Ajker Patrika

আইপিএলের ফাইনাল হচ্ছে না কলকাতায়, নতুন ভেন্যু কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ মে ২০২৫, ২১: ১১
আইপিএলের ফাইনাল হচ্ছে না কলকাতায়, নতুন ভেন্যু আহমেদাবাদ। ছবি: এএফপি
আইপিএলের ফাইনাল হচ্ছে না কলকাতায়, নতুন ভেন্যু আহমেদাবাদ। ছবি: এএফপি

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহ স্থগিত করা হয়েছিল আইপিএল। তারপর নতুন ভেন্যু ও সূচিতে শুরু হলো লিগ পর্বের বাকি ম্যাচগুলো। তবে প্লে-অফ ও ফাইনালের ভেন্যুতে বদল আসবে ইঙ্গিত দিলেও নির্ধারণ করা হয়নি তখন। অবশেষে আজ প্লে-অফ ও ফাইনালের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নতুন সূচি অনুযায়ী, ২৯ মে মুল্যানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার। একই মাঠে পরদিন হবে এলিমিনেটর ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ জুন হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আগামী ৩ জুন আহমেদাবাদের এ মাঠেই হবে প্রতিযোগিতার ফাইনাল।

আগের সূচিতে হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল প্লে-অফের ম্যাচগুলো। ইডেন গার্ডেন্সে ২৫ মে হওয়ার কথা ছিল ফাইনাল। পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর পর বদলে যায় পরিকল্পনা। লিগ পর্বের শেষ ম্যাচের ভেন্যুও বদলে গেছে। আগামী ২৭ মে বেঙ্গালুরুতে ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। একই দিনে ম্যাচটি হবে এখন লক্ষ্ণৌ।

এরই মধ্যে চলতি আইপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে বিরাট কোহলির বেঙ্গালুরু, গুজরাট টাইটানস ও পাঞ্জাব কিংস। শেষ চারের বাকি একটি জায়গার লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত