টি-টোয়েন্টিতে দেড় বছর পর ফিরেই ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ২ চার ও ৪ ছয়ে ব্যাটিংটা দুর্দান্ত করলেও ফেরাটা জয়ে রাঙাতে পারেননি অভিজ্ঞ ব্যাটার।
মাহমুদউল্লাহর ফেরাটা যেমন জয়ে হলো না তেমনি শুরুটা হলো না জাকের আলী অনিকের। এশিয়ান গেমসের ম্যাচ বাদ দিলে টি-টোয়েন্টিতে আজ তাঁর অভিষেক ধরা যায়। আর অভিষেকেই কী দুর্দান্ত ব্যাটিংটাই না করলেন তিনি। ৩৪ বলে ৬৮ রানের দুরন্ত এক ইনিংস খেলছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা এই ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৬ ছক্কায়।
তবে, শ্রীলঙ্কার কাছে ৩ রানে বাংলাদেশ হেরে যাওয়ায় কোনো কাজে আসেনি জাকেরের ইনিংসটি। শেষ ৪ বলে ১০ রানের সমীকরণটা মেলাতে গিয়ে দাসুন শানাকার বলে আউট হন তিনি। জয়ে বাংলাদেশ দলের হয়ে ক্যারিয়ারটা শুরু করতে না পারলেও রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ ২০০.০০ স্ট্রাইকরেটে ৬ ছক্কা হাঁকিয়েছেন জাকের। তাঁর চেয়ে বেশি ছক্কা এক ম্যাচে আর কোনো বাংলাদেশি ব্যাটার মারতে পারেনি। আগের সর্বোচ্চ ছিল ৫ টি। ৫ ছক্কায় এত দিন যৌথভাবে শীর্ষে ছিলেন—মোহাম্মদ নাজিমউদ্দিন, জিয়াউর রহমান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।
রেকর্ড গড়লেও জিততে না পারায় হতাশ হয়েছেন জাকের। সংবাদ সম্মেলনে এসে তাই হতাশাটা লুকিয়ে রাখলেন না তিনি। ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমার চেহেরা দেখেই বুঝতে পারছেন, আমি কেমন আছি। হার তো সব সময়ই বেদনার। ফাইনালে (বিপিএল) হারের পর রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে ভালো লাগত। তবে আমি ভেঙে পড়ব না। অবশ্যই জেতা যায় সামনে, এ ম্যাচে হারলেও দল হিসেবে অনেক পাওয়ার আছে।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা
ছক্কা
জাকের আলী অনিক ৬
মোহাম্মদ নাজিমউদ্দিন ৫
জিয়াউর রহমান ৫
তামিম ইকবাল ৫
লিটন দাস ৫
মাহমুদউল্লাহ রিয়াদ ৫
সৌম্য সরকার ৫
টি-টোয়েন্টিতে দেড় বছর পর ফিরেই ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ২ চার ও ৪ ছয়ে ব্যাটিংটা দুর্দান্ত করলেও ফেরাটা জয়ে রাঙাতে পারেননি অভিজ্ঞ ব্যাটার।
মাহমুদউল্লাহর ফেরাটা যেমন জয়ে হলো না তেমনি শুরুটা হলো না জাকের আলী অনিকের। এশিয়ান গেমসের ম্যাচ বাদ দিলে টি-টোয়েন্টিতে আজ তাঁর অভিষেক ধরা যায়। আর অভিষেকেই কী দুর্দান্ত ব্যাটিংটাই না করলেন তিনি। ৩৪ বলে ৬৮ রানের দুরন্ত এক ইনিংস খেলছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা এই ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৬ ছক্কায়।
তবে, শ্রীলঙ্কার কাছে ৩ রানে বাংলাদেশ হেরে যাওয়ায় কোনো কাজে আসেনি জাকেরের ইনিংসটি। শেষ ৪ বলে ১০ রানের সমীকরণটা মেলাতে গিয়ে দাসুন শানাকার বলে আউট হন তিনি। জয়ে বাংলাদেশ দলের হয়ে ক্যারিয়ারটা শুরু করতে না পারলেও রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ ২০০.০০ স্ট্রাইকরেটে ৬ ছক্কা হাঁকিয়েছেন জাকের। তাঁর চেয়ে বেশি ছক্কা এক ম্যাচে আর কোনো বাংলাদেশি ব্যাটার মারতে পারেনি। আগের সর্বোচ্চ ছিল ৫ টি। ৫ ছক্কায় এত দিন যৌথভাবে শীর্ষে ছিলেন—মোহাম্মদ নাজিমউদ্দিন, জিয়াউর রহমান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।
রেকর্ড গড়লেও জিততে না পারায় হতাশ হয়েছেন জাকের। সংবাদ সম্মেলনে এসে তাই হতাশাটা লুকিয়ে রাখলেন না তিনি। ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমার চেহেরা দেখেই বুঝতে পারছেন, আমি কেমন আছি। হার তো সব সময়ই বেদনার। ফাইনালে (বিপিএল) হারের পর রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে ভালো লাগত। তবে আমি ভেঙে পড়ব না। অবশ্যই জেতা যায় সামনে, এ ম্যাচে হারলেও দল হিসেবে অনেক পাওয়ার আছে।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা
ছক্কা
জাকের আলী অনিক ৬
মোহাম্মদ নাজিমউদ্দিন ৫
জিয়াউর রহমান ৫
তামিম ইকবাল ৫
লিটন দাস ৫
মাহমুদউল্লাহ রিয়াদ ৫
সৌম্য সরকার ৫
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
২ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
৩ ঘণ্টা আগে