অধিনায়কত্ব ছেড়ে খেলোয়াড় হিসেবে থাকার সিদ্ধান্ত গতকাল নিয়েছেন তামিম ইকবাল। দলের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। পরের দিনই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। ওয়ানডেতে অধিনায়ক তামিম থাকবেন কি না, সেই আলোচনা চলছিল গত এক মাস। গতকাল বিসিবির সঙ্গে জরুরি বৈঠকে তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েই দিয়েছেন। স্বার্থপর হতে চাননি দেখে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত তামিম নিয়েছেন, ‘এটা খুবই স্বার্থপর কাজ হতো যদি অধিনায়ক হিসেবে থেকে যেতাম। যারা আমাকে চেনেন, জানেন, নিজের ওপরে দলকে রাখি।’
হাইব্রিড মডেলে ২০২৩ এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ আগস্ট। আর এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপে খেলছেন না তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি সভায় তামিমের চিকিৎসার ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘তামিমের যে চোটের ইস্যু আছে, তাতে সে প্রায় এক বছর ধরেই ভুগছে। চিকিৎসা করিয়েছে। সম্প্রতি যে লন্ডনে ধরা পড়েছে যে তার কোমড়ের এল ফোর এবং এল ফাইভ অংশে ত্রুটি ধরা পড়েছে। সেখান থেকে ব্যাথা হয়। সেখানে ইনজেকশনের একটা অপশন ছিল সেখানে নার্ভটা ব্লক করে দুই দিন তারা দেখেছে ইনজেকশনের প্রভাব কি থাকে। এরপরও কিছু ব্যাথা ছিল। এরপর দ্বিতীয় ইনজেকশন দেওয়ার ফলে আরও দুইদিন অপেক্ষা করতে হয়। এরপর কিছু ব্যাথা কমেছে।এখন যে চিকিৎসা সেটা হল ২৮ জুলাই থেকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এখানে কাল (আজ) পর্যন্ত এক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম। এরপর ১১ তারিখ পর্যন্ত হালকা রিহ্যাব। দুই সপ্তাহ এখানে চলে যাবে। খেলার মতো না হলেও তাকে নিয়ে আস্তে আস্তে কাজ করা হবে। এই সময়ে আরও দুই সপ্তাহ চলে যাবে তার নেটে আসতে।’
অধিনায়কত্ব ছেড়ে খেলোয়াড় হিসেবে থাকার সিদ্ধান্ত গতকাল নিয়েছেন তামিম ইকবাল। দলের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। পরের দিনই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। ওয়ানডেতে অধিনায়ক তামিম থাকবেন কি না, সেই আলোচনা চলছিল গত এক মাস। গতকাল বিসিবির সঙ্গে জরুরি বৈঠকে তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েই দিয়েছেন। স্বার্থপর হতে চাননি দেখে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত তামিম নিয়েছেন, ‘এটা খুবই স্বার্থপর কাজ হতো যদি অধিনায়ক হিসেবে থেকে যেতাম। যারা আমাকে চেনেন, জানেন, নিজের ওপরে দলকে রাখি।’
হাইব্রিড মডেলে ২০২৩ এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ আগস্ট। আর এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপে খেলছেন না তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি সভায় তামিমের চিকিৎসার ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘তামিমের যে চোটের ইস্যু আছে, তাতে সে প্রায় এক বছর ধরেই ভুগছে। চিকিৎসা করিয়েছে। সম্প্রতি যে লন্ডনে ধরা পড়েছে যে তার কোমড়ের এল ফোর এবং এল ফাইভ অংশে ত্রুটি ধরা পড়েছে। সেখান থেকে ব্যাথা হয়। সেখানে ইনজেকশনের একটা অপশন ছিল সেখানে নার্ভটা ব্লক করে দুই দিন তারা দেখেছে ইনজেকশনের প্রভাব কি থাকে। এরপরও কিছু ব্যাথা ছিল। এরপর দ্বিতীয় ইনজেকশন দেওয়ার ফলে আরও দুইদিন অপেক্ষা করতে হয়। এরপর কিছু ব্যাথা কমেছে।এখন যে চিকিৎসা সেটা হল ২৮ জুলাই থেকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এখানে কাল (আজ) পর্যন্ত এক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম। এরপর ১১ তারিখ পর্যন্ত হালকা রিহ্যাব। দুই সপ্তাহ এখানে চলে যাবে। খেলার মতো না হলেও তাকে নিয়ে আস্তে আস্তে কাজ করা হবে। এই সময়ে আরও দুই সপ্তাহ চলে যাবে তার নেটে আসতে।’
সমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৪ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
৪ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৫ ঘণ্টা আগে