Ajker Patrika

ব্যাটিংয়ে বাংলাদেশ

সৌম্য বাদ, ফিরলেন মাহমুদউল্লাহ

একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ। ছবি: আইসিসি
একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ। ছবি: আইসিসি

চোটের কারণে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোট কাটিয়ে সেরে উঠেছেন তিনি। অনুমিতভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশেও ফিরেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

রাওয়ালপিন্ডিতে টিকে থাকার লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ছাড়াও একাদশে ফিরেছেন নাহিদ রানা। সেজন্য বাদ পড়তে হয়েছে সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবকে।

নিউজিল্যান্ড একাদশেও এসেছে দুটি পরিবর্তন। ড্যারিল মিচেল ও নাথান স্মিথের জায়গায় ফিরেছেন রাচিন রবীন্দ্র ও কাইল জেমিসন। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে কিউইরা। আজ জিতলেই নিশ্চিত করবে সেমিফাইনাল।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, জাকের আলী, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইলিয়াম ও’রুর্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত