কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে যাওয়া হয়নি আফিফ হোসেন ধ্রুবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিলেও ভিসা জটিলতায় কানাডার বিমান ধরতে পারেননি এই অলরাউন্ডার।
বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে এবার যেন বাংলাদেশি ক্রিকেটারদের হিড়িক পড়েছে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য এবার প্রস্তাব পেয়েছেন আফিফ হোসেন। আজকের পত্রিকাকে আফিফ নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় দলের বাইরে থাকা দুজন ক্রিকেটারকে নিয়ে চলছে জোর আলোচনা। একজন মাহমুদউল্লাহ, আরেকজন আফিফ হোসেন। আফিফ বাদ পড়েছেন গত মার্চে আয়ারল্যান্ড সিরিজ থেকে। তাঁকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘আফিফকে চেহারা দেখে বাদ দেওয়া হয়নি।’
লিস্ট ‘এ’ ক্রিকেটে গত ছয় বছরে আফিফ হোসেন খেলেছেন ১০৬ ম্যাচ। এর মধ্যে ১৭টি ফিফটি থাকলেও ছিলেন সেঞ্চুরিশূন্য। বাংলাদেশ দলের হয়েও ইতিমধ্যে খেলে ফেলেছেন ২৬ ওয়ানডে, পাননি সেঞ্চুরির দেখা।