Ajker Patrika

টি-টোয়েন্টিতে বাংলাদেশের এ কেমন ব্যাটিং

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ জুলাই ২০২৫, ২২: ০২
দারুণ শুরু করেও স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো
দারুণ শুরু করেও স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ শুরুটা বাংলাদেশ করে টি-টোয়েন্টি মেজাজেই। কিন্তু খেই হারিয়ে ফেলার যে পুরোনো রোগ, সেটা তো এত সহজে সেরে যাওয়ার মতো নয়। শ্রীলঙ্কার বিপক্ষে আজ স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি বাংলাদেশ।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু ও শেষটা ভালো করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ৫ উইকেটে ১৫৪ রান। ১২০ বলের ইনিংসে লিটনের দল ৩৯ বল ডট খেলেছে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথম ৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান করে বাংলাদেশ। পঞ্চম ওভারের শেষ বলে তানজিদ হাসান তামিমকে (১৬) ফিরিয়ে জুটি ভাঙেন নুয়ান তুষারা। এই ১৬ রান করতে তামিম খেলেছেন ১৭ বল। প্রথম পাওয়ারপ্লে (প্রথম ৬ ওভার) বাংলাদেশ শেষ করে ১ উইকেটে ৫৪ রান।

পাওয়ারপ্লে শেষ হওয়ার পর বাংলাদেশ খোলসবন্দী হয়ে যায়। সপ্তম থেকে ১৬—এই ১০ ওভারে তারা যোগ করেছে ৬২ রান। একটা টি-টোয়েন্টি ম্যাচের মিডল ওভারে ৬.২ রানরেটই প্রমাণ করে, টি-টোয়েন্টি খেলার ধরনটা বাংলাদেশ এখনো রপ্ত করতে পারেনি। মাঝের ১০ ওভারে তারা হারিয়েছে লিটন দাস (৬), পারভেজ হোসেন ইমন (৩৮) ও তাওহীদ হৃদয়ের (১০) উইকেট। যাঁদের মধ্যে লিটন ও হৃদয় ব্যাটিং করেছেন ৫৪.৫৪ ও ৭৬.৯২ স্ট্রাইকরেটে। যেখানে ১৩তম ওভারের তৃতীয় বলে হৃদয় খোঁচা মারতে যান দাসুন শানাকার বলে। এজ হওয়া বল ক্যাচ ধরেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস।

হৃদয় ফেরার পর বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২.৩ ওভারে ৪ উইকেটে ৮৯ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। পঞ্চম উইকেটে ৩৬ বলে ৪৬ রানের জুটি গড়েন নাঈম শেখ ও মিরাজ। ২৩ বলে ২৯ রান করা মিরাজকে ফিরিয়ে জুটি ভাঙেন মাহিশ তিকশানা। বাংলাদেশ ১৫০ পেরোতে পেরেছে মূলত সাত নম্বরে নামা শামীম হোসেন পাটোয়ারীর ক্যামিও ইনিংসে। ৫ বলে ২ ছক্কায় ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আজ ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন নাঈম শেখ। ফেরার ম্যাচে চার নম্বরে নেমে ২৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। এক চার ও এক ছক্কা মেরেছেন। পাল্লেকেলের ব্যাটিং বান্ধব পিচে টি-টোয়েন্টিতে যেখানে পার স্কোর ১৮০ রান, সেখানে নাঈম ব্যাটিং করলেন ১১০.৩৪ স্ট্রাইকরেটে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটিং অর্ডারের প্রথম দিকের ব্যাটারের ওয়ানডে সুলভ ব্যাটিং কতটা পিছিয়ে দিয়েছে, সেটা তো স্কোরবোর্ড দেখেই বোঝা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত