Ajker Patrika

মানসিকতা ও স্কিল—দুটোতেই সমস্যা দেখছেন শান্ত

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের আরও উন্নতির দরকার বলে মনে করেন  নাজমুল হোসেন শান্ত।ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশের আরও উন্নতির দরকার বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত।ছবি: আজকের পত্রিকা

বোলিংয়ে নেমে ওভারের পর ওভার বোলিং করে গেলেও উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ। অথচ এই দলটিই ব্যাটিংয়ে নামলে ধপাস করে ভেঙে পড়ে। এক বার, দুই বার না-এমনটা ঘটছে বারবার। দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাইয়ের পর নাজমুল হোসেন শান্ত মনে করছেন, অনেক জায়গায় উন্নতির দরকার বাংলাদেশের।

চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের দিকেই তাকালে সব স্পষ্ট হয়ে যাবে। ব্যাটিং বান্ধব উইকেটে দক্ষিণ আফ্রিকা এক ইনিংস ব্যাটিং করে ৫৭৫ রান করেছে। অথচ বাংলাদেশ দুই ইনিংস মিলে কোনোমতে ৩০০ পেরোল। ৮৯ ওভার ব্যাটিং করে ৩০২ রান করেছে ২০ উইকেট হারিয়ে। যার মধ্যে আজ তৃতীয় দিনে দুইবার অলআউট হয়েছে। ইনিংস ও ২৭৩ রানে হেরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।

শুধু চট্টগ্রামেই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরেও ব্যাটিং ব্যর্থতা মারাত্মকভাবে চোখে পড়েছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ১০৬ রানে। সিরিজ জুড়ে বাজে ব্যাটিংয়ের ব্যাখ্যা আজ চট্টগ্রাম টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমাদের আরও অনেক কিছু উন্নতি করতে হবে। মাত্র কয়েক ঘণ্টা ভালো বোলিং করেছি। তবে সব বিষয়ে উন্নতি করতে হবে। এটা শুধু মানসিকতার ব্যাপার নয়। মানসিকতা, স্কিল দুই দিকেই উন্নতি করতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার চার ব্যাটার সেঞ্চুরি করেছেন। যার মধ্যে টনি দে জর্জি, ত্রিস্তান স্টাবস, উইয়ান মুল্ডার এই তিন ব্যাটার সেঞ্চুরি তুলে নিয়েছেন চট্টগ্রামেই। বিপরীতে বাংলাদেশের কোনো ব্যাটার এই সিরিজে তিন অঙ্ক ছুঁতে পারেননি। দক্ষিণ আফ্রিকার প্রশংসা করে শান্ত বলেন,‘তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে। যেভাবে আমরা খেলেছি, তাতে খুবই হতাশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত