অনলাইন ডেস্ক
স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দেশে শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা করল ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। একটিতে খরচ বেশি, আরেকটিতে কম। বাংলাদেশের গ্রাহকেরা আজ মঙ্গলবার থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন।
স্টারলিংকের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। প্যাকেজ দুটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, স্টারলিংকে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
একটি সংযোগের মাধ্যমে কতগুলো ডিভাইস সংযুক্ত করা যাবে, তা রাউটারের মডেল এবং কনফিগারেশনের ওপর নির্ভর করবে। সাধারণত, স্টারলিংকের স্ট্যান্ডার্ড রাউটার (জেন ২ এবং জেন ৩) একযোগে ১২৮টি পর্যন্ত ডিভাইস সমর্থন করে। জেন ৩ রাউটার ২৩৫টি পর্যন্ত ডিভাইস সমর্থন করতে পারে, অবশ্য এটি স্টারলিংক আনুষ্ঠানিকভাবে করেনি।
স্টারলিংক রাউটারের ক্ষমতা
স্টারলিংকের ডকুমেন্টেশন এবং অ্যাপ অনুসারে, জেন ২ এবং জেন ৩ রাউটার আনুষ্ঠানিকভাবে একসঙ্গে ১২৮টি ডিভাইস সমর্থন করে। তবে, কিছু অনানুষ্ঠানিক দাবি অনুযায়ী, জেন ৩ রাউটার ২৩৫টি পর্যন্ত ডিভাইস সমর্থন করতে পারে। বিশেষায়িত নেটওয়ার্কিং ব্যবস্থা ব্যবহার করে ৮ হাজারটি পর্যন্ত ডিভাইস সমর্থন করা সম্ভব। তবে এর জন্য অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন হয়। আর এটি সাধারণ ব্যবহারের জন্য নয়।
রাউটার ১২৮-২৩৫টি ডিভাইস সমর্থন করলেও, সংযুক্ত ডিভাইসের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের কার্যকারিতা কমে যেতে পারে। কারণ ব্যান্ডউইথ সবার মধ্যে ভাগ হয়ে যায়। সর্বোত্তম পারফরম্যান্সের জন্য, সর্বোচ্চ ক্ষমতার চেয়ে কম ডিভাইস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা-রাত ১১টা) একাধিক ডিভাইসে উচ্চ ব্যান্ডউইথের কার্যক্রম (যেমন স্ট্রিমিং, গেমিং) চালালে সংযোগ ধীরগতির হতে পারে।
থার্ড-পার্টি রাউটার
স্টারলিংক রাউটার বাইপাস করে থার্ড-পার্টি রাউটার বা মেশ সিস্টেম ব্যবহার করলে ডিভাইসের সংখ্যা বাড়ানো সম্ভব। এটি উন্নত বৈশিষ্ট্য যেমন— লোড ব্যালেন্সিং, ভালো কভারেজ এবং আরও বেশি ডিভাইসের সমর্থন দেয়।
স্টারলিংকে ডিভাইস সংযোগ করার পদ্ধতি
ডিভাইস সংযুক্ত করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. স্টারলিংক কিট সেটআপ
২. ওয়াই-ফাই এর মাধ্যমে সংযোগ
৩. ইথারনেটের (কেবল) মাধ্যমে সংযোগ
৪. থার্ড-পার্টি রাউটার বা মেশ সিস্টেম ব্যবহার
৫. পারফরম্যান্স অপটিমাইজেশন
৬. নির্দিষ্ট ডিভাইসের সমস্যা সমাধান
উল্লেখ্য, স্টারলিংক রাউটার ঘরের ভেতরে প্রায় ২ হাজার থেকে ৩ হাজার ২০০ বর্গফুট এলাকা কভারেজ দেয়। ব্যবসা বা বড় নেটওয়ার্কের জন্য স্টারলিংকের এন্টারপ্রাইজ প্ল্যান বা থার্ড-পার্টি প্যাকেজ ব্যবহার করা যেতে পারে।
তবে মধ্যবর্তী বাধা, খারাপ আবহাওয়া (যেমন ভারী বৃষ্টি), বা পিক-আওয়ারে বেশি ডিভাইস ব্যবহৃত হওয়ার কারণে পারফরম্যান্স প্রভাবিত হতে পারে।
আরও খবর পড়ুন:
স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দেশে শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা করল ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। একটিতে খরচ বেশি, আরেকটিতে কম। বাংলাদেশের গ্রাহকেরা আজ মঙ্গলবার থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন।
স্টারলিংকের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। প্যাকেজ দুটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, স্টারলিংকে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
একটি সংযোগের মাধ্যমে কতগুলো ডিভাইস সংযুক্ত করা যাবে, তা রাউটারের মডেল এবং কনফিগারেশনের ওপর নির্ভর করবে। সাধারণত, স্টারলিংকের স্ট্যান্ডার্ড রাউটার (জেন ২ এবং জেন ৩) একযোগে ১২৮টি পর্যন্ত ডিভাইস সমর্থন করে। জেন ৩ রাউটার ২৩৫টি পর্যন্ত ডিভাইস সমর্থন করতে পারে, অবশ্য এটি স্টারলিংক আনুষ্ঠানিকভাবে করেনি।
স্টারলিংক রাউটারের ক্ষমতা
স্টারলিংকের ডকুমেন্টেশন এবং অ্যাপ অনুসারে, জেন ২ এবং জেন ৩ রাউটার আনুষ্ঠানিকভাবে একসঙ্গে ১২৮টি ডিভাইস সমর্থন করে। তবে, কিছু অনানুষ্ঠানিক দাবি অনুযায়ী, জেন ৩ রাউটার ২৩৫টি পর্যন্ত ডিভাইস সমর্থন করতে পারে। বিশেষায়িত নেটওয়ার্কিং ব্যবস্থা ব্যবহার করে ৮ হাজারটি পর্যন্ত ডিভাইস সমর্থন করা সম্ভব। তবে এর জন্য অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন হয়। আর এটি সাধারণ ব্যবহারের জন্য নয়।
রাউটার ১২৮-২৩৫টি ডিভাইস সমর্থন করলেও, সংযুক্ত ডিভাইসের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের কার্যকারিতা কমে যেতে পারে। কারণ ব্যান্ডউইথ সবার মধ্যে ভাগ হয়ে যায়। সর্বোত্তম পারফরম্যান্সের জন্য, সর্বোচ্চ ক্ষমতার চেয়ে কম ডিভাইস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা-রাত ১১টা) একাধিক ডিভাইসে উচ্চ ব্যান্ডউইথের কার্যক্রম (যেমন স্ট্রিমিং, গেমিং) চালালে সংযোগ ধীরগতির হতে পারে।
থার্ড-পার্টি রাউটার
স্টারলিংক রাউটার বাইপাস করে থার্ড-পার্টি রাউটার বা মেশ সিস্টেম ব্যবহার করলে ডিভাইসের সংখ্যা বাড়ানো সম্ভব। এটি উন্নত বৈশিষ্ট্য যেমন— লোড ব্যালেন্সিং, ভালো কভারেজ এবং আরও বেশি ডিভাইসের সমর্থন দেয়।
স্টারলিংকে ডিভাইস সংযোগ করার পদ্ধতি
ডিভাইস সংযুক্ত করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. স্টারলিংক কিট সেটআপ
২. ওয়াই-ফাই এর মাধ্যমে সংযোগ
৩. ইথারনেটের (কেবল) মাধ্যমে সংযোগ
৪. থার্ড-পার্টি রাউটার বা মেশ সিস্টেম ব্যবহার
৫. পারফরম্যান্স অপটিমাইজেশন
৬. নির্দিষ্ট ডিভাইসের সমস্যা সমাধান
উল্লেখ্য, স্টারলিংক রাউটার ঘরের ভেতরে প্রায় ২ হাজার থেকে ৩ হাজার ২০০ বর্গফুট এলাকা কভারেজ দেয়। ব্যবসা বা বড় নেটওয়ার্কের জন্য স্টারলিংকের এন্টারপ্রাইজ প্ল্যান বা থার্ড-পার্টি প্যাকেজ ব্যবহার করা যেতে পারে।
তবে মধ্যবর্তী বাধা, খারাপ আবহাওয়া (যেমন ভারী বৃষ্টি), বা পিক-আওয়ারে বেশি ডিভাইস ব্যবহৃত হওয়ার কারণে পারফরম্যান্স প্রভাবিত হতে পারে।
আরও খবর পড়ুন:
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
১ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১ দিন আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১ দিন আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১ দিন আগে