আফগানিস্তানের কাছে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপটা ভুলে যাওয়ার মতোই। বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে হেরে সেমির দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া আফগানের কাছে সুযোগ ছিল জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার। শারজায় আজ নেপালের কাছে প্রাণপণে লড়াই করেও জিততে পারল না আফগানরা।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে বিন্দুমাত্র পাত্তা পায়নি নেপাল। আফগানরা আজ ১২৪ রানের লক্ষ্য দিলেও নেপালের জিততে ঘাম ছুটে গেছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপাল পেয়েছে ১ উইকেটের সান্ত্বনার জয়।
আফগানিস্তানকে হারাতে নেপালকে ব্যাটিং করতে হতো ২.৪৮ রানরেটে। ওভারপ্রতি প্রয়োজনীয় রানরেট যতই হোক, এমন লো-স্কোরিং ম্যাচে ভেলকি দেখাতে হয় মূলত বোলিং পক্ষকে। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০.১ ওভারে ৮ উইকেটে ৮৪ রানে পরিণত হয় নেপাল অনূর্ধ্ব-১৯ দল।
হাতে ২ উইকেট নিয়ে ৪০ রানও তখন নেপালের কাছে মনে হচ্ছিল অনেক দূরের পথ। এমন সময়ে জ্বলে ওঠে আশার আলো। নবম উইকেটে ৩১ রানের জুটি গড়েন নরেন সাউদ ও হেমন্ত ধামি। ৪০তম ওভারের চতুর্থ বলে সাউদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আফগানিস্তানের জয়ের সম্ভাবনা তৈরি করেন আবদুল আজিজ খান।
সাউদ বিদায় নিলে নেপালের স্কোর হয়ে যায় ৩৯.৪ ওভারে ৯ উইকেটে ১১৫ রান। ৫৪ বলে ২ চারে ২৬ রান করেন তিনি। আট নম্বরে নামা সাউদই নেপালের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। শেষ পর্যন্ত তারা ৪১.৩ ওভারে ৯ উইকেটে করে ফেলে ১২৪ রান। ৫১ বল হাতে রেখে পাওয়া এই জয়ে ‘বি’ গ্রুপের তিন নম্বরে থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শেষ করল নেপাল। আফগানিস্তানের মোহাম্মদ গজনফার ও খাতির স্টানিকজাই নিয়েছেন ৩টি করে উইকেট। গজনফার ১০ ওভার বোলিং করে ৩৬ রান খরচ করেন। আফগানিস্তানের এই রহস্যময় স্পিনার এক ওভার মেডেনও দিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মাহবুব খান। নেপালের আক্রমণাত্মক বোলিংয়ে ৩৫.৪ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় আফগানরা। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন ফয়সাল শিনোজাদা। ৬৭ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মারেন তিনি। নেপালের উনিশ ঠাকুরি, সন্তোষ যাদব নিয়েছেন ৩টি করে উইকেট। দলটির অধিনায়ক ধামি ও তিওয়ারি ২টি করে উইকেট পেয়েছেন।
আফগানিস্তানের কাছে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপটা ভুলে যাওয়ার মতোই। বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে হেরে সেমির দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া আফগানের কাছে সুযোগ ছিল জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার। শারজায় আজ নেপালের কাছে প্রাণপণে লড়াই করেও জিততে পারল না আফগানরা।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে বিন্দুমাত্র পাত্তা পায়নি নেপাল। আফগানরা আজ ১২৪ রানের লক্ষ্য দিলেও নেপালের জিততে ঘাম ছুটে গেছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপাল পেয়েছে ১ উইকেটের সান্ত্বনার জয়।
আফগানিস্তানকে হারাতে নেপালকে ব্যাটিং করতে হতো ২.৪৮ রানরেটে। ওভারপ্রতি প্রয়োজনীয় রানরেট যতই হোক, এমন লো-স্কোরিং ম্যাচে ভেলকি দেখাতে হয় মূলত বোলিং পক্ষকে। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০.১ ওভারে ৮ উইকেটে ৮৪ রানে পরিণত হয় নেপাল অনূর্ধ্ব-১৯ দল।
হাতে ২ উইকেট নিয়ে ৪০ রানও তখন নেপালের কাছে মনে হচ্ছিল অনেক দূরের পথ। এমন সময়ে জ্বলে ওঠে আশার আলো। নবম উইকেটে ৩১ রানের জুটি গড়েন নরেন সাউদ ও হেমন্ত ধামি। ৪০তম ওভারের চতুর্থ বলে সাউদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আফগানিস্তানের জয়ের সম্ভাবনা তৈরি করেন আবদুল আজিজ খান।
সাউদ বিদায় নিলে নেপালের স্কোর হয়ে যায় ৩৯.৪ ওভারে ৯ উইকেটে ১১৫ রান। ৫৪ বলে ২ চারে ২৬ রান করেন তিনি। আট নম্বরে নামা সাউদই নেপালের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। শেষ পর্যন্ত তারা ৪১.৩ ওভারে ৯ উইকেটে করে ফেলে ১২৪ রান। ৫১ বল হাতে রেখে পাওয়া এই জয়ে ‘বি’ গ্রুপের তিন নম্বরে থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শেষ করল নেপাল। আফগানিস্তানের মোহাম্মদ গজনফার ও খাতির স্টানিকজাই নিয়েছেন ৩টি করে উইকেট। গজনফার ১০ ওভার বোলিং করে ৩৬ রান খরচ করেন। আফগানিস্তানের এই রহস্যময় স্পিনার এক ওভার মেডেনও দিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মাহবুব খান। নেপালের আক্রমণাত্মক বোলিংয়ে ৩৫.৪ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় আফগানরা। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন ফয়সাল শিনোজাদা। ৬৭ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মারেন তিনি। নেপালের উনিশ ঠাকুরি, সন্তোষ যাদব নিয়েছেন ৩টি করে উইকেট। দলটির অধিনায়ক ধামি ও তিওয়ারি ২টি করে উইকেট পেয়েছেন।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে