নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দুই দিনব্যাপী দলবদল শেষ হয়েছে আজ। এই দলবদলে ওপেনার লিটন দাস ও পেসার মোস্তাফিজুর রহমানের কোনো দল নিশ্চিত হয়নি। দুই দিনে দলবদল করেছেন ১৬৫ ক্রিকেটার।
জানা গেছে, লিটন টোকেন তুলেছেন দলবদলের। তবে প্রত্যাশিত ৬০ লাখ টাকায় কোনো ক্লাব তাঁকে নিতে রাজি না। লিটন ১২ লাখ টাকায় রাজি থাকলে একটি ক্লাব নিবন্ধনের কাজ শুরু করবে বলে জানা ক্লাব অফিশিয়াল সূত্রে জানা গেছে।
দলবদলের সবচেয়ে আলোচিত সাকিব আল হাসান। পরশু দলবদলের প্রথম দিনে তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিবন্ধন করলেও আজ দ্বিতীয় দিনে তাঁর নাম প্রত্যাহার। সাকিবকে নিয়ে ভালোই ভেলকিবাজি দেখা গেল!
এবারের দলবদলে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ক্লাবগুলোর ‘সিন্ডিকেটের’ কারণে পারিশ্রমিক কমেছে ৫০–৬০ শতাংশ পর্যন্ত। গত মৌসুমে ৬০ লাখ টাকা পাওয়া ক্রিকেটার এবার সর্বোচ্চ ১৫ লাখ টাকাতেও দল পাচ্ছেন না। ক্রিকেটারদের স্বার্থ যেখানে ক্লাবগুলোর সিন্ডিকেটে বন্দী, সেখানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নীরব ভূমিকা হতাশা বাড়িয়েছে।
এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবার যা হচ্ছে, এটা আমাদের সঙ্গে বেইমানি! আমরা সারা বছর এই লিগের ওপর নির্ভর করি, অথচ দলই পাচ্ছি না। পেলেও পারিশ্রমিক আশানুরূপ নয়। সিন্ডিকেটের বিরুদ্ধে কেউই সোচ্চার হচ্ছে না, যা আমাদের কষ্ট দিচ্ছে।’
কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটারই নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন। শেষ পর্যন্ত মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনীর মতো কিছু ক্লাব দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেছে, তবে পুরো দলবদল জুড়েই আর্থিক টানাপোড়েন ও অনিশ্চয়তা স্পষ্ট।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দুই দিনব্যাপী দলবদল শেষ হয়েছে আজ। এই দলবদলে ওপেনার লিটন দাস ও পেসার মোস্তাফিজুর রহমানের কোনো দল নিশ্চিত হয়নি। দুই দিনে দলবদল করেছেন ১৬৫ ক্রিকেটার।
জানা গেছে, লিটন টোকেন তুলেছেন দলবদলের। তবে প্রত্যাশিত ৬০ লাখ টাকায় কোনো ক্লাব তাঁকে নিতে রাজি না। লিটন ১২ লাখ টাকায় রাজি থাকলে একটি ক্লাব নিবন্ধনের কাজ শুরু করবে বলে জানা ক্লাব অফিশিয়াল সূত্রে জানা গেছে।
দলবদলের সবচেয়ে আলোচিত সাকিব আল হাসান। পরশু দলবদলের প্রথম দিনে তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিবন্ধন করলেও আজ দ্বিতীয় দিনে তাঁর নাম প্রত্যাহার। সাকিবকে নিয়ে ভালোই ভেলকিবাজি দেখা গেল!
এবারের দলবদলে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ক্লাবগুলোর ‘সিন্ডিকেটের’ কারণে পারিশ্রমিক কমেছে ৫০–৬০ শতাংশ পর্যন্ত। গত মৌসুমে ৬০ লাখ টাকা পাওয়া ক্রিকেটার এবার সর্বোচ্চ ১৫ লাখ টাকাতেও দল পাচ্ছেন না। ক্রিকেটারদের স্বার্থ যেখানে ক্লাবগুলোর সিন্ডিকেটে বন্দী, সেখানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নীরব ভূমিকা হতাশা বাড়িয়েছে।
এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবার যা হচ্ছে, এটা আমাদের সঙ্গে বেইমানি! আমরা সারা বছর এই লিগের ওপর নির্ভর করি, অথচ দলই পাচ্ছি না। পেলেও পারিশ্রমিক আশানুরূপ নয়। সিন্ডিকেটের বিরুদ্ধে কেউই সোচ্চার হচ্ছে না, যা আমাদের কষ্ট দিচ্ছে।’
কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটারই নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন। শেষ পর্যন্ত মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনীর মতো কিছু ক্লাব দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেছে, তবে পুরো দলবদল জুড়েই আর্থিক টানাপোড়েন ও অনিশ্চয়তা স্পষ্ট।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট (কেএফটি সিজন-২)। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় কেএসএল ফাইটার্স ও ইলেকট্রো এলিট। ১-০ গোলে ভাগ্যনির্ধারণ...
৩ ঘণ্টা আগেএই ম্যাচ নিয়ে কত উন্মাদনা! ক্রিকেট ভারত-পাকিস্তান মুখোমুখি হলে সেই ম্যাচের টিকিট হয়ে পড়ে সোনার হরিণ। আয়োজক শহরের আবাসিক হোটেল আর খালি থাকে না। ম্যাচের সম্প্রচারকারী টিভির বিজ্ঞাপনী স্লটের দাম উঠে যায় আকাশে!
৪ ঘণ্টা আগেইসলামাবাদের টিম হোটেলে বসেই বাংলাদেশ দল দেখেছে গতকালের ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ। লাহোরে ৭০০ + রানের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের বড় লক্ষ্য অস্ট্রেলিয়া টপকেছে ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখে। বাংলাদেশ কোচ ফিল সিমন্স নিজেই পরশুর ম্যাচের উদাহরণ টেনে বলতে চাইলেন, রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে ভিন্ন
৪ ঘণ্টা আগেভারতীয় ইনিংসের ১৩ তম ওভারে দারুণ চিরচেনা এক কাভারর ড্রাইভে বিরাট কোহলি বোলার হারিস রউফকে করলেন সীমানা ছাড়া। তাতে গর্জন উঠল দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে। সে গর্জন কোহলির জন্য। বল সীমানা দড়ি ছোঁয়ার মধ্য দিয়েই যে ওয়ানডেতে ১৪ হাজারি ক্লাবে পা রাখলেন এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার।
৫ ঘণ্টা আগে