ক্রীড়া ডেস্ক
জেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিড—বাংলাদেশে এসেছেন আজই। তাঁরা আসা মাত্রই রংপুর রাইডার্স নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁদের তিন জনের ছবি জুড়ে দিয়ে একটি ফটোকার্ড বানিয়েছে। আসার কয়েক ঘণ্টা পরই তাঁদের মাঠে নামতে হয়েছে। কারণ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেলা ১টা ৩০ মিনিটে রংপুর রাইডার্স-খুলনা টাইগার্সের এলিমিনেটরের ম্যাচ।
হারলেই বিদায়—রংপুর, খুলনা দুই দল খেলছে এই সমীকরণ নিয়ে। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। তবে রংপুর যা খেলল, সেটা দিয়ে কি আর জয়ের আশা করা যায়! খুলনা টাইগার্সের আগুনে বোলিংয়ে ৮৫ রানেই গুটিয়ে গেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। তাতে বিপিএলের প্লে-অফে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল রংপুর। এর আগে ‘লজ্জাজনক’ এই রেকর্ডটি ছিল খুলনা টাইগার্সেরই। মিরপুরে ২০১৬ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে ৮৬ রানে অলআউট করেছিল ঢাকা ডায়নামাইটস।
বাঁচা-মরার ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান। রাসেল, ভিন্স, ডেভিডের সঙ্গে পাকিস্তানের আকিফ জাভেদ—একাদশে এই চার বিদেশি নিয়েছে রংপুর। তবে খুলনার আক্রমণাত্মক বোলিংয়ে রংপুরের ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। ১২.৩ ওভারে ৯ উইকেটে ৫২ রানে পরিণত হয় সোহানের দল। যেখানে ১৩ তম ওভারের প্রথম ও তৃতীয় বলে রাকিবুল হাসান, সোহান-এই দুই ব্যাটারকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
৯ উইকেট পড়ার পর রংপুরের গুটিয়ে যাওয়া তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। সেই সময় টেলএন্ডার জাভেদের ক্যামিওর কারণে দলের ইনিংসটা যা একটু দীর্ঘায়িত হয়েছে। পাকিস্তানি এই ক্রিকেটার ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রান করেছেন। ১৭ তম ওভারের পঞ্চম বলে জাভেদকে ফিরিয়ে রংপুরের ইনিংসের ইতি টেনেছেন মুশফিক হাসান। ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এলেও সেটা পূর্ণ করতে পারলেন না মুশফিক। জাভেদের পর রংপুরের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সোহান।
জাভেদ, সোহান ছাড়া রংপুরের বাকি ব্যাটারদের স্কোর ছিল মোবাইল নম্বরের মতো। সৌম্য সরকার ডাক মেরেছেন কোনো বল মোকাবিলা না করেই। ইনিংসের দ্বিতীয় বলে ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়েছেন সৌম্য। আজ যোগ দেওয়া তিন বিদেশি ভিন্স, রাসেল ও ডেভিড করেছেন ১,৪ ও ৭ রান। খুলনার মিরাজ, নাসুম আহমেদ নিয়েছেন ৩টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হাসান, মুশফিক ও নাওয়াজ।
জেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিড—বাংলাদেশে এসেছেন আজই। তাঁরা আসা মাত্রই রংপুর রাইডার্স নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁদের তিন জনের ছবি জুড়ে দিয়ে একটি ফটোকার্ড বানিয়েছে। আসার কয়েক ঘণ্টা পরই তাঁদের মাঠে নামতে হয়েছে। কারণ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেলা ১টা ৩০ মিনিটে রংপুর রাইডার্স-খুলনা টাইগার্সের এলিমিনেটরের ম্যাচ।
হারলেই বিদায়—রংপুর, খুলনা দুই দল খেলছে এই সমীকরণ নিয়ে। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। তবে রংপুর যা খেলল, সেটা দিয়ে কি আর জয়ের আশা করা যায়! খুলনা টাইগার্সের আগুনে বোলিংয়ে ৮৫ রানেই গুটিয়ে গেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। তাতে বিপিএলের প্লে-অফে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল রংপুর। এর আগে ‘লজ্জাজনক’ এই রেকর্ডটি ছিল খুলনা টাইগার্সেরই। মিরপুরে ২০১৬ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে ৮৬ রানে অলআউট করেছিল ঢাকা ডায়নামাইটস।
বাঁচা-মরার ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান। রাসেল, ভিন্স, ডেভিডের সঙ্গে পাকিস্তানের আকিফ জাভেদ—একাদশে এই চার বিদেশি নিয়েছে রংপুর। তবে খুলনার আক্রমণাত্মক বোলিংয়ে রংপুরের ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। ১২.৩ ওভারে ৯ উইকেটে ৫২ রানে পরিণত হয় সোহানের দল। যেখানে ১৩ তম ওভারের প্রথম ও তৃতীয় বলে রাকিবুল হাসান, সোহান-এই দুই ব্যাটারকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
৯ উইকেট পড়ার পর রংপুরের গুটিয়ে যাওয়া তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। সেই সময় টেলএন্ডার জাভেদের ক্যামিওর কারণে দলের ইনিংসটা যা একটু দীর্ঘায়িত হয়েছে। পাকিস্তানি এই ক্রিকেটার ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রান করেছেন। ১৭ তম ওভারের পঞ্চম বলে জাভেদকে ফিরিয়ে রংপুরের ইনিংসের ইতি টেনেছেন মুশফিক হাসান। ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এলেও সেটা পূর্ণ করতে পারলেন না মুশফিক। জাভেদের পর রংপুরের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সোহান।
জাভেদ, সোহান ছাড়া রংপুরের বাকি ব্যাটারদের স্কোর ছিল মোবাইল নম্বরের মতো। সৌম্য সরকার ডাক মেরেছেন কোনো বল মোকাবিলা না করেই। ইনিংসের দ্বিতীয় বলে ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়েছেন সৌম্য। আজ যোগ দেওয়া তিন বিদেশি ভিন্স, রাসেল ও ডেভিড করেছেন ১,৪ ও ৭ রান। খুলনার মিরাজ, নাসুম আহমেদ নিয়েছেন ৩টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হাসান, মুশফিক ও নাওয়াজ।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে