নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলে টানা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আফিফ হোসেন। বয়সের ছাপ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং-ফিল্ডিংয়েও। কয়েক মাস পরেই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সবকিছু বিবেচনায় আফিফ-রিয়াদদের ভালো বিকল্প খুঁজছেন চণ্ডিকা হাথুরুসিংহে; যার জন্য তাওহীদ হৃদয়, ইয়াসির আলী ও মুশফিকুর রহিমকে ভিন্ন ভূমিকায় বাজিয়ে দেখছেন বাংলাদেশ কোচ।
দুই দিন আগেই বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলে দেখছেন না মাহমুদউল্লাহকে। নির্বাচকেরা অবশ্য বলেছিলেন, ‘মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে বাদ দেওয়া হয়নি। সুযোগ দিয়ে তরুণদের দেখা হচ্ছে।’
হাথুরুও কিছুদিন আগে বলেছিলেন, ‘মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়নি। আর আফিফকে তার চেহারার জন্য বাদ দেওয়া হয়নি, বাদ দেওয়া হয়েছে পারফরম্যান্সের জন্য। ঘরোয়া লিগে পারফরম্যান্স করলে তবেই দরজা খোলা তার জন্য।’ আফিফ-মাহমুদউল্লার ব্যাপারে এখনো আগের সিদ্ধান্তেই অনড় আছেন বাংলাদেশ কোচ
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘তাদের (আফিফ ও মাহমুদউল্লাহ) ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই মিক্সে আছে। বিশ্বকাপের আগে তারা সবাই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন করিনি।’
সময়টা ভালো যাচ্ছে না পেসার মোস্তাফিজুর রহমানেরও। বাংলাদেশ কোচ অবশ্য বললেন, ‘(মোস্তাফিজ) আউট অব ফর্ম! কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’
বাংলাদেশ দলে টানা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আফিফ হোসেন। বয়সের ছাপ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং-ফিল্ডিংয়েও। কয়েক মাস পরেই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সবকিছু বিবেচনায় আফিফ-রিয়াদদের ভালো বিকল্প খুঁজছেন চণ্ডিকা হাথুরুসিংহে; যার জন্য তাওহীদ হৃদয়, ইয়াসির আলী ও মুশফিকুর রহিমকে ভিন্ন ভূমিকায় বাজিয়ে দেখছেন বাংলাদেশ কোচ।
দুই দিন আগেই বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলে দেখছেন না মাহমুদউল্লাহকে। নির্বাচকেরা অবশ্য বলেছিলেন, ‘মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে বাদ দেওয়া হয়নি। সুযোগ দিয়ে তরুণদের দেখা হচ্ছে।’
হাথুরুও কিছুদিন আগে বলেছিলেন, ‘মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়নি। আর আফিফকে তার চেহারার জন্য বাদ দেওয়া হয়নি, বাদ দেওয়া হয়েছে পারফরম্যান্সের জন্য। ঘরোয়া লিগে পারফরম্যান্স করলে তবেই দরজা খোলা তার জন্য।’ আফিফ-মাহমুদউল্লার ব্যাপারে এখনো আগের সিদ্ধান্তেই অনড় আছেন বাংলাদেশ কোচ
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘তাদের (আফিফ ও মাহমুদউল্লাহ) ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই মিক্সে আছে। বিশ্বকাপের আগে তারা সবাই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন করিনি।’
সময়টা ভালো যাচ্ছে না পেসার মোস্তাফিজুর রহমানেরও। বাংলাদেশ কোচ অবশ্য বললেন, ‘(মোস্তাফিজ) আউট অব ফর্ম! কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৪ ঘণ্টা আগে