Ajker Patrika

মুম্বাইয়ে দিল্লির টিম বাসে সন্ত্রাসী হামলা

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫: ৫১
মুম্বাইয়ে দিল্লির টিম বাসে সন্ত্রাসী হামলা

দুয়ারে কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু আইপিএল শুরুর ১০ দিন আগে প্রশ্ন উঠেছে টুর্নামেন্টের নিরাপত্তাব্যবস্থা নিয়ে। মুম্বাইয়ে হামলার শিকার হয়েছে দিল্লি ক্যাপিটালসের টিম বাস। ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে মুম্বাইয়ের কোলাবা থানায়।

টিম বাসে হামলার খবর এলেও কেউ আহত  হয়নি। গত রাতে মুম্বাইয়ে একটি রাস্তার ধারে রাখা ছিল বাসটি। সেখানেই অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জন হামলা চালায়। ভাঙচুরের চেষ্টাও চালায়। হামলাকারীদের পরিচয় জানা না গেলেও  তারা সবাই  মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহন শাখার সদস্য বলে জানা গেছে।

দিল্লি দলের বাসটি আনা হয়েছে উত্তর প্রদেশ থেকে। তা নিয়েই ক্ষোভ হামলাকারীদের। এমএনএস কর্মীদের প্রশ্ন, স্থানীয় কোনো পরিবহন সংস্থা থেকে কেন বাস নেওয়া হয়নি? মুম্বাইয়ে প্রতিযোগিতা হচ্ছে। অথচ সুদূর উত্তর প্রদেশ থেকে কেন বাস আনতে হবে? ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের জন্য উপযুক্ত বাস কি মুম্বাই বা মহারাষ্ট্রে নেই?

ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনের  বিরুদ্ধে আইপিসির ১৪৩, ১৪৭, ১৪৯ এবং ৪২৭ ধারায় এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। পরে প্রশান্ত গাঁধী, সন্তোষ যাদব নামে দুজন এবং আরও একজন এমএনএস কর্মীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বাসে হামলা চালানোর ঘটনায় আর কারা যুক্ত তা জানতে আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত সপ্তাহেই নতুন জার্সির উদ্বোধন হয়েছে দিল্লিতে। আইপিএলের প্রস্তুতিও শুরু করে দিয়েছে ঋষভ পন্থের দল। ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামবে  দিল্লি। তার আগে টিম বাসে হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার জেরে আইপিএল দলগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত