Ajker Patrika

‘বকবক’ করেই তারা পাবেন কোটি টাকা

‘বকবক’ করেই তারা পাবেন কোটি টাকা

২৬ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর আইপিএল মানেই যেন টাকার ছড়াছড়ি। শুধু খেলোয়াড়েরাই নন, ধারাভাষ্য কক্ষে বসে যাঁরা বকবক করবেন তারাও পাবেন কাড়িকাড়ি অর্থ। সব ধারাভাষ্যকার অবশ্য সমান অর্থ পাবেন না। আলাদা ক্যাটাগরিতে অর্থ পাবেন তাঁরা। ইংরেজি ও হিন্দিতে যাঁরা ধারাভাষ্য দেবেন তাঁদের জন্য অর্থ বরাদ্দ থাকছে আলাদাভাবেই। আর স্টার স্পোর্টসের ধারাভাষ্যকাররা টাকা পাবেন আরেক হিসাবে। 

আইপিএলে অবশ্য শুধু হিন্দি ও ইংরেজিতেই ধারাভাষ্য দেওয়া হবে এমন নয়। এই দুই ভাষার বাইরে তামিল, বাংলা, কানাড়া, মারাঠি, তেলেগু এবং মালায়লাম ভাষাতেও ধারাভাষ্য দেওয়া হবে। সম্প্রতি প্রত্যেকটি ভাষার জন্য আলাদা ধারাভাষ্যকারের প্যানেলও ঘোষণা করা হয়েছে। জানা গেছে, কারা কেমন অর্থ পাবেন তাও। 

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, পুরো মৌসুমে ইংরেজিতে যাঁরা ধারাভাষ্য দেবেন তাঁরা পাবেন ২ কোটি ১৫ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ টাকা। আর হিন্দিতে যাঁরা ধারাভাষ্য দেবেন তাঁদের পকেটে যাবে ৬৮ লাখ ৮২ হাজার টাকা থেকে ৩ কোটি ১১ লাখ টাকার মতো। স্টার স্পোর্টসের নির্ধারিত ডাগআউটে যাঁরা বসবেন তাঁরা পাবেন ৪ কোটি ৩০ লাখ টাকা থেকে ৬ কোটি ২২ লাখ টাকা। 

এবারের আইপিএলের ধারাভাষ্যে যুক্ত হচ্ছে নতুন মুখও। আইপিএলে দারুণ সফল সুরেশ রায়না এবার দল পাননি। হিন্দি ধারাভাষ্যকারদের প্যানেলে তালিকাভুক্ত করা হয়েছে তাঁকে। একই প্যানেলে জায়গা পেয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত