ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ নিয়েও। আগে সিরিজের সূচি দেওয়া হলেও প্রেক্ষাপট বিবেচনায় সূচি বদলাতে হচ্ছে। এবার শোনা যাচ্ছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব ম্যাচ হতে পারে একটি নির্দিষ্ট ভেন্যুতে।
বাংলাদেশ দল বর্তমানে ব্যস্ত আরব আমিরাত সিরিজ নিয়ে। এই সিরিজ শেষেই পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি কেমন হতে পারে, সেই ব্যাপারে পাকিস্তানি সংবাদমাধ্যমে ধারণা পাওয়া গেছে। ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই হতে পারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৭, ২৯ ও ৩১ মে তিন টি-টোয়েন্টির সম্ভাব্য তারিখ। লাহোরের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। তবে সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমে গেলে পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।
নিরাপত্তা ও খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে যদি তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজেই বিসিবি-পিসিবির সমঝোতা হয়, তাহলে চলমান অস্থিরতা কাটিয়ে আবারও মাঠে ফিরতে পারে দুই দেশের ক্রিকেট। সূত্রে জানা গেছে, ২২ মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে পড়েছে বাজেভাবে। আইপিএল-পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল সাময়িক সময়ের জন্য। দুটি টুর্নামেন্টই পুনরায় মাঠে গড়িয়েছে। যেখানে আইপিএলের ফাইনাল হবে ৩ জুন। আর পিএসএল শেষ হবে ২৫ মে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু পিএসএল ফাইনালের কারণে সিরিজটা নিশ্চিতভাবেই পেছাচ্ছে। আগের পাঁচ ম্যাচের সিরিজের সূচি অনুযায়ী তিনটি হওয়ার কথা ছিল লাহোরে। বাকি দুই ম্যাচের ভেন্যু ছিল ফয়সালাবাদ।
প্রথম টি-টোয়েন্টি | ২৭ মে |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ২৯ মে |
তৃতীয় টি-টোয়েন্টি | ৩১ মে |
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ নিয়েও। আগে সিরিজের সূচি দেওয়া হলেও প্রেক্ষাপট বিবেচনায় সূচি বদলাতে হচ্ছে। এবার শোনা যাচ্ছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব ম্যাচ হতে পারে একটি নির্দিষ্ট ভেন্যুতে।
বাংলাদেশ দল বর্তমানে ব্যস্ত আরব আমিরাত সিরিজ নিয়ে। এই সিরিজ শেষেই পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি কেমন হতে পারে, সেই ব্যাপারে পাকিস্তানি সংবাদমাধ্যমে ধারণা পাওয়া গেছে। ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই হতে পারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৭, ২৯ ও ৩১ মে তিন টি-টোয়েন্টির সম্ভাব্য তারিখ। লাহোরের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। তবে সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমে গেলে পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।
নিরাপত্তা ও খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে যদি তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজেই বিসিবি-পিসিবির সমঝোতা হয়, তাহলে চলমান অস্থিরতা কাটিয়ে আবারও মাঠে ফিরতে পারে দুই দেশের ক্রিকেট। সূত্রে জানা গেছে, ২২ মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে পড়েছে বাজেভাবে। আইপিএল-পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল সাময়িক সময়ের জন্য। দুটি টুর্নামেন্টই পুনরায় মাঠে গড়িয়েছে। যেখানে আইপিএলের ফাইনাল হবে ৩ জুন। আর পিএসএল শেষ হবে ২৫ মে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু পিএসএল ফাইনালের কারণে সিরিজটা নিশ্চিতভাবেই পেছাচ্ছে। আগের পাঁচ ম্যাচের সিরিজের সূচি অনুযায়ী তিনটি হওয়ার কথা ছিল লাহোরে। বাকি দুই ম্যাচের ভেন্যু ছিল ফয়সালাবাদ।
প্রথম টি-টোয়েন্টি | ২৭ মে |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ২৯ মে |
তৃতীয় টি-টোয়েন্টি | ৩১ মে |
বৈরী আবহাওয়ার বাধা পেরিয়ে অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। আজ বিকেল ৫টায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তাদের। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে অবতরণের আগেই আবার ফিরে যেতে হয় কলকাতায়। পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ঢাকায় অবতরণ করে বিমান।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহ স্থগিত করা হয়েছিল আইপিএল। তারপর নতুন ভেন্যু ও সূচিতে শুরু হলো লিগ পর্বের বাকি ম্যাচগুলো। তবে প্লে-অফ ও ফাইনালের ভেন্যুতে বদল আসবে ইঙ্গিত দিলেও নির্ধারণ করা হয়নি তখন। অবশেষে আজ প্লে-অফ ও ফাইনালের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২ ঘণ্টা আগেফেডারেশন কাপের ফাইনালের চিত্রই যেন ফিরে এল। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে দুই ভাগে হয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ফাইনাল। এবার প্রিমিয়ার লিগে গতকালও ঘটেছে একই ঘটনা। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচটি ১৮ মিনিটের
৩ ঘণ্টা আগেএই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি নিয়ে তুমুল আলোচনা। ছবিটি হয়তো আপনি এরই মধ্যে দেখে ফেলেছেন। ইতালিয়ান স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো গতকাল সোমবার একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়, দুই শিশু ফুটবল নিয়ে খেলছে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লামিনে ইয়ামালের ভাই ও রাফিনিয়ার ছেলে।’
৪ ঘণ্টা আগে