Ajker Patrika

তামিমের পর মাশরাফিকেও নিল ঢাকা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৫০
তামিমের পর মাশরাফিকেও নিল ঢাকা

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম ইকবালের মতো ড্রাফটের আগে দল পাননি মাশরাফি বিন মুর্তজা। আজ ড্রাফট থেকে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের পর মাশরাফিকেও দলে নিল বিসিবির মালিকানাধীন ঢাকা ফ্র্যাঞ্চাইজি। 

তামিম-মাশরাফির সঙ্গে ঢাকার হয়ে এবারের বিপিএলে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদকে। ড্রাফটের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ককে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

এ ছাড়া বাংলাদেশিদের মধ্যে পেসার ও শুভাগত হোম চৌধুরীকেও দলে ভিড়িয়েছে ঢাকা। বিদেশি কোটায় এখন পর্যন্ত ঢাকা নিয়েছে শ্রীলঙ্কান বাঁহাতি পেসার ইসুরু উদানা, আফগান লেগ স্পিনার কাইস আহমেদ ও আফগান বাঁহাতি ব্যাটার নাজিবউল্লাহ জাদরান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত