নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘদিন ধরেই তামিম কোমরের সমস্যায় ভুগছিলেন। তাঁর সমস্যা মেরুদণ্ডের কোমরের দিকের অংশে। এটি প্রথমবার তিনি অনুভব করেন ২০২২ সালের শেষ দিকে। তখন বিসিবির মেডিকেল বা চিকিৎসা বিভাগকে তিনি জানিয়েছিলেনও। সর্বশেষ লন্ডনে আবার সেটারই চিকিৎসা করিয়ে এসেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ স্বীকার করেই নিয়েছেন, যথাযথ চিকিৎসা হয়নি তামিমের।
পাপন কীভাবে জানতে পারেন চোটের আদ্যন্ত, গতকাল সেটিই সংবাদমাধ্যমকে বলছেন, ‘প্রথম কথা হচ্ছে, তামিম কিন্তু ঢাকা থেকে এমআরআই, স্ক্যান করেছে। আমার জানা মতে ভারতে, ব্যাংককে করেছে। নিজ থেকে লন্ডনে করিয়েছে। ওর অনেকবারই করা হয়েছে। এবার প্রথম দুবাই থেকে সে একটা রিপোর্ট পাঠিয়েছে আমাকে। ওই রিপোর্টে প্রথম আমি দেখি ওর একটা সমস্যা আছে। প্রথমেই ওকে বলেছি, তুমি (সিনিয়র চিকিৎসক) দেবাশীষসহ আমাকে তিনজন এক সঙ্গে কনফারেন্স করে বলো, আমাকে কেন এটা (আগে) বলা হলো না?’
পাপনের পাশেই থাকা তামিম যোগ করলেন, ‘২০২২ সালের নভেম্বরে আমার সমস্যাটা পাপন ভাইকে জানিয়েছিলাম। আমি আগে কখনো রিপোর্ট পাপন ভাইকে পাঠাইনি। (চার-পাঁচ দিন আগে) যখন প্রথম পাঠাই, তখন তিনি জানতে চাইলেন, আমাকে আগে কেন জানানো হয়নি? এটা নিয়ে আজ অনেক আলোচনা করেছি। এটা আর কারও সঙ্গে হওয়া উচিত না।’
পাপন এখানে হতবাকই হয়েছেন। বললেন, ‘আমার তো মেজাজই গরম হয়ে গেল ওর কাছ থেকে রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আরও তদন্ত করে বের করা দরকার। যেভাবে আমাদের উপস্থাপনা করা হয়েছে, বাস্তবতার সঙ্গে পার্থক্য আছে। ভবিষ্যতে যেন এটা আর না হয়, সেটা নিয়ে বসব। ২০২২ সালে যদি এটা হয়ে থাকে,এত দিনে ভালো হয়ে যাওয়ার কথা, যদি ঠিকঠাক চিকিৎসা হলে। কোনো না কোনা ভাবে এটা নিয়ে অবহেলা করা হয়েছে। এ কারণে আজ এত দিন পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে এটা আমাদের শুনতে হচ্ছে। আগে থেকে শুনলে এমনটা হয়তো হতো না।’
২৫ জুলাই লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন তামিম। সেখানে ব্যথানাশক ইনজেকশন নিয়ে দুইদিন পর্যবেক্ষণ ছিলেন। পর্যবেক্ষণের পর ভালো বোধ করা তামিম গত সোমবার চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরেছেন। আর আজ পাপনের বাসায় বিসিবির সঙ্গে জরুরি বৈঠকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম।পুরোপুরি ফিট না হওয়ায় খেলছেন না এশিয়া কাপ।
দীর্ঘদিন ধরেই তামিম কোমরের সমস্যায় ভুগছিলেন। তাঁর সমস্যা মেরুদণ্ডের কোমরের দিকের অংশে। এটি প্রথমবার তিনি অনুভব করেন ২০২২ সালের শেষ দিকে। তখন বিসিবির মেডিকেল বা চিকিৎসা বিভাগকে তিনি জানিয়েছিলেনও। সর্বশেষ লন্ডনে আবার সেটারই চিকিৎসা করিয়ে এসেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ স্বীকার করেই নিয়েছেন, যথাযথ চিকিৎসা হয়নি তামিমের।
পাপন কীভাবে জানতে পারেন চোটের আদ্যন্ত, গতকাল সেটিই সংবাদমাধ্যমকে বলছেন, ‘প্রথম কথা হচ্ছে, তামিম কিন্তু ঢাকা থেকে এমআরআই, স্ক্যান করেছে। আমার জানা মতে ভারতে, ব্যাংককে করেছে। নিজ থেকে লন্ডনে করিয়েছে। ওর অনেকবারই করা হয়েছে। এবার প্রথম দুবাই থেকে সে একটা রিপোর্ট পাঠিয়েছে আমাকে। ওই রিপোর্টে প্রথম আমি দেখি ওর একটা সমস্যা আছে। প্রথমেই ওকে বলেছি, তুমি (সিনিয়র চিকিৎসক) দেবাশীষসহ আমাকে তিনজন এক সঙ্গে কনফারেন্স করে বলো, আমাকে কেন এটা (আগে) বলা হলো না?’
পাপনের পাশেই থাকা তামিম যোগ করলেন, ‘২০২২ সালের নভেম্বরে আমার সমস্যাটা পাপন ভাইকে জানিয়েছিলাম। আমি আগে কখনো রিপোর্ট পাপন ভাইকে পাঠাইনি। (চার-পাঁচ দিন আগে) যখন প্রথম পাঠাই, তখন তিনি জানতে চাইলেন, আমাকে আগে কেন জানানো হয়নি? এটা নিয়ে আজ অনেক আলোচনা করেছি। এটা আর কারও সঙ্গে হওয়া উচিত না।’
পাপন এখানে হতবাকই হয়েছেন। বললেন, ‘আমার তো মেজাজই গরম হয়ে গেল ওর কাছ থেকে রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আরও তদন্ত করে বের করা দরকার। যেভাবে আমাদের উপস্থাপনা করা হয়েছে, বাস্তবতার সঙ্গে পার্থক্য আছে। ভবিষ্যতে যেন এটা আর না হয়, সেটা নিয়ে বসব। ২০২২ সালে যদি এটা হয়ে থাকে,এত দিনে ভালো হয়ে যাওয়ার কথা, যদি ঠিকঠাক চিকিৎসা হলে। কোনো না কোনা ভাবে এটা নিয়ে অবহেলা করা হয়েছে। এ কারণে আজ এত দিন পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে এটা আমাদের শুনতে হচ্ছে। আগে থেকে শুনলে এমনটা হয়তো হতো না।’
২৫ জুলাই লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন তামিম। সেখানে ব্যথানাশক ইনজেকশন নিয়ে দুইদিন পর্যবেক্ষণ ছিলেন। পর্যবেক্ষণের পর ভালো বোধ করা তামিম গত সোমবার চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরেছেন। আর আজ পাপনের বাসায় বিসিবির সঙ্গে জরুরি বৈঠকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম।পুরোপুরি ফিট না হওয়ায় খেলছেন না এশিয়া কাপ।
সমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৪৩ মিনিট আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৪ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
৪ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৫ ঘণ্টা আগে