২০২৪ আইপিএল নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিনসকে কিনলে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে যান তিনি। দুই ঘণ্টার মধ্যে পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক। স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স।
২০২৪ আইপিএল দিয়ে ৯ বছর পর আইপিএলে ফেরেন তিনি। তবে তাঁর ফেরাটা হয়নি আশানুরূপ। কলকাতা দারুণ ছন্দে থাকলেও স্টার্ক পাননি উইকেটের দেখা। এবারের আইপিএলে এক ইনিংসে খরুচে বোলিংয়ের তালিকায় প্রথম পাঁচের মধ্যে আছে স্টার্কের নাম। ইয়র্কার করতে গিয়ে ফুলটস করে ফেলছেন, কখনোবা স্লটে বল ফেলছেন। ব্যাটাররা শট খেলছেন খুব সহজেই। আজ পর্যন্ত তাঁর ইকোনমি ১২.৫।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৩ মার্চ ফেরার ম্যাচেই স্টার্ক দিয়েছেন ৫৩ রান। তাঁর এমন বেহিসেবি বোলিংয়ে ইডেন গার্ডেনসে কলকাতা নিশ্চিত জেতা ম্যাচ হারতে বসেছিল। কলকাতার দেওয়া ২০৯ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে হায়দরাবাদের দরকার হয় ৩৯ রানের। ১৯তম ওভার বোলিংয়ে এসে স্টার্ক খরচ করেন ২৬ রান। হজম করেছেন ৪ চারটি ছক্কা। শেষ ওভারে হারশিত রানার বীরত্বে কলকাতা ম্যাচ জেতে ৪ রানে।
২৯ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারের মধ্যে ২ ওভার করেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার প্রথম পাওয়ার প্লেতেই দেন ২৪ রান। খেয়েছেন ৩ চার ও ১ ছক্কা। এর মধ্যে কোহলিই ২ চার ও ১ ছক্কা মেরেছেন। কোহলিকেই ১৬তম ওভার বোলিংয়ে এসে বেশ পরীক্ষায় ফেলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের ওভারে ১ চারে বেঙ্গালুরু নিতে পেরেছে ৭ রান। তবে শেষ ওভারে গুবলেট পাকিয়েছেন আবারও। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে খরচ করেন ১৬ রান। এবারের আইপিএলে ৮ ওভারে খরচ করেন ১০০ রান।
প্রথম দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা। স্টার্কের জাতীয় দলের সতীর্থ কামিন্স নেতৃত্ব দিচ্ছেন হায়দরাবাদকে। হায়দরাবাদ পয়েন্ট টেবিলের প্রথম চারের বাইরে থাকলেও কামিন্স তুলনামূলক ভালো খেলছেন। ৩ ম্যাচে ১২ ওভার বোলিং করে ৯৫ রান খরচ করে নেন ৩ উইকেট। ইকোনমি ৮-এরও নিচে।
২০২৪ আইপিএলে খরুচে পাঁচ বোলিং (এক ইনিংসে)
দল ওভার রান উইকেট প্রতিপক্ষ
কেওনা মাফাকা মুম্বাই ৪ ৬৬ ০ হায়দরাবাদ
জেরাল্ড কোয়েটজি মুম্বাই ৪ ৫৭ ১ হায়দরাবাদ
বরুণ চক্রবর্তী কলকাতা ৪ ৫৫ ১ হায়দরাবাদ
মিচেল স্টার্ক মুম্বাই ৪ ৫৩ ০ হায়দরাবাদ
ভুবনেশ্বর কুমার হায়দরাবাদ ৪ ৫৩ ০ মুম্বাই
*৩১ মার্চ চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত
২০২৪ আইপিএল নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিনসকে কিনলে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে যান তিনি। দুই ঘণ্টার মধ্যে পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক। স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স।
২০২৪ আইপিএল দিয়ে ৯ বছর পর আইপিএলে ফেরেন তিনি। তবে তাঁর ফেরাটা হয়নি আশানুরূপ। কলকাতা দারুণ ছন্দে থাকলেও স্টার্ক পাননি উইকেটের দেখা। এবারের আইপিএলে এক ইনিংসে খরুচে বোলিংয়ের তালিকায় প্রথম পাঁচের মধ্যে আছে স্টার্কের নাম। ইয়র্কার করতে গিয়ে ফুলটস করে ফেলছেন, কখনোবা স্লটে বল ফেলছেন। ব্যাটাররা শট খেলছেন খুব সহজেই। আজ পর্যন্ত তাঁর ইকোনমি ১২.৫।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৩ মার্চ ফেরার ম্যাচেই স্টার্ক দিয়েছেন ৫৩ রান। তাঁর এমন বেহিসেবি বোলিংয়ে ইডেন গার্ডেনসে কলকাতা নিশ্চিত জেতা ম্যাচ হারতে বসেছিল। কলকাতার দেওয়া ২০৯ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে হায়দরাবাদের দরকার হয় ৩৯ রানের। ১৯তম ওভার বোলিংয়ে এসে স্টার্ক খরচ করেন ২৬ রান। হজম করেছেন ৪ চারটি ছক্কা। শেষ ওভারে হারশিত রানার বীরত্বে কলকাতা ম্যাচ জেতে ৪ রানে।
২৯ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারের মধ্যে ২ ওভার করেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার প্রথম পাওয়ার প্লেতেই দেন ২৪ রান। খেয়েছেন ৩ চার ও ১ ছক্কা। এর মধ্যে কোহলিই ২ চার ও ১ ছক্কা মেরেছেন। কোহলিকেই ১৬তম ওভার বোলিংয়ে এসে বেশ পরীক্ষায় ফেলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের ওভারে ১ চারে বেঙ্গালুরু নিতে পেরেছে ৭ রান। তবে শেষ ওভারে গুবলেট পাকিয়েছেন আবারও। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে খরচ করেন ১৬ রান। এবারের আইপিএলে ৮ ওভারে খরচ করেন ১০০ রান।
প্রথম দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা। স্টার্কের জাতীয় দলের সতীর্থ কামিন্স নেতৃত্ব দিচ্ছেন হায়দরাবাদকে। হায়দরাবাদ পয়েন্ট টেবিলের প্রথম চারের বাইরে থাকলেও কামিন্স তুলনামূলক ভালো খেলছেন। ৩ ম্যাচে ১২ ওভার বোলিং করে ৯৫ রান খরচ করে নেন ৩ উইকেট। ইকোনমি ৮-এরও নিচে।
২০২৪ আইপিএলে খরুচে পাঁচ বোলিং (এক ইনিংসে)
দল ওভার রান উইকেট প্রতিপক্ষ
কেওনা মাফাকা মুম্বাই ৪ ৬৬ ০ হায়দরাবাদ
জেরাল্ড কোয়েটজি মুম্বাই ৪ ৫৭ ১ হায়দরাবাদ
বরুণ চক্রবর্তী কলকাতা ৪ ৫৫ ১ হায়দরাবাদ
মিচেল স্টার্ক মুম্বাই ৪ ৫৩ ০ হায়দরাবাদ
ভুবনেশ্বর কুমার হায়দরাবাদ ৪ ৫৩ ০ মুম্বাই
*৩১ মার্চ চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত
জিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এরপরও জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।
১ সেকেন্ড আগেআগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে কাগজে কলমে বাংলাদেশই ফেবারিট। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের। এই তালিকার তলানি তথা ১২তম অবস্থানে জিম্বাবুয়ে। তবে মাঠে লড়াই শুরুর আগে বাংলাদেশকে নিয়ে ভয় পেতে চায় না জিম্বাবুয়ে।
৩০ মিনিট আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাই জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিপ
১ ঘণ্টা আগেবাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই যুগ ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে সময় লেগেছিল চার বছরের বেশি। এই দীর্ঘ পথচলায় টেস্টে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলকে হারানোর কিছু সাফল্য এসেছে
২ ঘণ্টা আগে