রূপকথার গল্প সাজিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। সুপার এইটে বাংলাদেশকে ৮ রানে হারিয়েই শেষ চারে পা রাখে তারা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না। বিশেষ করে আফগান অলরাউন্ডারের পেশিতে অনাকাঙ্খিত ‘টান’ নিয়ে কম কথা হয়নি। আসলেই তা চোট ছিল নাকি অভিনয়, তা নিয়ে প্রশ্ন ওঠে এখনো।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসে মজার ছলেই সেই ঘটনাটি নিয়ে আইসিসির প্রকাশিত ভিডিওতে গুলবাদিন বলেন, ‘ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমার কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু লোকে সেটাকে বড় ইস্যু বানিয়েছে। আমার জন্য ভালোই হয়েছে তা। ম্যাচশেষে অনেক তারকা অভিনেতা আমাকে বার্তা পাঠিয়েছিল। সবাই বলছিল, আমি হলিউডে কাজ করতে পারি।’
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ইনিংসের ১২ তম ওভারে নেমেছিল বৃষ্টি। সেই ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত বোলার নুর আহমেদ। এমন সময় প্রথম স্লিপে দাঁড়ানো গুলবাদিন হঠাৎ নিজের পা ধরে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাত-পা ছেড়ে শুয়ে পড়েন। বৃষ্টি ঝেঁপে নামার জন্যই যেন সময় নষ্ট করছিলেন তিনি!
গুলবাদিনের কাণ্ড দেখে বৃষ্টিবাগড়ায় ড্রেসিংরুমে ফেরার সময় নবীকে ভেংচি কেটে দেখান। নবী অবশ্য তাঁকে (লিটন) বোঝাতে চান, বিষয়টি নিয়ে মজা করার কিছু নেই ৷ গুলবাদিন যে অভিনয় করেছিলেন, সেটি তিনি বৃষ্টির পর বোলিংয়ে এলেই বোঝা গেছে ৷ বিষয়টি অবশ্য রশিদ খানের ভালো লাগেনি, সেটি তিনি তাঁর অধিনায়ককে মুহূর্তেই বুঝিয়ে দেন।
সেই ম্যাচে ছিলেন আফগান ওপেনাররা রহমানউল্লাহ গুরবাজও। তিনি বলেন, ‘আমি আসলে নিশ্চিত নই, সত্যিই চোট ছিল নাকি অভিনয়। সেটা আসলে ক্র্যাম্প ছিল তাই না? গুলবাদিন বলেছেন ক্র্যাম্প হয়েছিল তাঁর। আমরা কেউই নিশ্চিত নই। লোকে এ নিয়ে মজা নিচ্ছে। হয়তো তিনি চোটই পেয়েছিলেন। কারণ এটা তাঁর শরীর। আমরা কিছু জানি না। কিছুটা অভিনয়ও হতে পারে। মাঝেমধ্যে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং ছাড়াও দলের প্রয়োজন পড়ে আপনার।’
গুরবাজ আরও বলেন, ‘মজার বিষয় হলো, ক্র্যাম্প হওয়ার ৩-৪ মিনিট পর গুলবাদিন বাকি সবার চেয়ে দ্রুতগতিতে দৌড়াচ্ছিলেন। এ এক আশ্চর্যজনক ঘটনা। আমিও সেই একই চিকিৎসকের কাছে যেতে চাই। আমারও চোট পেয়েছিল, কিন্তু আমাদের চিকিৎসক ছিলেন তিনি আমাকে দৌড়ানোর জন্য তৈরি করতে পারেননি।’
রূপকথার গল্প সাজিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। সুপার এইটে বাংলাদেশকে ৮ রানে হারিয়েই শেষ চারে পা রাখে তারা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না। বিশেষ করে আফগান অলরাউন্ডারের পেশিতে অনাকাঙ্খিত ‘টান’ নিয়ে কম কথা হয়নি। আসলেই তা চোট ছিল নাকি অভিনয়, তা নিয়ে প্রশ্ন ওঠে এখনো।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসে মজার ছলেই সেই ঘটনাটি নিয়ে আইসিসির প্রকাশিত ভিডিওতে গুলবাদিন বলেন, ‘ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমার কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু লোকে সেটাকে বড় ইস্যু বানিয়েছে। আমার জন্য ভালোই হয়েছে তা। ম্যাচশেষে অনেক তারকা অভিনেতা আমাকে বার্তা পাঠিয়েছিল। সবাই বলছিল, আমি হলিউডে কাজ করতে পারি।’
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ইনিংসের ১২ তম ওভারে নেমেছিল বৃষ্টি। সেই ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত বোলার নুর আহমেদ। এমন সময় প্রথম স্লিপে দাঁড়ানো গুলবাদিন হঠাৎ নিজের পা ধরে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাত-পা ছেড়ে শুয়ে পড়েন। বৃষ্টি ঝেঁপে নামার জন্যই যেন সময় নষ্ট করছিলেন তিনি!
গুলবাদিনের কাণ্ড দেখে বৃষ্টিবাগড়ায় ড্রেসিংরুমে ফেরার সময় নবীকে ভেংচি কেটে দেখান। নবী অবশ্য তাঁকে (লিটন) বোঝাতে চান, বিষয়টি নিয়ে মজা করার কিছু নেই ৷ গুলবাদিন যে অভিনয় করেছিলেন, সেটি তিনি বৃষ্টির পর বোলিংয়ে এলেই বোঝা গেছে ৷ বিষয়টি অবশ্য রশিদ খানের ভালো লাগেনি, সেটি তিনি তাঁর অধিনায়ককে মুহূর্তেই বুঝিয়ে দেন।
সেই ম্যাচে ছিলেন আফগান ওপেনাররা রহমানউল্লাহ গুরবাজও। তিনি বলেন, ‘আমি আসলে নিশ্চিত নই, সত্যিই চোট ছিল নাকি অভিনয়। সেটা আসলে ক্র্যাম্প ছিল তাই না? গুলবাদিন বলেছেন ক্র্যাম্প হয়েছিল তাঁর। আমরা কেউই নিশ্চিত নই। লোকে এ নিয়ে মজা নিচ্ছে। হয়তো তিনি চোটই পেয়েছিলেন। কারণ এটা তাঁর শরীর। আমরা কিছু জানি না। কিছুটা অভিনয়ও হতে পারে। মাঝেমধ্যে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং ছাড়াও দলের প্রয়োজন পড়ে আপনার।’
গুরবাজ আরও বলেন, ‘মজার বিষয় হলো, ক্র্যাম্প হওয়ার ৩-৪ মিনিট পর গুলবাদিন বাকি সবার চেয়ে দ্রুতগতিতে দৌড়াচ্ছিলেন। এ এক আশ্চর্যজনক ঘটনা। আমিও সেই একই চিকিৎসকের কাছে যেতে চাই। আমারও চোট পেয়েছিল, কিন্তু আমাদের চিকিৎসক ছিলেন তিনি আমাকে দৌড়ানোর জন্য তৈরি করতে পারেননি।’
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৫ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩৫ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে