Ajker Patrika

এবার জয়াসুরিয়াকে আনল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

এবার জয়াসুরিয়াকে আনল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর থেকে পরিবর্তনের হাওয়া বইছে শ্রীলঙ্কা ক্রিকেটে। বোর্ডে আনা হচ্ছে পরিবর্তন। নিয়োগ দেওয়া হচ্ছে অপেক্ষাকৃত তরুণদের। উপুল থারাঙ্গার মতো তরুণকে করা হয়েছে প্রধান নির্বাচক। 

এবার সনাথ জয়াসুরিয়াকে পূর্ণকালীন ‘ক্রিকেট পরামর্শক’ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি)। এক বছর এ দায়িত্ব থাকবেন ‘মাতারা হারিকেন’। গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এমনটাই জানিয়েছে এসএলসি। 

এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ভূমিকায়, জয়াসুরিয়া তাদের জাতীয় কার্যক্রমগুলো যেন সর্বোচ্চ পেশাদারিত্ব অর্জন করে সেটি নিশ্চিত করবেন। উৎকর্ষতা সাধনে সব খেলোয়াড় ও কোচ পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন তিনি।’ 

এছাড়াও জয়াসুরিয়া হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট সব অনুশীলন ও কোচিংয়ের দরকারি সবকিছুর পর্যবেক্ষণে থাকবেন। জাতীয় পর্যায়ে বিশেষ স্কিল প্রোগ্রামও বাস্তবায়ন করার কথা তাঁর। 

অবিলম্বে জয়সুরিয়া তাঁর দায়িত্ব গ্রহণ করবেন এবং কলম্বোতে আরপিআইসিএস-এর হাই পারফরম্যান্স সেন্টারে কাজ শুরু করবেন। বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগে বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় আছে এসএলসি। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি রয়েছে তাদের। এই নিষেধাজ্ঞার তাৎক্ষণিক প্রভাবে সাবেক ক্রিকেটারদের এনে নতুন বোর্ড গঠন করছে এসএলসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত