তনটা হলো রাজার মতো। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে মেহেদী রাঙা বোলিংয়ে। ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট নিয়ে তিনি পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। দিয়েছেন এক ওভার মেডেন। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কাও প্রশংসায় ভাসালেন মেহেদীকে।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত শামীম হোসেন পাটোয়ারী। ছবি: ক্রিকইনফো
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত শামীম হোসেন পাটোয়ারী। ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর লিটনদের এখন বসে থাকার সুযোগ নেই। ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। কলম্বোতে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ আমাদের জন্য প্লাস পয়েন্ট। এতে আত্মবিশ্বাসও বাড়াবে। শুধু ভালো ক্রিকেট খেললেই তো হচ্ছে না। স্মার্ট ক্রিকেটটা খেলতে পারলে অনেক কিছুই সম্ভব।’ ঐতিহাসিক লঙ্কা জয়ের পর লিটন, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিমদের ফেসবুক পেজগুলোতে দেখা যাচ্ছে তাঁদের হাস্যোজ্জ্বল ছবি। ঐতিহাসিক সিরিজ জয়ের পর তামিম ইকবাল অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত