ক্রীড়া ডেস্ক
বয়স ৪০ পেরোলেও ক্রিকেটটা বেশ উপভোগ করছেন শোয়েব মালিক। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই তিনি খেলে বেড়াচ্ছেন। এবার ডোয়াইন ব্রাভোর একটা রেকর্ডকে তাড়া করছেন পাকিস্তানি এই ব্যাটার।
প্রেমাদাসায় গত পরশু লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে মুখোমুখি হয় জাফনা কিংস ও কলম্বো স্টার্স। টস হেরে আগে ব্যাটিং পেয়ে কলম্বো করেছিল ৫ উইকেটে ১৬৩ রান। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ বল আগে ২ উইকেটের জয় পায় জাফনা। জাফনার এই শিরোপা জয়ের সঙ্গে ক্যারিয়ারের ১৫ তম টি-টোয়েন্টি শিরোপা জিতলেন মালিক। ম্যাচ শেষে নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রফি হাতে ভিডিও পোস্ট করে পাকিস্তানি এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমি এখনো ফুরিয়ে যাইনি।’
টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন ডোয়াইন ব্রাভো। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ১৬টি শিরোপা জিতেছেন ব্রাভো। ২০২৩ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জিতলে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের রেকর্ডে ভাগ বসাবেন মালিক।
এবারের এলপিএলে ১০ ম্যাচ খেলেন মালিক। ২১ গড় ও ১২৪.৫৭ স্ট্রাইকরেটে করেন ১৪৭ রান। তাতে ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসে ১২ হাজার রান করেন মালিক। ৪৯১ ম্যাচে ৩৬.০৭ গড় ও ১২৭.৩১ স্ট্রাইকরেটে করেন ১২ হাজার ৪৯ রান করেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
বয়স ৪০ পেরোলেও ক্রিকেটটা বেশ উপভোগ করছেন শোয়েব মালিক। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই তিনি খেলে বেড়াচ্ছেন। এবার ডোয়াইন ব্রাভোর একটা রেকর্ডকে তাড়া করছেন পাকিস্তানি এই ব্যাটার।
প্রেমাদাসায় গত পরশু লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে মুখোমুখি হয় জাফনা কিংস ও কলম্বো স্টার্স। টস হেরে আগে ব্যাটিং পেয়ে কলম্বো করেছিল ৫ উইকেটে ১৬৩ রান। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ বল আগে ২ উইকেটের জয় পায় জাফনা। জাফনার এই শিরোপা জয়ের সঙ্গে ক্যারিয়ারের ১৫ তম টি-টোয়েন্টি শিরোপা জিতলেন মালিক। ম্যাচ শেষে নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রফি হাতে ভিডিও পোস্ট করে পাকিস্তানি এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমি এখনো ফুরিয়ে যাইনি।’
টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন ডোয়াইন ব্রাভো। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ১৬টি শিরোপা জিতেছেন ব্রাভো। ২০২৩ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জিতলে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের রেকর্ডে ভাগ বসাবেন মালিক।
এবারের এলপিএলে ১০ ম্যাচ খেলেন মালিক। ২১ গড় ও ১২৪.৫৭ স্ট্রাইকরেটে করেন ১৪৭ রান। তাতে ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসে ১২ হাজার রান করেন মালিক। ৪৯১ ম্যাচে ৩৬.০৭ গড় ও ১২৭.৩১ স্ট্রাইকরেটে করেন ১২ হাজার ৪৯ রান করেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে