চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে হেরেছে লিভারপুল। গত রাতে অ্যানফিল্ডে ফিরতি লেগে লিভারপুলের হার ১-০ গোলে। তবে সান সিরোতে প্রথম লেগে ২-০ গোলে লিভারপুল জেতায় কপাল পুড়েছে ইতালিয়ান ক্লাবটির। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল লিভারপুল। আত্মবিশ্বাসী লিভারপুল প্রথম মিনিটেই আক্রমণ করে। কিছু সময় পরেই লক্ষ্যে প্রথম শট নেয় ইন্টার। কোনোটিই অবশ্য প্রতিপক্ষকে ভাবানোর জন্য যথেষ্ট ছিল না। ৩০তম মিনিটে প্রথম গোলবঞ্চিত হয় লিভারপুল। বাঁ দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ফ্রি কিকে জোয়েল মাতিপের হেড ক্রসবারে বাধা পায়।
প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ পেয়েছিল ইন্টারও। তবে হাকান কালহানোগ্লুর নিচু হয়ে আসা ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলিসন বেকার। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আবারও ভাগ্যের হেরফের। দিয়োগো জোতার ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল এগিয়ে গিয়ে বিপদমুক্ত করতে পারেনি ইন্টার গোলরক্ষক, ফাঁকায় বল পেয়ে যান মোহামেদ সালাহ। কিন্তু তার কোনাকুনি শট পোস্টে বাধা পায়।
অবশেষে ম্যাচের ৬১ মিনিটে ডেডলক ভেঙে ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ডি বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে জাল কাঁপান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিড পাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ইন্টারের। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহোকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সানচেজ। ১০ জনের দলে পরিণত হয় ইন্টার।
তবু ফায়দা নিতে পারেনি অলরেডরা। ৭৬ মিনিটে সাদিও মানের পাসে বল পাওয়া সালাহর নেওয়া বাঁ পায়ের শট আবারও ক্রসবারে লাগে। তাতে আর স্বাগতিকদের পরাজয় এড়ানো সম্ভব হয়নি। তবু প্রথম দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় শেষ আটে ওঠে লিভারপুল।
এদিকে আলিয়াঞ্জ অ্যারেনায় রাতের আরেক ম্যাচে শেষ ষোলোর ফিরতি লেগে সালসবুর্গকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে নাম লিখিয়েছে বায়ার্ন। হ্যাটট্রিক করেছেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রেখেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে হেরেছে লিভারপুল। গত রাতে অ্যানফিল্ডে ফিরতি লেগে লিভারপুলের হার ১-০ গোলে। তবে সান সিরোতে প্রথম লেগে ২-০ গোলে লিভারপুল জেতায় কপাল পুড়েছে ইতালিয়ান ক্লাবটির। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল লিভারপুল। আত্মবিশ্বাসী লিভারপুল প্রথম মিনিটেই আক্রমণ করে। কিছু সময় পরেই লক্ষ্যে প্রথম শট নেয় ইন্টার। কোনোটিই অবশ্য প্রতিপক্ষকে ভাবানোর জন্য যথেষ্ট ছিল না। ৩০তম মিনিটে প্রথম গোলবঞ্চিত হয় লিভারপুল। বাঁ দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ফ্রি কিকে জোয়েল মাতিপের হেড ক্রসবারে বাধা পায়।
প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ পেয়েছিল ইন্টারও। তবে হাকান কালহানোগ্লুর নিচু হয়ে আসা ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলিসন বেকার। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আবারও ভাগ্যের হেরফের। দিয়োগো জোতার ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল এগিয়ে গিয়ে বিপদমুক্ত করতে পারেনি ইন্টার গোলরক্ষক, ফাঁকায় বল পেয়ে যান মোহামেদ সালাহ। কিন্তু তার কোনাকুনি শট পোস্টে বাধা পায়।
অবশেষে ম্যাচের ৬১ মিনিটে ডেডলক ভেঙে ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ডি বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে জাল কাঁপান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিড পাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ইন্টারের। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহোকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সানচেজ। ১০ জনের দলে পরিণত হয় ইন্টার।
তবু ফায়দা নিতে পারেনি অলরেডরা। ৭৬ মিনিটে সাদিও মানের পাসে বল পাওয়া সালাহর নেওয়া বাঁ পায়ের শট আবারও ক্রসবারে লাগে। তাতে আর স্বাগতিকদের পরাজয় এড়ানো সম্ভব হয়নি। তবু প্রথম দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় শেষ আটে ওঠে লিভারপুল।
এদিকে আলিয়াঞ্জ অ্যারেনায় রাতের আরেক ম্যাচে শেষ ষোলোর ফিরতি লেগে সালসবুর্গকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে নাম লিখিয়েছে বায়ার্ন। হ্যাটট্রিক করেছেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রেখেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১২ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে