Ajker Patrika

তাসকিন-হৃদয়দের সেই দলের চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৬: ৩৬
লঙ্কা লিগে তাসকিন-হৃদয়ের দুই দলের সঙ্গে চুক্তি বাতিল শ্রীলঙ্কার। ছবি: ক্রিকইনফো
লঙ্কা লিগে তাসকিন-হৃদয়ের দুই দলের সঙ্গে চুক্তি বাতিল শ্রীলঙ্কার। ছবি: ক্রিকইনফো

বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করার কথা গত রাতে এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে। চুক্তি বাতিলের কারণ হিসেবে এসএলসি বলেছে, ‘চুক্তির ব্যাপারে তাদের যে দায়দায়িত্ব ছিল, সেটা পূরণে তারা ব্যর্থ হয়েছে।’ কেন এই দুই ফ্র্যাঞ্চাইজি ব্যর্থ, সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি এসএলসি। বোর্ড আরও বলেছে, ‘এসএলসি ও আইপিজি গ্রুপ (এলপিএলের আয়োজক কমিটি) এলপিএলের শুদ্ধতা ও সঠিক মানদণ্ড ধরে রাখতে কাজ করে যাচ্ছে।’ ২০২৩ সালে এলপিএলে হৃদয়ের অভিষেক হয়েছিল জাফনা কিংসের হয়েই। আর তাসকিন গতবার খেলেছেন কলম্বো স্ট্রাইকার্সে।

এলপিএলে কলম্বো, জাফনা দুই দলের মালিকানা বাতিল যাওয়ায় ২০২৪ এর কোন দলই আর থাকছে না। গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনস – এই তিনটির বর্তমান মালিকেরাও গত বছর নতুন করে যুক্ত হয়েছিলেন। আর ২০২৫ এলপিএল শুরুর তারিখ কিংবা ড্রাফট নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি এসএলসি।

২০২৪ সালে আয়োজিত সবশেষ এলপিএলে বাংলাদেশের ৪ ক্রিকেটার খেলেছিলেন। হৃদয় ও মোস্তাফিজুর রহমান খেলেন ডাম্বুলা সিক্সার্সে। তাসকিনের দল ছিল কলম্বো স্ট্রাইকার্স। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলেন শরীফুল ইসলাম।

এখন পর্যন্ত পাঁচবার হয়েছে এলপিএল। যাদের মধ্যে জাফনা কিংস ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী। দ্বিতীয় এলপিএল থেকে পঞ্চম এলপিএল পর্যন্ত তারা টুর্নামেন্টের অংশ ছিল। এলপিএলের ইতিহাসে সফল দল জাফনা। পাঁচবারের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে। যার মধ্যে তিন বারই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা কিংস নামে। অন্যদিকে কলম্বো চতুর্থবারের মতো মালিকানা পরিবর্তন করতে যাচ্ছে। এই দলটি এর আগে কলম্বো কিংস ও কলম্বো স্টার্স নামেও এলপিএলে খেলেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত