Ajker Patrika

ফিঞ্চ যেন আইপিএলের ‘মুশফিক’

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৪: ১৫
ফিঞ্চ যেন আইপিএলের ‘মুশফিক’

আইপিএলের নিলামকে পাখির চোখ করেন না এমন ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম। মুদ্রার অন্য পিঠে দেখলে, সুযোগ পেয়ে নাম সরিয়ে নেওয়ার সংখ্যাও কম নয়। কদিন আগেই জৈব সুরক্ষাবলয় থেকে দূরে থাকতে আইপিএল থেকে নাম সরিয়ে নেন জেসন রয়। তাঁর বদলি হিসেবে পরে আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে দলে নেয় গুজরাট টাইটানস। 

স্বদেশি রয়ের পথেই হাঁটলেন অ্যালেক্স হেলস। নিলাম থেকে ১ কোটি রুপিতে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। জৈব সুরক্ষাবলয়ের ধকল সামলানো থেকে রেহাই পেতে আইপিএল থেকে সরে গেছেন এই ইংলিশ। তাঁর জায়গা পূরণ করতে অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নিয়েছে কলকাতা। আগামী আইপিএলে সুযোগ না পেয়ে কদিন আগে কিছুটা আক্ষেপের স্বরেই ফিঞ্চ বলছিলেন, দলগুলো যে মানের খেলোয়াড় চাইছে, এই মুহূর্তে তিনি হয়তো ওই অবস্থানে নেই। সুযোগ পেলে ভালো লাগত। নিয়তি ফিঞ্চকে হতাশ করেনি। 

এক মৌসুমের বেশি কোনো দলের সঙ্গেই থাকতে পারেননি অ্যারন ফিঞ্চআগামী ২৬ মার্চ আইপিএলের ১৫তম আসরের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। ফিঞ্চের এটি নবম আইপিএল। মজার ব্যাপার হচ্ছে, এক মৌসুমের বেশি কোনো দলের সঙ্গেই থাকতে পারেননি তিনি। শুরুটা রাজস্থান রয়্যালসের সঙ্গে, ২০১০ সালে। এরপর মৌসুম বদলের সমানুপাতে ফ্র্যাঞ্চাইজিও বদল হয়েছে ফিঞ্চের।

দিল্লি ডেয়ারডেভিলস থেকে পুনে ওয়ারিয়র্স হয়ে এবার কলকাতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ফিঞ্চ। প্রতি মৌসুমে ফিঞ্চের দলবদল মনে করিয়ে দিচ্ছে মুশফিকুর রহিমকে। আইপিএলের উৎপত্তি ধরে ২০১২ সালে শুরু হওয়া বিপিএলে মুশফিক যে ফিঞ্চের ছায়াকে তাড়া করছেন। দুরন্ত রাজশাহীর হয়ে শুরু সর্বশেষ বিপিএলে মুশফিক খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে। 

গত মাসে শেষ হওয়া বিপিএলের অষ্টম আসর নিয়ে ভিন্ন ছয়টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মুশফিক। বারবার দলবদল হলেও শিরোপা ভাগ্যের শিকে ছেঁড়েনি মুশফিকের। এখানে অবশ্য নিজেকে বেশ ভাগ্যবান ভাবতে পারেন ফিঞ্চ, অন্তত একবার আইপিএলের শিরোপা জেতার সৌভাগ্য হয়েছে তাঁর। ২০১৫ আইপিএলে চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতে মুম্বাই ইন্ডিয়ানস। ওই মৌসুমে আইপিএলের সবচেয়ে সফল দলটির হয়ে খেলেছিলেন ফিঞ্চ। তা হোক, দল বদলে ফিঞ্চকে আইপিএলের ‘মুশফিক’ বলাই যায়!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত