Ajker Patrika

টি-টোয়েন্টি দলেও নেই আফিফ, চমক লেগ স্পিনার রিশাদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৫: ৩৫
Thumbnail image

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে জায়গা হয়নি আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের। আফিফ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন। তবে শেষ টি-টোয়েন্টিতে একাদশ থেকে বাদ পড়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। 

সোহানও সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে দলে ছিলেন। তবে একাদশে জায়গা হয়নি তাঁর। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে আরও বাদ পড়েছেন তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা। চমক আরও আছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে রিশাদ বেশ কিছুদিন জাতীয় দলের সঙ্গেই আছেন। 

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিকও। দল নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘জাকেরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। শরীফুল চোটে ছিল অনেক দিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।’ 

লেগ স্পিনার রিশাদকে টিম ম্যানেজমেন্টের চাওয়া থেকে নেওয়া হয়েছে জানিয়ে নান্নু আরও বলেছেন, ‘যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেক দিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।’ 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা চোখের আড়াল হবেন না বলে জানিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু ক্রিকেটারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারা এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছুসংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’

বাংলাদেশ দল: 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত