Ajker Patrika

‘ইংল্যান্ড শাস্তি পেয়েছে, কিন্তু ভারত পার পেয়ে গেল কীভাবে’

ক্রীড়া ডেস্ক    
ইংল্যান্ড শাস্তি পেলেও ভারতকে দেওয়া হয়নি কোনো শাস্তি। ছবি: ক্রিকইনফো
ইংল্যান্ড শাস্তি পেলেও ভারতকে দেওয়া হয়নি কোনো শাস্তি। ছবি: ক্রিকইনফো

অস্বাভাবিক কিছু দেখলে সেই ব্যাপারে চুপ করে থাকার পাত্র নন মাইকেল ভন। আর ঘটনা যখন ঘটেছে ভারত-ইংল্যান্ড ম্যাচে, তখন কি তিনি কথা না বলে থাকতে পারেন? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কেন শুধু একটা দলকেই শাস্তি দিয়েছে, সেই প্রশ্ন এখন ভনের।

লর্ডস টেস্টে স্লো ওভার রেটের কারণে গতকাল ইংল্যান্ডকে কঠিন শাস্তি দিয়েছে আইসিসি। ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে বেন স্টোকসদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ভারতকে এই টেস্টে হারের পর কোনো শাস্তি পায়নি। আইসিসি ইংল্যান্ডকে শাস্তি দেওয়ার পর সামাজিক মাধ্যমে এ ব্যাপারে প্রশ্ন তোলেন ভন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল এক পোস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘লর্ডসে দুই দলেরই ওভাররেট আসলেই অনেক বাজে ছিল। শুধু একটা দলকে কীভাবে শাস্তি দেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি না।’

ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের চোটে পড়াটাই যে লর্ডস টেস্টে প্রভাব ফেলেছে দলটির ওভার রেটে। ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে রবীন্দ্র জাদেজার ফিরতি ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের আঙুলে ব্যথা পান বশির। চোট পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়ে চলে যান বশির। প্রথম ইনিংসের বাকি সময়ে আর ফেরেননি ইংল্যান্ডের এই স্পিনার। বেশির ভাগ সময়ই বোলিং করতে হয়েছে বেন স্টোকস, জফরা আর্চার, ক্রিস ওকসদের। ইংল্যান্ডের স্পিনাররা বোলিং করেছেন ৩১.৫ ওভার। এখানে ভারতের স্পিনাররা ৪২.১ ওভার বোলিং করেছেন। ইংল্যান্ড তাদের পেসারদের দিয়ে ১৬২.২ ওভার বোলিং করিয়েছে। ভারতের পেসাররা করেছেন ১৩২.৩ ওভার।

লর্ডসে ১৯৩ রানের লক্ষ্য পেয়েও ভারত শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছে ২২ রানে। ইংল্যান্ড ম্যাচ জিতেও তাই স্বস্তিতে নেই। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার শেষ করতে না পারলে একটি করে পয়েন্ট কাটা হবে। প্রত্যেক ওভারের জন্য করা হবে ৫ শতাংশ জরিমানা। লর্ডস টেস্টের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন কড়া শাস্তি দিয়েছেন ইংল্যান্ড দলকে। স্বাগতিক দলের অধিনায়ক বেন স্টোকস দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসি যে শাস্তি ইংল্যান্ডকে দিয়েছে, সেটার প্রভাব পড়েছে ২০২৫-২৭ চক্রের পয়েন্ট টেবিলেও। তিন ম্যাচে ইংলিশদের পয়েন্ট এখন ২২। ৬১.১১ শতাংশ সাফল্যের হার নিয়ে স্টোকসের দল এখন তিনে অবস্থান করছে। তিন ম্যাচে পূর্ণ ৩৬ পয়েন্ট ও শতভাগ সাফল্যের হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা শ্রীলঙ্কার সাফল্যের হার ৬৬.৬৭ শতাংশ। কদিন আগে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত