ক্রীড়া ডেস্ক
কাগজে-কলমে হলেও আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা টিকে ছিল। কিন্তু করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সেই আফগানদের বিদায় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ তো আগেভাগেই ছিটকে গেছে। আর আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা নিয়ে দেশে ফিরছে মোহাম্মদ নবী-রশিদ খানদের আফগানিস্তান।
১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফি এসে পড়েছে শেষ ভাগে। টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অজিরা উঠেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে থেকে শেষ করেছে চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আফগানদের পয়েন্ট ৩। আর বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই পয়েন্ট ১। ইংল্যান্ডের পয়েন্ট ০।
পাঁচ ও ছয়ে থাকা আফগানিস্তান, বাংলাদেশ প্রত্যেকেই পাবে সাড়ে ৩ লাখ ডলার করে। বাংলাদেশি হিসেবে সেটা ৪ কোটি ২৩ লাখ টাকা। পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ কোটি ৫১ লাখ টাকা করে পাচ্ছে। তাতে হলো ৫ কোটি ৭৪ লাখ টাকা। তবে আফগানরা গ্রুপ পর্বে এক ম্যাচ জেতায় পাবে আরও ৩৪ হাজার ডলার (বাংলাদেশি ৪১ লাখ টাকা)। তাতে সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে আফগানরা পাচ্ছে ৬ কোটি ১৫ লাখ টাকা। বাংলাদেশ কোনো ম্যাচ না জিতে টুর্নামেন্ট শেষ করায় ৫ কোটি ৭৪ লাখ টাকাই পাচ্ছে।
পাকিস্তানের সমান ১ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। আয়োজক পাকিস্তান, জস বাটলারের ইংল্যান্ড দুই দলই পাবে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৭০ লাখ টাকা করে। পাশাপাশি ১ কোটি ৫১ লাখ টাকা অংশগ্রহণ ফি তো আছেই। যেহেতু পাকিস্তান, ইংল্যান্ডের কেউই গ্রুপ পর্বে কোনো ম্যাচ জেতেনি, তাতে ‘উইনিং বোনাস’ তাদের পাওয়া হচ্ছে না।
আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।
কাগজে-কলমে হলেও আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা টিকে ছিল। কিন্তু করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সেই আফগানদের বিদায় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ তো আগেভাগেই ছিটকে গেছে। আর আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা নিয়ে দেশে ফিরছে মোহাম্মদ নবী-রশিদ খানদের আফগানিস্তান।
১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফি এসে পড়েছে শেষ ভাগে। টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অজিরা উঠেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে থেকে শেষ করেছে চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আফগানদের পয়েন্ট ৩। আর বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই পয়েন্ট ১। ইংল্যান্ডের পয়েন্ট ০।
পাঁচ ও ছয়ে থাকা আফগানিস্তান, বাংলাদেশ প্রত্যেকেই পাবে সাড়ে ৩ লাখ ডলার করে। বাংলাদেশি হিসেবে সেটা ৪ কোটি ২৩ লাখ টাকা। পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ কোটি ৫১ লাখ টাকা করে পাচ্ছে। তাতে হলো ৫ কোটি ৭৪ লাখ টাকা। তবে আফগানরা গ্রুপ পর্বে এক ম্যাচ জেতায় পাবে আরও ৩৪ হাজার ডলার (বাংলাদেশি ৪১ লাখ টাকা)। তাতে সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে আফগানরা পাচ্ছে ৬ কোটি ১৫ লাখ টাকা। বাংলাদেশ কোনো ম্যাচ না জিতে টুর্নামেন্ট শেষ করায় ৫ কোটি ৭৪ লাখ টাকাই পাচ্ছে।
পাকিস্তানের সমান ১ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। আয়োজক পাকিস্তান, জস বাটলারের ইংল্যান্ড দুই দলই পাবে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৭০ লাখ টাকা করে। পাশাপাশি ১ কোটি ৫১ লাখ টাকা অংশগ্রহণ ফি তো আছেই। যেহেতু পাকিস্তান, ইংল্যান্ডের কেউই গ্রুপ পর্বে কোনো ম্যাচ জেতেনি, তাতে ‘উইনিং বোনাস’ তাদের পাওয়া হচ্ছে না।
আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৪ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে