ক্রীড়া ডেস্ক
বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করার কথা গত রাতে এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে। চুক্তি বাতিলের কারণ হিসেবে এসএলসি বলেছে, ‘চুক্তির ব্যাপারে তাদের যে দায়দায়িত্ব ছিল, সেটা পূরণে তারা ব্যর্থ হয়েছে।’ কেন এই দুই ফ্র্যাঞ্চাইজি ব্যর্থ, সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি এসএলসি। বোর্ড আরও বলেছে, ‘এসএলসি ও আইপিজি গ্রুপ (এলপিএলের আয়োজক কমিটি) এলপিএলের শুদ্ধতা ও সঠিক মানদণ্ড ধরে রাখতে কাজ করে যাচ্ছে।’ ২০২৩ সালে এলপিএলে হৃদয়ের অভিষেক হয়েছিল জাফনা কিংসের হয়েই। আর তাসকিন গতবার খেলেছেন কলম্বো স্ট্রাইকার্সে।
এলপিএলে কলম্বো, জাফনা দুই দলের মালিকানা বাতিল যাওয়ায় ২০২৪ এর কোন দলই আর থাকছে না। গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনস – এই তিনটির বর্তমান মালিকেরাও গত বছর নতুন করে যুক্ত হয়েছিলেন। আর ২০২৫ এলপিএল শুরুর তারিখ কিংবা ড্রাফট নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি এসএলসি।
২০২৪ সালে আয়োজিত সবশেষ এলপিএলে বাংলাদেশের ৪ ক্রিকেটার খেলেছিলেন। হৃদয় ও মোস্তাফিজুর রহমান খেলেন ডাম্বুলা সিক্সার্সে। তাসকিনের দল ছিল কলম্বো স্ট্রাইকার্স। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলেন শরীফুল ইসলাম।
এখন পর্যন্ত পাঁচবার হয়েছে এলপিএল। যাদের মধ্যে জাফনা কিংস ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী। দ্বিতীয় এলপিএল থেকে পঞ্চম এলপিএল পর্যন্ত তারা টুর্নামেন্টের অংশ ছিল। এলপিএলের ইতিহাসে সফল দল জাফনা। পাঁচবারের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে। যার মধ্যে তিন বারই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা কিংস নামে। অন্যদিকে কলম্বো চতুর্থবারের মতো মালিকানা পরিবর্তন করতে যাচ্ছে। এই দলটি এর আগে কলম্বো কিংস ও কলম্বো স্টার্স নামেও এলপিএলে খেলেছিল।
বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করার কথা গত রাতে এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে। চুক্তি বাতিলের কারণ হিসেবে এসএলসি বলেছে, ‘চুক্তির ব্যাপারে তাদের যে দায়দায়িত্ব ছিল, সেটা পূরণে তারা ব্যর্থ হয়েছে।’ কেন এই দুই ফ্র্যাঞ্চাইজি ব্যর্থ, সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি এসএলসি। বোর্ড আরও বলেছে, ‘এসএলসি ও আইপিজি গ্রুপ (এলপিএলের আয়োজক কমিটি) এলপিএলের শুদ্ধতা ও সঠিক মানদণ্ড ধরে রাখতে কাজ করে যাচ্ছে।’ ২০২৩ সালে এলপিএলে হৃদয়ের অভিষেক হয়েছিল জাফনা কিংসের হয়েই। আর তাসকিন গতবার খেলেছেন কলম্বো স্ট্রাইকার্সে।
এলপিএলে কলম্বো, জাফনা দুই দলের মালিকানা বাতিল যাওয়ায় ২০২৪ এর কোন দলই আর থাকছে না। গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনস – এই তিনটির বর্তমান মালিকেরাও গত বছর নতুন করে যুক্ত হয়েছিলেন। আর ২০২৫ এলপিএল শুরুর তারিখ কিংবা ড্রাফট নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি এসএলসি।
২০২৪ সালে আয়োজিত সবশেষ এলপিএলে বাংলাদেশের ৪ ক্রিকেটার খেলেছিলেন। হৃদয় ও মোস্তাফিজুর রহমান খেলেন ডাম্বুলা সিক্সার্সে। তাসকিনের দল ছিল কলম্বো স্ট্রাইকার্স। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলেন শরীফুল ইসলাম।
এখন পর্যন্ত পাঁচবার হয়েছে এলপিএল। যাদের মধ্যে জাফনা কিংস ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী। দ্বিতীয় এলপিএল থেকে পঞ্চম এলপিএল পর্যন্ত তারা টুর্নামেন্টের অংশ ছিল। এলপিএলের ইতিহাসে সফল দল জাফনা। পাঁচবারের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে। যার মধ্যে তিন বারই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা কিংস নামে। অন্যদিকে কলম্বো চতুর্থবারের মতো মালিকানা পরিবর্তন করতে যাচ্ছে। এই দলটি এর আগে কলম্বো কিংস ও কলম্বো স্টার্স নামেও এলপিএলে খেলেছিল।
বাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১০ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১০ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
১২ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
১৩ ঘণ্টা আগে