ক্রীড়া ডেস্ক
২০২৪ আইপিএল নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিনসকে কিনলে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে যান তিনি। দুই ঘণ্টার মধ্যে পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক। স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স।
২০২৪ আইপিএল দিয়ে ৯ বছর পর আইপিএলে ফেরেন তিনি। তবে তাঁর ফেরাটা হয়নি আশানুরূপ। কলকাতা দারুণ ছন্দে থাকলেও স্টার্ক পাননি উইকেটের দেখা। এবারের আইপিএলে এক ইনিংসে খরুচে বোলিংয়ের তালিকায় প্রথম পাঁচের মধ্যে আছে স্টার্কের নাম। ইয়র্কার করতে গিয়ে ফুলটস করে ফেলছেন, কখনোবা স্লটে বল ফেলছেন। ব্যাটাররা শট খেলছেন খুব সহজেই। আজ পর্যন্ত তাঁর ইকোনমি ১২.৫।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৩ মার্চ ফেরার ম্যাচেই স্টার্ক দিয়েছেন ৫৩ রান। তাঁর এমন বেহিসেবি বোলিংয়ে ইডেন গার্ডেনসে কলকাতা নিশ্চিত জেতা ম্যাচ হারতে বসেছিল। কলকাতার দেওয়া ২০৯ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে হায়দরাবাদের দরকার হয় ৩৯ রানের। ১৯তম ওভার বোলিংয়ে এসে স্টার্ক খরচ করেন ২৬ রান। হজম করেছেন ৪ চারটি ছক্কা। শেষ ওভারে হারশিত রানার বীরত্বে কলকাতা ম্যাচ জেতে ৪ রানে।
২৯ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারের মধ্যে ২ ওভার করেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার প্রথম পাওয়ার প্লেতেই দেন ২৪ রান। খেয়েছেন ৩ চার ও ১ ছক্কা। এর মধ্যে কোহলিই ২ চার ও ১ ছক্কা মেরেছেন। কোহলিকেই ১৬তম ওভার বোলিংয়ে এসে বেশ পরীক্ষায় ফেলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের ওভারে ১ চারে বেঙ্গালুরু নিতে পেরেছে ৭ রান। তবে শেষ ওভারে গুবলেট পাকিয়েছেন আবারও। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে খরচ করেন ১৬ রান। এবারের আইপিএলে ৮ ওভারে খরচ করেন ১০০ রান।
প্রথম দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা। স্টার্কের জাতীয় দলের সতীর্থ কামিন্স নেতৃত্ব দিচ্ছেন হায়দরাবাদকে। হায়দরাবাদ পয়েন্ট টেবিলের প্রথম চারের বাইরে থাকলেও কামিন্স তুলনামূলক ভালো খেলছেন। ৩ ম্যাচে ১২ ওভার বোলিং করে ৯৫ রান খরচ করে নেন ৩ উইকেট। ইকোনমি ৮-এরও নিচে।
২০২৪ আইপিএলে খরুচে পাঁচ বোলিং (এক ইনিংসে)
দল ওভার রান উইকেট প্রতিপক্ষ
কেওনা মাফাকা মুম্বাই ৪ ৬৬ ০ হায়দরাবাদ
জেরাল্ড কোয়েটজি মুম্বাই ৪ ৫৭ ১ হায়দরাবাদ
বরুণ চক্রবর্তী কলকাতা ৪ ৫৫ ১ হায়দরাবাদ
মিচেল স্টার্ক মুম্বাই ৪ ৫৩ ০ হায়দরাবাদ
ভুবনেশ্বর কুমার হায়দরাবাদ ৪ ৫৩ ০ মুম্বাই
*৩১ মার্চ চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত
২০২৪ আইপিএল নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিনসকে কিনলে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে যান তিনি। দুই ঘণ্টার মধ্যে পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক। স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স।
২০২৪ আইপিএল দিয়ে ৯ বছর পর আইপিএলে ফেরেন তিনি। তবে তাঁর ফেরাটা হয়নি আশানুরূপ। কলকাতা দারুণ ছন্দে থাকলেও স্টার্ক পাননি উইকেটের দেখা। এবারের আইপিএলে এক ইনিংসে খরুচে বোলিংয়ের তালিকায় প্রথম পাঁচের মধ্যে আছে স্টার্কের নাম। ইয়র্কার করতে গিয়ে ফুলটস করে ফেলছেন, কখনোবা স্লটে বল ফেলছেন। ব্যাটাররা শট খেলছেন খুব সহজেই। আজ পর্যন্ত তাঁর ইকোনমি ১২.৫।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৩ মার্চ ফেরার ম্যাচেই স্টার্ক দিয়েছেন ৫৩ রান। তাঁর এমন বেহিসেবি বোলিংয়ে ইডেন গার্ডেনসে কলকাতা নিশ্চিত জেতা ম্যাচ হারতে বসেছিল। কলকাতার দেওয়া ২০৯ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে হায়দরাবাদের দরকার হয় ৩৯ রানের। ১৯তম ওভার বোলিংয়ে এসে স্টার্ক খরচ করেন ২৬ রান। হজম করেছেন ৪ চারটি ছক্কা। শেষ ওভারে হারশিত রানার বীরত্বে কলকাতা ম্যাচ জেতে ৪ রানে।
২৯ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারের মধ্যে ২ ওভার করেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার প্রথম পাওয়ার প্লেতেই দেন ২৪ রান। খেয়েছেন ৩ চার ও ১ ছক্কা। এর মধ্যে কোহলিই ২ চার ও ১ ছক্কা মেরেছেন। কোহলিকেই ১৬তম ওভার বোলিংয়ে এসে বেশ পরীক্ষায় ফেলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের ওভারে ১ চারে বেঙ্গালুরু নিতে পেরেছে ৭ রান। তবে শেষ ওভারে গুবলেট পাকিয়েছেন আবারও। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে খরচ করেন ১৬ রান। এবারের আইপিএলে ৮ ওভারে খরচ করেন ১০০ রান।
প্রথম দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা। স্টার্কের জাতীয় দলের সতীর্থ কামিন্স নেতৃত্ব দিচ্ছেন হায়দরাবাদকে। হায়দরাবাদ পয়েন্ট টেবিলের প্রথম চারের বাইরে থাকলেও কামিন্স তুলনামূলক ভালো খেলছেন। ৩ ম্যাচে ১২ ওভার বোলিং করে ৯৫ রান খরচ করে নেন ৩ উইকেট। ইকোনমি ৮-এরও নিচে।
২০২৪ আইপিএলে খরুচে পাঁচ বোলিং (এক ইনিংসে)
দল ওভার রান উইকেট প্রতিপক্ষ
কেওনা মাফাকা মুম্বাই ৪ ৬৬ ০ হায়দরাবাদ
জেরাল্ড কোয়েটজি মুম্বাই ৪ ৫৭ ১ হায়দরাবাদ
বরুণ চক্রবর্তী কলকাতা ৪ ৫৫ ১ হায়দরাবাদ
মিচেল স্টার্ক মুম্বাই ৪ ৫৩ ০ হায়দরাবাদ
ভুবনেশ্বর কুমার হায়দরাবাদ ৪ ৫৩ ০ মুম্বাই
*৩১ মার্চ চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
৯ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৪ ঘণ্টা আগে