Ajker Patrika

আফিফের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১৫৮

আফিফের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১৫৮

শুরুতে দ্রুত উইকেট হারিয়ে ফেলার রোগ থেকে বাংলাদেশ যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। দুবাইয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও দেখা গেছে একই চিত্র।

তবে প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে খেলেছেন আফিফ হোসেন ধ্রুব। দুইবার জীবন পেয়ে সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। আর শেষের দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিনিশিংয়ে বাংলাদেশ ৫ উইকেট ১৫৮ রানের সংগ্রহ পেয়েছে। 

দুবাইয়ে টস হেরে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। তবে দলীয় ১১ রানেই ভেঙে যায় বাংলাদেশের এই জুটি। সাব্বির রহমান তিন বলে শূন্য রানে বিদায় নেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা লিটন দাসকে সাবলীল লাগলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ৮ বলে ১৩ রান করেন তিনি।     
   
প্রথম ৬ ওভারের মধ্যে মিরাজেরও উইকেট হারায় বাংলাদেশ। জাওয়ার ফরিদের বলে কট অ্যান্ড বোল্ডের শিকার হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন মিরাজ। এই ওপেনার করেন ১৪ বলে ১২ রান। একাদশে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। তিনি ৭ বলে ৪ রান করে বিদায় নিলে ৪৭ রানেই বাংলাদেশ হারায় চার উইকেট। 

ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে আমিরাত বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান আফিফ। ব্যক্তিগত ২ রানের সময় জীবন পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় আন্তর্জাতিক ফিফটি তুলে নেন তিনি। এরপর ৬৩ রানের সময় আরও একবার জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আফিফ। 

আফিফকে দারুণ সঙ্গ দিয়েছেন সোহান। ২৫ বলে ৩৫ রান করেন তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে সোহান-আফিফ মিলে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন

অঙ্গীকারনামায় সংশোধনীর পরও বিক্ষোভ, মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র

দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা সংশোধনের যে প্রস্তাব দিলেন সালাহউদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত