Ajker Patrika

বাংলাদেশকে হারাতে সেই চোটের ‘নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবাদিন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫২
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় আজব কাণ্ডই ঘটিয়ে ফেলেন গুলবাদিন। ছবি: আইসিসি
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় আজব কাণ্ডই ঘটিয়ে ফেলেন গুলবাদিন। ছবি: আইসিসি

রূপকথার গল্প সাজিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। সুপার এইটে বাংলাদেশকে ৮ রানে হারিয়েই শেষ চারে পা রাখে তারা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না। বিশেষ করে আফগান অলরাউন্ডারের পেশিতে অনাকাঙ্খিত ‘টান’ নিয়ে কম কথা হয়নি। আসলেই তা চোট ছিল নাকি অভিনয়, তা নিয়ে প্রশ্ন ওঠে এখনো।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসে মজার ছলেই সেই ঘটনাটি নিয়ে আইসিসির প্রকাশিত ভিডিওতে গুলবাদিন বলেন, ‘ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমার কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু লোকে সেটাকে বড় ইস্যু বানিয়েছে। আমার জন্য ভালোই হয়েছে তা। ম্যাচশেষে অনেক তারকা অভিনেতা আমাকে বার্তা পাঠিয়েছিল। সবাই বলছিল, আমি হলিউডে কাজ করতে পারি।’

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ইনিংসের ১২ তম ওভারে নেমেছিল বৃষ্টি। সেই ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত বোলার নুর আহমেদ। এমন সময় প্রথম স্লিপে দাঁড়ানো গুলবাদিন হঠাৎ নিজের পা ধরে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাত-পা ছেড়ে শুয়ে পড়েন। বৃষ্টি ঝেঁপে নামার জন্যই যেন সময় নষ্ট করছিলেন তিনি!

গুলবাদিনের কাণ্ড দেখে বৃষ্টিবাগড়ায় ড্রেসিংরুমে ফেরার সময় নবীকে ভেংচি কেটে দেখান। নবী অবশ্য তাঁকে (লিটন) বোঝাতে চান, বিষয়টি নিয়ে মজা করার কিছু নেই ৷ গুলবাদিন যে অভিনয় করেছিলেন, সেটি তিনি বৃষ্টির পর বোলিংয়ে এলেই বোঝা গেছে ৷ বিষয়টি অবশ্য রশিদ খানের ভালো লাগেনি, সেটি তিনি তাঁর অধিনায়ককে মুহূর্তেই বুঝিয়ে দেন।

সেই ম্যাচে ছিলেন আফগান ওপেনাররা রহমানউল্লাহ গুরবাজও। তিনি বলেন, ‘আমি আসলে নিশ্চিত নই, সত্যিই চোট ছিল নাকি অভিনয়। সেটা আসলে ক্র‍্যাম্প ছিল তাই না? গুলবাদিন বলেছেন ক্র‍্যাম্প হয়েছিল তাঁর। আমরা কেউই নিশ্চিত নই। লোকে এ নিয়ে মজা নিচ্ছে। হয়তো তিনি চোটই পেয়েছিলেন। কারণ এটা তাঁর শরীর। আমরা কিছু জানি না। কিছুটা অভিনয়ও হতে পারে। মাঝেমধ্যে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং ছাড়াও দলের প্রয়োজন পড়ে আপনার।’

গুরবাজ আরও বলেন, ‘মজার বিষয় হলো, ক্র‍্যাম্প হওয়ার ৩-৪ মিনিট পর গুলবাদিন বাকি সবার চেয়ে দ্রুতগতিতে দৌড়াচ্ছিলেন। এ এক আশ্চর্যজনক ঘটনা। আমিও সেই একই চিকিৎসকের কাছে যেতে চাই। আমারও চোট পেয়েছিল, কিন্তু আমাদের চিকিৎসক ছিলেন তিনি আমাকে দৌড়ানোর জন্য তৈরি করতে পারেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত