চলতি বছরের শেষে শোয়েব আখতারের আত্মজীবনী ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার কথা। তবে আত্মজীবনী থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এই পেসার।
গতকাল টুইটারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আখতার। এমনকি সিনেমা প্রস্তুতকারকদের এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। পাকিস্তানের পেসার টুইট করেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা তৈরির সঙ্গে যারা রয়েছেন, তাদের সঙ্গে আমি চুক্তি বাতিল করেছি। যদি তারা আত্মজীবনী বানায় অথবা আমার নাম ব্যবহার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শোয়েব আখতার। পাকিস্তানের জার্সিতে ৪৬ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২১৯ ম্যাচে ২৫.০২ বোলিং গড়ে নিয়েছেন ৪৩৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৬ বার আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানিদের মধ্যে উইকেট শিকারীর তালিকায় সাত নম্বরে আছেন তিনি। সবচেয়ে বেশি ২৪১ উইকেট নিয়েছেন ওয়ানডেতে।
চলতি বছরের শেষে শোয়েব আখতারের আত্মজীবনী ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার কথা। তবে আত্মজীবনী থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এই পেসার।
গতকাল টুইটারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আখতার। এমনকি সিনেমা প্রস্তুতকারকদের এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। পাকিস্তানের পেসার টুইট করেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা তৈরির সঙ্গে যারা রয়েছেন, তাদের সঙ্গে আমি চুক্তি বাতিল করেছি। যদি তারা আত্মজীবনী বানায় অথবা আমার নাম ব্যবহার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শোয়েব আখতার। পাকিস্তানের জার্সিতে ৪৬ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২১৯ ম্যাচে ২৫.০২ বোলিং গড়ে নিয়েছেন ৪৩৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৬ বার আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানিদের মধ্যে উইকেট শিকারীর তালিকায় সাত নম্বরে আছেন তিনি। সবচেয়ে বেশি ২৪১ উইকেট নিয়েছেন ওয়ানডেতে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন ভূমিকায় দেখা যাবে কেন উইলিয়ামসনকে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটার। দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগেপেশাদার ক্রিকেটকে এখনো বিদায় বলেননি গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওয়ানডেকে বিদায় বলেছেন। এবার তিনি একটি নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের কোচিং ক্যারিয়ারের কথা জানিয়েছে স্থানীয় এক গণমাধ্যম।
৩৪ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন নাঈম শেখ। ওয়ানডেতে ফিরেছেন সৌম্য সরকার।
১ ঘণ্টা আগেবিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলো ইলেকট্রনিকস ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ওয়ালটনের মধ্যে এ উপলক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন ও এএফএ।
২ ঘণ্টা আগে