Ajker Patrika

এক সপ্তাহ পর জানা যাবে সাকিবের অবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৮: ৪৭
এক সপ্তাহ পর জানা যাবে সাকিবের অবস্থা

রাতের ফ্লাইটে বাংলাদেশ দল আজ যাবে সিলেটে। সকাল থেকে টেস্ট দলের অনেক ক্রিকেটারকে দেখা যায় মিরপুর একাডেমি ভবনে। সেখান থেকে এয়ারপোর্টে যাবেন তাঁরা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে থেকে আগেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে হঠাৎ তাঁর আগমনে কিছুটা প্রাণচঞ্চল হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

তবে সাকিবসহ আজ মিরপুরে এলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার সুমন ও বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ নিয়ে বিসিবিকে রিপোর্ট দেওয়ার কথা টিম ম্যানেজমেন্টের। গুঞ্জন রয়েছে, তাঁরা রিপোর্টসংশ্লিষ্ট ইস্যুতে এসেছিলেন মিরপুরে। সাকিব-হাথুরু একসঙ্গে কিছু সময় বসেছেন, কথা বলেছেন।

৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বাঁহাতের তর্জনীর চোট পড়েন সাকিব। জানা গেছে, সাকিব মূলত আজ বিসিবির মেডিকেল বিভাগে চোটে পড়া আঙুল দেখাতেই এলেন। তাঁর ব্যান্ডেজ পরিবর্তন করা হয়। তবে প্রত্যাশিতভাবে চোট সেরে না উঠলে আগামী ডিসেম্বরে ফিরতি সিরিজে নিউজিল্যান্ড সফরে এই অলরাউন্ডারকে পাওয়া নিয়েও আছে শঙ্কা।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘সাকিব আজকে এসেছিল ব্যান্ডেজটা পরিবর্তন করার জন্য। ওর আঙুলে একটা চিড় আছে। তিন সপ্তাহ ওই আঙুলটা ব্যান্ডেজ থাকবে, বন্ধ থাকবে। একটা ফ্র্যাকচার তিন সপ্তাহ বন্ধ থাকে। ওর দুই সপ্তাহ হয়েছে, আরও এক সপ্তাহ বন্ধ থাকবে। এরপর আমরা চেক করব, এক্স-রে করব, দেখব আমরা। সেই রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত, খেলাধুলা...।’

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফিরতি সিরিজে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সেই সফরে সাকিবকে পাওয়া যাবে না, তা নির্ভর করছে তিন সপ্তাহের পর এক্স-রে রিপোর্টের ওপর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত