Ajker Patrika

বৃষ্টি শেষ হতে দেয়নি মোহামেডানের খেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোহামেডানের প্রথম গোলের পর সতীর্থ এমানুয়েল সানডের সঙ্গে গোলদাতা দিয়াবাতের (১০ নম্বর জার্সি) উদ্‌যাপন। ছবি: বাফুফে
মোহামেডানের প্রথম গোলের পর সতীর্থ এমানুয়েল সানডের সঙ্গে গোলদাতা দিয়াবাতের (১০ নম্বর জার্সি) উদ্‌যাপন। ছবি: বাফুফে

ফেডারেশন কাপের ফাইনালের চিত্রই যেন ফিরে এল। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে দুই ভাগে হয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ফাইনাল। এবার প্রিমিয়ার লিগে গতকালও ঘটেছে একই ঘটনা। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচটি ১৮ মিনিটের বেশি চালাতে পারেননি রেফারি। ম্যাচের অবশিষ্ট অংশ হবে আগামীকাল।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়ন তকমা গায়ে নিয়ে খেলতে নামে মোহামেডান। ২৩ বছর পর লিগ নিশ্চিত করেছে তারা। তবে লিগ শেষ হতে বাকি এখনো তাদের তিন ম্যাচ। রহমতগঞ্জের বিপক্ষে সাদা-কালোরা শুরুটাও করে চ্যাম্পিয়নের মতো। যদিও ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর।

ম্যাচের দ্বিতীয় মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। পঞ্চম মিনিটে মোজ্জাফ্ফর মোজাফ্ফরভের পাস ধরে ডান দিয়ে আক্রমণে উঠে ব্যবধান দ্বিগুণ করেন এমানুয়েল সানডে। দ্রুত দুই গোল হজম করলেও আক্রমণে ঠিকই ধার বজায় রাখে রহমতগঞ্জ। দশম মিনিটে নাবীব নেওয়াজ জীবনের ক্রসে নিখুঁত হেডে ব্যবধান কমান স্যামুয়েল বোয়াটেং। এরপর ধীরে ধীরে নেমে আসে আঁধার। একপর্যায়ে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। এর ওপর মাঠে পানিও জমা ছিল বেশ। তাই আর খেলা পুনরায় শুরু করতে পারেননি রেফারি। ২-১ গোলে এগিয়ে থেকে একই ভেন্যুতে আগামীকাল মাঠে নামবে মোহামেডান।

দিনের অপর দুটি ম্যাচ অবশ্য কোনো বাধা ছাড়াই শেষ হয়েছে। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ৭-২ গোলের জয় পেয়েছে তারা। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন রাকিব হোসেন। আসরর গফুরভ, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলামও পান গোলের দেখা। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে বসুন্ধরা। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে জোড়া গোল করেন আসান নিজে ও জাকারিয়া দারবো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত