মিরপুর থেকে সিলেট-দুই মাসের ব্যবধানে দুটি ভিন্ন সংস্করণের সিরিজ খেলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুটি সিরিজকেই এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে মানকাডিং। ভেন্যু, ফরম্যাট বদলানোর সঙ্গে সঙ্গে ঘটনার ধরনেও রয়েছে ভিন্নতা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসের ৩৯ তম ওভারের ঘটনা। ওভারটি করছিলেন এজাজ প্যাটেল। ব্যাটিং করছিলেন মাহমুদুল হাসান জয়। আর নন স্ট্রাইক প্রান্তে ছিলেন মুমিনুল হক। ওভারের পঞ্চম বল যখন প্যাটেল করেন, সে সময় নন স্ট্রাইক প্রান্ত থেকে অনেকটা বেরিয়ে গিয়েছিলেন মুমিনুল। প্যাটেল বোলিং করার সময় রান আপ হারিয়ে ফেলেছিলেন। হাসি দিয়ে প্যাটেল তখন মুমিনুলের দিকে মুচকি হাসি দেন। মানকাডিং আর করা হয়নি। ১৩ রানে বেঁচে যাওয়া মুমিনুল করেন ৩৭ রান।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ইশ সোধিকে মানকাডিং করেছিলেন হাসান মাহমুদ। নিউজিল্যান্ডের ইনিংসের ৪৬ তম ওভারে চতুর্থ বল করার আগেই নন-স্ট্রাইকের ব্যাটার সোধি দাগের বাইরে বেরিয়ে যান। বল রিলিজ না করে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেন হাসান। পরে রিভিউতেও দেখা যায়, সোধি নন-স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে গেছেন। আম্পায়ারও আউট দিলেন। পরে তৎকালীন অধিনায়ক লিটন দাস ফিরিয়ে এনেছিলেন সোধিকে। ১৭ রানে বেঁচে যাওয়া সোধি করেন ৩৫ রান।
মিরপুর থেকে সিলেট-দুই মাসের ব্যবধানে দুটি ভিন্ন সংস্করণের সিরিজ খেলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুটি সিরিজকেই এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে মানকাডিং। ভেন্যু, ফরম্যাট বদলানোর সঙ্গে সঙ্গে ঘটনার ধরনেও রয়েছে ভিন্নতা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসের ৩৯ তম ওভারের ঘটনা। ওভারটি করছিলেন এজাজ প্যাটেল। ব্যাটিং করছিলেন মাহমুদুল হাসান জয়। আর নন স্ট্রাইক প্রান্তে ছিলেন মুমিনুল হক। ওভারের পঞ্চম বল যখন প্যাটেল করেন, সে সময় নন স্ট্রাইক প্রান্ত থেকে অনেকটা বেরিয়ে গিয়েছিলেন মুমিনুল। প্যাটেল বোলিং করার সময় রান আপ হারিয়ে ফেলেছিলেন। হাসি দিয়ে প্যাটেল তখন মুমিনুলের দিকে মুচকি হাসি দেন। মানকাডিং আর করা হয়নি। ১৩ রানে বেঁচে যাওয়া মুমিনুল করেন ৩৭ রান।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ইশ সোধিকে মানকাডিং করেছিলেন হাসান মাহমুদ। নিউজিল্যান্ডের ইনিংসের ৪৬ তম ওভারে চতুর্থ বল করার আগেই নন-স্ট্রাইকের ব্যাটার সোধি দাগের বাইরে বেরিয়ে যান। বল রিলিজ না করে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেন হাসান। পরে রিভিউতেও দেখা যায়, সোধি নন-স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে গেছেন। আম্পায়ারও আউট দিলেন। পরে তৎকালীন অধিনায়ক লিটন দাস ফিরিয়ে এনেছিলেন সোধিকে। ১৭ রানে বেঁচে যাওয়া সোধি করেন ৩৫ রান।
পাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৪ মিনিট আগেচোট খুব গুরুতর নয়, তবু লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রাখল ইন্টার মায়ামি। আপাতত তাই অনির্দষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে।
২০ মিনিট আগেভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
৩ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
৩ ঘণ্টা আগে