আইপিএলের নিলামকে পাখির চোখ করেন না এমন ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম। মুদ্রার অন্য পিঠে দেখলে, সুযোগ পেয়ে নাম সরিয়ে নেওয়ার সংখ্যাও কম নয়। কদিন আগেই জৈব সুরক্ষাবলয় থেকে দূরে থাকতে আইপিএল থেকে নাম সরিয়ে নেন জেসন রয়। তাঁর বদলি হিসেবে পরে আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে দলে নেয় গুজরাট টাইটানস।
স্বদেশি রয়ের পথেই হাঁটলেন অ্যালেক্স হেলস। নিলাম থেকে ১ কোটি রুপিতে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। জৈব সুরক্ষাবলয়ের ধকল সামলানো থেকে রেহাই পেতে আইপিএল থেকে সরে গেছেন এই ইংলিশ। তাঁর জায়গা পূরণ করতে অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নিয়েছে কলকাতা। আগামী আইপিএলে সুযোগ না পেয়ে কদিন আগে কিছুটা আক্ষেপের স্বরেই ফিঞ্চ বলছিলেন, দলগুলো যে মানের খেলোয়াড় চাইছে, এই মুহূর্তে তিনি হয়তো ওই অবস্থানে নেই। সুযোগ পেলে ভালো লাগত। নিয়তি ফিঞ্চকে হতাশ করেনি।
আগামী ২৬ মার্চ আইপিএলের ১৫তম আসরের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। ফিঞ্চের এটি নবম আইপিএল। মজার ব্যাপার হচ্ছে, এক মৌসুমের বেশি কোনো দলের সঙ্গেই থাকতে পারেননি তিনি। শুরুটা রাজস্থান রয়্যালসের সঙ্গে, ২০১০ সালে। এরপর মৌসুম বদলের সমানুপাতে ফ্র্যাঞ্চাইজিও বদল হয়েছে ফিঞ্চের।
দিল্লি ডেয়ারডেভিলস থেকে পুনে ওয়ারিয়র্স হয়ে এবার কলকাতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ফিঞ্চ। প্রতি মৌসুমে ফিঞ্চের দলবদল মনে করিয়ে দিচ্ছে মুশফিকুর রহিমকে। আইপিএলের উৎপত্তি ধরে ২০১২ সালে শুরু হওয়া বিপিএলে মুশফিক যে ফিঞ্চের ছায়াকে তাড়া করছেন। দুরন্ত রাজশাহীর হয়ে শুরু সর্বশেষ বিপিএলে মুশফিক খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে।
গত মাসে শেষ হওয়া বিপিএলের অষ্টম আসর নিয়ে ভিন্ন ছয়টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মুশফিক। বারবার দলবদল হলেও শিরোপা ভাগ্যের শিকে ছেঁড়েনি মুশফিকের। এখানে অবশ্য নিজেকে বেশ ভাগ্যবান ভাবতে পারেন ফিঞ্চ, অন্তত একবার আইপিএলের শিরোপা জেতার সৌভাগ্য হয়েছে তাঁর। ২০১৫ আইপিএলে চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতে মুম্বাই ইন্ডিয়ানস। ওই মৌসুমে আইপিএলের সবচেয়ে সফল দলটির হয়ে খেলেছিলেন ফিঞ্চ। তা হোক, দল বদলে ফিঞ্চকে আইপিএলের ‘মুশফিক’ বলাই যায়!
আইপিএলের নিলামকে পাখির চোখ করেন না এমন ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম। মুদ্রার অন্য পিঠে দেখলে, সুযোগ পেয়ে নাম সরিয়ে নেওয়ার সংখ্যাও কম নয়। কদিন আগেই জৈব সুরক্ষাবলয় থেকে দূরে থাকতে আইপিএল থেকে নাম সরিয়ে নেন জেসন রয়। তাঁর বদলি হিসেবে পরে আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে দলে নেয় গুজরাট টাইটানস।
স্বদেশি রয়ের পথেই হাঁটলেন অ্যালেক্স হেলস। নিলাম থেকে ১ কোটি রুপিতে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। জৈব সুরক্ষাবলয়ের ধকল সামলানো থেকে রেহাই পেতে আইপিএল থেকে সরে গেছেন এই ইংলিশ। তাঁর জায়গা পূরণ করতে অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নিয়েছে কলকাতা। আগামী আইপিএলে সুযোগ না পেয়ে কদিন আগে কিছুটা আক্ষেপের স্বরেই ফিঞ্চ বলছিলেন, দলগুলো যে মানের খেলোয়াড় চাইছে, এই মুহূর্তে তিনি হয়তো ওই অবস্থানে নেই। সুযোগ পেলে ভালো লাগত। নিয়তি ফিঞ্চকে হতাশ করেনি।
আগামী ২৬ মার্চ আইপিএলের ১৫তম আসরের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। ফিঞ্চের এটি নবম আইপিএল। মজার ব্যাপার হচ্ছে, এক মৌসুমের বেশি কোনো দলের সঙ্গেই থাকতে পারেননি তিনি। শুরুটা রাজস্থান রয়্যালসের সঙ্গে, ২০১০ সালে। এরপর মৌসুম বদলের সমানুপাতে ফ্র্যাঞ্চাইজিও বদল হয়েছে ফিঞ্চের।
দিল্লি ডেয়ারডেভিলস থেকে পুনে ওয়ারিয়র্স হয়ে এবার কলকাতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ফিঞ্চ। প্রতি মৌসুমে ফিঞ্চের দলবদল মনে করিয়ে দিচ্ছে মুশফিকুর রহিমকে। আইপিএলের উৎপত্তি ধরে ২০১২ সালে শুরু হওয়া বিপিএলে মুশফিক যে ফিঞ্চের ছায়াকে তাড়া করছেন। দুরন্ত রাজশাহীর হয়ে শুরু সর্বশেষ বিপিএলে মুশফিক খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে।
গত মাসে শেষ হওয়া বিপিএলের অষ্টম আসর নিয়ে ভিন্ন ছয়টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মুশফিক। বারবার দলবদল হলেও শিরোপা ভাগ্যের শিকে ছেঁড়েনি মুশফিকের। এখানে অবশ্য নিজেকে বেশ ভাগ্যবান ভাবতে পারেন ফিঞ্চ, অন্তত একবার আইপিএলের শিরোপা জেতার সৌভাগ্য হয়েছে তাঁর। ২০১৫ আইপিএলে চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতে মুম্বাই ইন্ডিয়ানস। ওই মৌসুমে আইপিএলের সবচেয়ে সফল দলটির হয়ে খেলেছিলেন ফিঞ্চ। তা হোক, দল বদলে ফিঞ্চকে আইপিএলের ‘মুশফিক’ বলাই যায়!
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১২ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১৪ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১৪ ঘণ্টা আগে