Ajker Patrika

লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আইসিসির

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৭: ১২
লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আইসিসির

ম্যাচ পাতানোর কালো থাবা থেকে যেন বের হতেই পারছেন না ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ড থেকেও দেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। এবার শ্রীলঙ্কার প্রবীন জয়াবিক্রমার বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি। 

আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ পাতানোর দায়ে জয়াবিক্রমাকে আজ অভিযুক্ত করেছে আইসিসি। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে। অনুচ্ছেদ ২.৪.৪ অনুসারে দুর্নীতির কাজে জড়িত হতে কোনো রকম আমন্ত্রণ বা আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোতে উৎসাহ জোগানোর ব্যাপারে দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের বিস্তারিত জানাতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। একই অনুচ্ছেদের আরেক ধারায় ২০২১ লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর অভিযোগ এসেছে জয়াবিক্রমার বিরুদ্ধে। এসব ব্যাপারে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে জানাতে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। ২.৪. ৭ অনুচ্ছেদ অনুসারে দুর্নীতির কাজে সংশ্লিষ্ট বার্তা মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে। 

অভিযোগের জবাব দিতে জয়াবিক্রমাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। লঙ্কান ক্রিকেটারের সময় হিসেব করা হচ্ছে ৬ আগস্ট থেকে। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি এলপিএলে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইসিসি। দুর্নীতিবিরোধী নীতিমালা অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আইসিসি রাজি হয়েছে।

জাফনা কিংসের অংশ ছিলেন। সেবার তারা দ্বিতীয় শিরোপা জিতেছিল। সেই মৌসুমে এক ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছিলেন লঙ্কান বাঁহাতি স্পিনার। ২০২৪ এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার কথা ছিল জয়াবিক্রমার। 

২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জয়াবিক্রমা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই পাঁচটি করে ম্যাচ খেলেছেন তিনি। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৩২ উইকেট। যার মধ্যে টেস্টে নেন ১৫ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত