শুরুতে দ্রুত উইকেট হারিয়ে ফেলার রোগ থেকে বাংলাদেশ যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। দুবাইয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও দেখা গেছে একই চিত্র।
তবে প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে খেলেছেন আফিফ হোসেন ধ্রুব। দুইবার জীবন পেয়ে সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। আর শেষের দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিনিশিংয়ে বাংলাদেশ ৫ উইকেট ১৫৮ রানের সংগ্রহ পেয়েছে।
দুবাইয়ে টস হেরে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। তবে দলীয় ১১ রানেই ভেঙে যায় বাংলাদেশের এই জুটি। সাব্বির রহমান তিন বলে শূন্য রানে বিদায় নেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা লিটন দাসকে সাবলীল লাগলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ৮ বলে ১৩ রান করেন তিনি।
প্রথম ৬ ওভারের মধ্যে মিরাজেরও উইকেট হারায় বাংলাদেশ। জাওয়ার ফরিদের বলে কট অ্যান্ড বোল্ডের শিকার হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন মিরাজ। এই ওপেনার করেন ১৪ বলে ১২ রান। একাদশে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। তিনি ৭ বলে ৪ রান করে বিদায় নিলে ৪৭ রানেই বাংলাদেশ হারায় চার উইকেট।
ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে আমিরাত বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান আফিফ। ব্যক্তিগত ২ রানের সময় জীবন পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় আন্তর্জাতিক ফিফটি তুলে নেন তিনি। এরপর ৬৩ রানের সময় আরও একবার জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আফিফ।
আফিফকে দারুণ সঙ্গ দিয়েছেন সোহান। ২৫ বলে ৩৫ রান করেন তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে সোহান-আফিফ মিলে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন।
শুরুতে দ্রুত উইকেট হারিয়ে ফেলার রোগ থেকে বাংলাদেশ যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। দুবাইয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও দেখা গেছে একই চিত্র।
তবে প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে খেলেছেন আফিফ হোসেন ধ্রুব। দুইবার জীবন পেয়ে সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। আর শেষের দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিনিশিংয়ে বাংলাদেশ ৫ উইকেট ১৫৮ রানের সংগ্রহ পেয়েছে।
দুবাইয়ে টস হেরে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। তবে দলীয় ১১ রানেই ভেঙে যায় বাংলাদেশের এই জুটি। সাব্বির রহমান তিন বলে শূন্য রানে বিদায় নেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা লিটন দাসকে সাবলীল লাগলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ৮ বলে ১৩ রান করেন তিনি।
প্রথম ৬ ওভারের মধ্যে মিরাজেরও উইকেট হারায় বাংলাদেশ। জাওয়ার ফরিদের বলে কট অ্যান্ড বোল্ডের শিকার হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন মিরাজ। এই ওপেনার করেন ১৪ বলে ১২ রান। একাদশে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। তিনি ৭ বলে ৪ রান করে বিদায় নিলে ৪৭ রানেই বাংলাদেশ হারায় চার উইকেট।
ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে আমিরাত বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান আফিফ। ব্যক্তিগত ২ রানের সময় জীবন পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় আন্তর্জাতিক ফিফটি তুলে নেন তিনি। এরপর ৬৩ রানের সময় আরও একবার জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আফিফ।
আফিফকে দারুণ সঙ্গ দিয়েছেন সোহান। ২৫ বলে ৩৫ রান করেন তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে সোহান-আফিফ মিলে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মোহাম্মদ শামির না থাকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে আকার–ইঙ্গিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের প্রশ্নবিদ্ধ করেছেন এই তারকা পেসার। শামির মন্তব্যের জবাব দিতে ভুলেননি প্রধান নির্বাচক অজিত আগারকার।
১ ঘণ্টা আগে২০১০–১১ মৌসুমের পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড। তাই এবার দীর্ঘ অপেক্ষার ইতি টানতে চায় ইংলিশরা। সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বেন স্টোকসরা। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড সেকারকে নিজেদের কোচিং প্যানেলে ফেরাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি
১ ঘণ্টা আগেসিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিলেন কিরন নাভগিরে। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন মহারাষ্ট্রের এই ওপেনার।
২ ঘণ্টা আগেকুঁচকির চোট কাটিয়ে অক্টোবরেই মাঠে ফিরবেন কোল পালমার–এমন আশায় ছিলেন এনজো মারেস্কা। কিন্তু সেটা হলো না। ইংলিশ ফুটবলারকে নিয়ে অপেক্ষা বাড়ল চেলসি কোচের। মারেস্কা জানালেন, পালমারের মাঠে ফিরতে আরও ৬ সপ্তাহ সময় লাগবে।
২ ঘণ্টা আগে